পাতা:পারস্য ইতিহাস.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১২ পারস্য ইতিহাস । ইহা শুনি নৃপস্থত গেল নিজ ঘরে । ভূপতির কাছে যোগী যায় তার পরে। কথোপকথনে নৃপ ধাত্রী সঙ্গে ছিল । | নিকটে আরাম এক অতি মনোনীত। অসিত পাযাণে তার ফটক নিৰ্ম্মিত ॥ উদ্যানের পরিশেষে পুরী মনোহর । যোগী গিয়া ভূপালেরে তথা দেখা দিল নিৰ্ম্মিত চন্দন কাষ্ঠে দেখিতে সুন্দর। ফকীরে হেরিয়া নৃপ হইয়া সত্বর । হস্তে ধরি সমাদর করিল বিস্তর ॥ বলে কতগুণ তব কহা নাহি যায় । সহজে আরোগ্য তুমি করিলে কন্যায়। এত যে অভক্তি ছিল মনুষ্যের প্রতি । তোমার কৃপায় তাহ ঘুচিল সম্প্রতি ॥ ধাত্রীর এতেক গল্পে কিছু না হইল । তোমার কিঞ্চিং বাক্যে সফল করিল ৷ উদাসীন কহে পরে শুনহে রজেন । করিয়াছি অারে। ভাল তাহার কারণ ॥ পারস্য রাজার পুত্র প্রতি র্তার মন । বিবাহ করিবে তারে বাসনা এখন ॥ দেবের যে ৰূপ আ জা কন্যারে হইল । বিস্তারিয়া যোগিরাজ রাজারে কহিল ॥ ইহা শুনি ক্ষিতিপতি ক্ষণেক ভাবিয়া । সন্ন্যাসির প্রতি কহে মধুর ভাষিরা। এৰূপে তনয়া যায় নহেক বা সনা । দৈববাণী নাহি পারি করিতে হেলন । লইয়া যাইবে তারে আপনি মোসাই । অামার তাহাতে আর কোন ভয় নাই ৷ এৰূপে ভূপেরে যোগী সন্মত কুরিল। যামিনী যোগেতে পরে নগর ছড়িল । কন্যা ধাত্রী যোগিবর এই তিন জন । একত্র হইয়া তারা করিল গমন ॥ স্বরঙ্গ তুরঙ্গ চড়ি বেগেতারা যায়। চলিল সমস্ত নিশ ক্ষণে না দাড়ায় ॥ দিনমণি দেখা দিল ভাসিয়া গগণে । কুমুম কাননে এক গেল তিন জনে ॥ নানাজাতি ফুল তায় কিবা স্থশোভন । পবন সঘন গন্ধ করিছে বহন ॥ " সুবৰ্ণ জড়িত মঞ্চ তাহ ব্যবধানে । নিৰ্ম্মল পল্লল জল শোভে সেই খানে ॥ এৰূপ সৌন্দর্ষ্য হেরি চলিতে না চায়। হয় হৈতে নামি তারা বসিল তথায় ॥ মোহিত হইয়। তারা বখানে সকলে । হেন মনোহর স্থান নাহি ভূমণ্ডলে । ইতোমধ্যে সন্ন্যাসির বদন শুকায় । বিবর্ণ হইল বর্ণ শবতুল্য কায় । ধা গ্রী অর রাজকন্যা হেরি এপ্রকার । জিজ্ঞাসা করিল তারে কারণ তাহার ॥ ভয়েতে ব্যাকুল যোগী বলে হায় হায় । কপাল ভাঙ্গিল তাই এসেছি হেথায় ॥ এই যে দেখিছ পুরী উদ্যানের পাশ । মেফজল কুহকী তাহে করে বস বাস ॥ এসেছি আমরা হেথা যদি শুনে কানে । নিশ্চয় মরিব মোরা সকলে পরাণে । বিধির দোহাই শুন বলি বরানন | তোমার লগিয়া| মোর যতেক ভাবনা ৷ এক কী হইলে কত হইত ভরসা। বলেছলে পরিপূর্ণ করিতাম আশা ॥ কর যাহা মনে লয় কহিল কুমারী। ভাব যেন আসি নাই সঙ্গেতে তোমারি । যদি ভালৈ লেখা থাকে ম রব হেথায় । ফলিবে বিধির অজ্ঞা কিভয় তাহtয় ॥ ঋষি বলে বরাননা কি বলিব আর । বাড়িল দ্বিগুণ বল বাক্যেতে তোমার ॥ থকহ বসিয়া দোহে তোমরা এখানে । ত্বরায় আসিব ফিরে তব সন্নিধানে ॥ তিনদণ্ড যদি হয় অসিতে অতীত । মরণ তাহাতে মোর জানিবে নিশ্চিত ।