পাতা:পারস্য ইতিহাস.djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

༤༠༤ - পারস্য ইতিহাস । বাড়া বাড়ি দেখি দাসী বাহির হইল । কে যেন সদর দ্বারে আঘাত করিল ॥ তাড়া তাড়ি দাসী আসি মৃদু স্বরে কয় । ও গো ঠাকুরাণী তব স্বভাদৃষ্ট নয়। এখনি অইল কাজী সাধুর নিকট । কি জানি কি হয় দেখি বিষম সঙ্কট। ৷ অমনি রমণী কহে একি.সৰ্ব্বনাশ । যাও তুমি শীঘ্ৰ করি জানহ আভাষ । বন্দিনী এ কথা শুনি যায় পুনরায় । সাধু কহে ভাল পরে কি ৰূপ করিবে । নারী বলে কল্য তাহ দেখিতে পাইবে ॥ বৃদ্ধের বনিভ। পরে উঠিয়া প্রভাতে । অবিলম্বে উপস্থিত আমার সততে ॥ কামিনী হেরিয়া করি ‘মন্ত্রিরে আদেশ । রমণী অইল কেন জানহ বিশেষ ॥ উজার ডাকিবা মাত্র নিকটে আইল । দওবং ধরণীতে লুটারে রহিল ॥ কহি তারে কই শুনি কি জন্য হেথtয় । প্রতিনিধি প্রিয়ভাষে জিজ্ঞাসে তাহয়। উঠিমা বিশেষ কথা বলহ আমায় ॥ " কি জন্য আইল ক জী এত রজনীতে । ইহার বিশেষ কিছু পার কি কহিতে ॥ সাধুর বিপদ বুঝি হইয়াছে ভারি। অসিায়াছে বিচারক কারণ তাহারি । রমণী আমনি কহে শুন মহাশয় । - কারণ বলতে কিছু পারিন নিশ্চয়। এমন সময়ে দাসী আসিয়া কহিল । বৈদ্যেরে লইয়া কাজী এখনি আ ইল । সে বলে সহস্র মুদ্রা দিয়ছে তোমায় । তাহার কারণ ক{জী অrইল হেথায় ॥ বিচারকে এই অজ্ঞা করিল উজার । এত শুনি গাত্রে থান করিয়ণ রমণী । অ শীৰ্ব্বাদ করি মেরে কহিল অমনি ॥ কৃপাকার কথা যদি করহ শ্রবণ । চমৎকার বোধ হবে অtশ্চৰ্য্য কথন । অনুমতি পেয়ে রামা করে আরম্ভন । বানোর রমণা আমি ওনহ রাজন ॥ দান্‌ণে মন্দ নামে বৈদ্য অতি দুরাশয়। সহস্ৰ স্থবণ মুদ্রা পতির দে লয় ॥ পুন পাইবার জন্য আমি তথা যাই । বিস্তর বিনয়ে তার নিকটেতে চাই ॥ কহিল ধারিনা কেন করিছ ছলনা । সত্য মিথ্যা জানি প্রাতে হইতে হাজির ৷ দ্বি সহস্র মুদ্রা দিব পুরাও কামনা ৷ ইহা শুনি সাধুপত্নী মুছভাষে কয় । বৈদ্য কাজী সাধু সঙ্গে অff.বে নিশ্চয় । তোম রে দেখিলে ঘরে কল স্ন রটিবে। মন যাহে থাকে সখা করিতে হইবে ॥ উঠ তবে শীঘ্ৰ করি বিলম্ব না সয় । ক্ষণেক সিন্দুক মধ্যে থাক মহাশয় ॥ প্রতিনিধি কোন মতে সন্মত না হয়। চরণে ধরিয়া ধনী অমুমতি লয় ॥ • সিন্দুক ভিতরে ত রে বন্ধন করিয়া । দ্বার রুদ্ধ করি রামা চলিল হাসিয়া ॥ স্বামির নিকট গিয়া সমস্ত কহিল । দুই জনে পরস্পর হাসিতে লাগিল । কাজার নিকটে পরে কহিতে বিশেষ । * সে কহে পুরা ও আশা করিদিব শেষ ॥ অপমানে সেই স্থান তখনি ত্যজিম । তব প্র। তনিধি প,শে জানাই যা ইয়া৷ কিন্তু সে যেমন পত্রি প্রকাশ হইল । ধৰ্ম্ম নষ্ট হেতু স্পষ্ট যতন করিল। রমণীর কথা শুনি কহি ততক্ষণ । সত্যা সত্য কিসে অামি জানিব এখন ॥ সাধুর বনিত বলে ধৰ্ম্ম অবতার। প্রত্যয় অামায় যদি না হয় তোমার ॥ সাক্ষীভাল আছে প্রভু করি নিবেদন । তাদের বচনে সত্য মানিবে রাজন ॥