পাতা:পারস্য ইতিহাস.djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

さ、〉レー সেই সে রমণী জ্যেষ্ঠা ভগিনী অামার । কুরঙ্গ হইয়া ছিলে কুহকে যাহার ॥ বিপুল মায়ার বল নাহিক দোসর । মনুষ্য সকল তার নামেতে কাতর ॥ মেফুে জ তাহার নাম অতি দুষ্ট মতি। ' রুষ্ট হলে নাহি রাখে পিতার ভারতী ॥ পাইলে ৰিমুক্তি যদি সে জানিতে পারে আমিতে ভাগিনী তবু বধিবে অামারে ললাটে যা লিখl_আছে খণ্ডিবার নয় । বাচিলে যে তুমি সেই মুখের বিষয় ॥ আরো উপকার এক করিব তোমার । তাহাতে পাইবে কন্যা রাজার কুমার ॥ দুষ্কর সে কৰ্ম্ম অতি কহি শুন তবে । নন্দিনীর মন পেলে কৰ্ম্ম সিদ্ধ হবে। র্তাহারে করিতে বশ ত্যজি,নিজ বেশ । সন্ন্যাসির বেশে কর সে দেশে প্রবেশ ॥ কি বলিলে বিধু মুখী বিষম ব্যাপার সন্ন্যাসির বেশ কিসে হইবে অামার ॥ নারী বলে শুন যদি আমার বচন । মানস হইবে পূর্ণ চিন্তা অকারণ ॥ এত বলি ভাণ্ড রেতে চলিল মুন্দরী । লইয়ণ যোগির বেশ অাসে শীঘ্ৰ করি ॥ অানিল কোমর বন্দ অতি অপৰূপ । হীরার ডিবিয়া এক দেখিতে অনুপ ॥ লহ এই সব দ্রব্য কহে বরাননা । কামনা হইবে সিদ্ধ ঘুচিবে যাতন ॥ অধিক নহেক দুর কাশ্মীর নগরী । , এই সব দ্রব্য লয়ে যাও ত্বরণ করি ॥ নগর প্রবেশ কলে বসন ত্যজিয়া । মর্দন করিব তৈল ডিবা হাতে নিয়া ॥ তদন্তর যোগিবেশ করিয়া ধারণ । কোমরে কোমর বন্দ করিবণ বন্ধন ৷ নগরের দ্বারে পরে দরশন দিবে। দ্বারিগণ আসি তবে জিজ্ঞাসা করিবে ॥ পারস্য ইতিহাস । কহ পুণ্যবান ঋষি কহ কি কারণ | কাশ্মীর রাজ্যেতে তব শুভ আগমন ॥ দিবে পরিচয় “আমি দেব পুরোহিত । কসয়া দেবের পূজা করিতে বাঞ্ছিত, ॥ কসয়া মুরতি অতি বিখ্যাত ভুবনে । পুজ করে প্রজাগণ আনন্দিত মনে ॥ বলিবে বসতি মোর অতি দূর দেশ । দেবেরে পুজিতে দেশে করেছি প্রবেশ ॥ একথা শুনিবা মাত্র চরণে ধরিয়া । রাজার নিকটে যাবে তোমারে লইয়া । আহরণ নামে ঋষি দেব পুরোহিত । তার হস্তে দিবে রাজা তোমায় নিশ্চত | বহু বিধ বুধ সঙ্গে রঙ্গে অাহরণ। লইয়া তোমায় যাবে মন্দির সদন । মন্দিরের শোভা কিবা করিব বর্ণনা । দ্বিতীয় নাহিক আর কি দিব তুলনা ৷ চতুষ্পার্শ্বে শোভে তার পরিখা মুন্দর। বিংশ হস্ত পরিমান হইবে গহবর ॥ পরিপূর্ণ খেয় তাহে সলিল নিৰ্ম্মল । অনল বিহীন সদা ফুটিতেছে জল । পর পর লৌহময় অtছয়ে বিস্তার। প্রদীপ্ত পাবক সম উত্তাপ তাহার। এই ৰূপ বিঘ্ন কত বিপদ অপার । মন্দিরে প্রবেশ করে হেন সাধ্যকার । বাড়াইয়া তব মান কবে অtহরণ । বহু কষ্ট্রে অসিয়াছ হেথা তপোধন। দেবতা বিরাজমান মন্দির মাঝ রে । এখানে বসিয়া পূজা করহ তাহরে ॥ সাঙ্গ করি তপ জপ ত্যজি এই স্থান । আপনার দেশে শেষে করিব প্রস্থান ॥ ইহাতে উত্তর তুমি করিবে সত্বর। দেবতা দেখিব গিয়া মন্দির ভিতর ॥ অtহরণ কথা শুনি তোমারে কহিবে। মানস করেছ যদি দেবতা দেখিবে ॥