পাতা:পারস্য ইতিহাস.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । কোথা তব সক্ষিগণ জিজ্ঞাসি তাহারে। যুবতী কহিল অাছে আমার আগ:রে। তাদের আনিয়া যদি শুনহ বিস্তার 1. অবশ্য সন্দেহ দুব হইবে তোমার ॥ অচিরায় দূত গিয়া বানের ভবনে । আনিল সিন্দুক.ক্রয় আমার সদনে। কামিনী কহিল সাক্ষী সিন্দুক ভিতরে । অমনি লইয়া চবি খুলিল সত্বরে। কেমন আগশচর্য্য তাহা যায় কথন । সিন্দুকে বসিয়া দেখি সেই তিনি জন । পদচ্যত দুই জনে তখনি করিয়া । কুবচন কহি কত কুনীতি দেখিয়া ॥ বৈদ্যে কহিলান চারি সহস্ৰ কাঞ্চন । নারীরে এখনি গিয়া করহ অপণ ॥৭ সিন্দুক তুলিতে আজ্ঞা দিয়া অচিরায় । কামিনারে কহিলাম মধুর ভাষায় ॥ হেরিব বদন তব বিপদের মূল। যাহা দেখি তিন জনে হারায় দুকুল ৷ সাধুর রমণী শুনি ঘোমটা খুলিল । ঘন মুক্ত শশী ষেন প্রকাশ হইল । হেরিয়া nে "নদফ্য তার কহি মনে মনে । হেন ৰূপবতী নারী নাহি ত্ৰিভুবনে ॥ বৈদ্য বিচারকে আর দোষিতে না পারি এমন ৰূপসী অার, নাহি অন্য নারী ॥ সভাসদ সকলেতে করে হয় হয় । সবাকার নেত্ৰ গিয়া পড়িল তাহয় । বাস না হইল তার কাহিনী শুনিতে । অনুজ্ঞা পাইয়ণ রামা লাগিল কহিতে ॥ কথার কৌশল শুনি সবে প্রশ• সিল । ৰূপে গুণে সকলেরে মোহিত করিল ॥ ইতিহাস সাঙ্গ কfর সাধুর রমণী । প্রণাম করিয়া গৃহে চলিল অমনি ॥ নয়ন হইতে ৰূপ হইল আন্তর । অন্তর মাঝেতে কিন্তু জাগে নিরস্তর ॥ ইe ? দিবা নিশা ভাবি তীরে মন উচাটন । বিষয় কর্য্যেতে অার নাহি লয় মন ॥ অবশেষ রমণীর স্বামিরে ডাকিয়া । কহিলাম ত"রে আমি বিরলেতে গিয়া ॥ তোমার বৃত্ত"ন্ত সব শুনেছি বিশেষ । দীন জন্য দুর্দশার নাহি পরিশেষ ॥ তথচ এ দুঃখ ভাবি নাহি চিন্ত লেষ । দানাভাবে সদা তুমি পাইতেছ ক্লেশ ৷ বাসনা এ দুঃখ তব করিব বিনাশ । অতিরিক্ত দানে ধন নাহি হলে হ্ৰাস ॥ iিপদ না হবে ক্রমে বাড়িবে সৌরব । রাখিতে হইবে কিন্তু আমার গৌরব ॥ কান্তীয় হেরিয়া তব হয়েছি অজ্ঞান । ত,রে যদি পাই তলে ব চিবে এ প্রাণ ॥ রাজা হয়ে এই ভিক্ষণ কfরহে এখন । রমণী ত্যজিয়া মেরে করহ অপণ ॥ পত্নী পরিবর্তে নারী চrহ যদি আর । অন্দরে চলহ তবে সঙ্গে তে অামার ॥ সবিনয়ে কহে সাধু শুন নরপতি । কথা যাহা কহিলেন অসঙ্গত অতি ॥ স্ত্রী ধনের পরিবর্তে দিবে যেই ধন । সে বিনে সে ধনে মোর কোন প্রয়োজন৷ কি পর্য্যন্ত পত্নী প্রিয়া কহিতে না পারি রাজপদ তুচ্ছ করি গুণে ে তাহারি ॥ আপনি ভূপতি মনে করুণ বিচার। ধন লোভে হেন নারী ছাড়ে সাধ্যকার ॥ তথাচ এত যে ভালবাসি আমি তারে । সে যদি না চায় মোরে দিবহে তোমারে এখনি তাহারে গিয়া বৃত্তান্ত বলিব । কিঞ্চি ই ফিরিলে মন অবশ্য ত্যজিব ॥ একথা বলিয়া সাধু বিদায় লইল । গৃহে আসি রমণীরে সকল কহিল । পশ্চাত কহিল অারো করিয়ণ বিনয় । কপাল প্রসন্ন তাই ভুপাল সদয় ॥