পাতা:পারস্য ইতিহাস.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । একারণ ছাড়িয়া সকল বন্ধু বৰ্গে । থাকিতম অহরহ সাধুর সংসর্গে। ইতি মধ্যে পীড়িত হইল সদাগর । দেখিয়া নিযুক্ত করি বৈদ্য বহুতর ॥ কিন্তু তৃণ কাল পূর্ণ পীড়া বৃদ্ধি ক্ৰমে । নাহি হয় উপশম ঔষধের ক্রমে ৷ কাল উপস্থিত সাধু বিচার করিয়া । কহিল আমাকে পরে নিকটে লইয়া ॥ “ দেখ পুত্র এই মোর অন্তিম সময় । কহিব তোমাকে এক গোপন বিষয় ॥ করিয় ছি জন্ম বিধি যাহা উপজ্জন । সংসারের পক্ষে তাহ হয় বিলক্ষণ ॥ কিন্তু অাছে যেইপন পূৰ্ব্বের সঞ্চিত । ত{হ র নিকটে ইহ । কেবল কিঞ্চিত ॥ এরূপ ঐশ্বঘ্য অাছে গোপন যথায় । বলিতেছি তাঁহা অামি এখন তোময় ॥ কোন কলে কোথ! হতে হয় এত ধন । জানি নাহি উপাৰ্জন করে কোন জন ॥ i শুনিয়ছি পিতামহ অপনি থাকিয় । । মৃত্যু কালে দিয়া যান জনকে ডাকিয়া । পিত মৃত্যু কাল দেখি দিলেন অমায় s দিতেছি সে ধন সব এখন তে "ময় ॥ পরামশ বলি কিন্তু শুনরে সন্ত ন । স্বভাবত হও তুমি অতি দয়া বান ॥ হাতে হলে এত ধন প্রতুল দেখিয়া । করিবে অধিক ব্যয় যত্নে না রাখিয়া ॥ বাঞ্ছনীয় বটে হ ও দয়ালু স্বভাব । যদ্যপি তহিতে হয় বিপদ অভাব ৷ কিন্তু বহু দান হবে বিনাশের মুল । বিলক্ষণ দেখিতেছি নাহি তায় ভুল ৷ ধনেতে রাজার মনে ঈর্ষা বোধ হবে । অথবা উজীরগণ পড়িবেন লোভে ৷ গুপ্ত ধন পাইয়াছ সন্ধান পাইবে । ছলে বলে লইবারে অবশ্য চাহিবে । চলিবে অামার মত ব্যবসার কাযে ॥

দুঃখ মুল হবে তব সুখ-কর ধন ৷

তবে তিনি কহিলেন ভাণ্ডার যথায় ॥ পরেতে পঞ্চ ত্ব প্রাপ্ত হলেন যখন । পাইলাম আমি তার যত সব ধন ॥ যে আইসে সেই যায় হয়ে অনিন্দিত ॥ কহিবে কখন মোর লয় নাহি ধন ॥ অতিশয় ধন দান দেখিয়া আমার । নগরস্থ লোক সবে ভাবে চমৎকার ॥ কেহ বলে পুনঃ ছার খাকের লক্ষণ ॥ Sis অতএব শুন পুত্র এই যুক্তি সাজে । নতুবা বিপদে পড়ে হারাবে জীবন । অঙ্গীকার করি নাম বৃদ্ধের কথtয় । এক দিন ভ ও রেতে দেখিয়া ঐশ্ব র্য্য । কহিতে ন প বি যত হলেম অ। শচর্য্য ৷ যদিও প্রচর পন কচু নিত্য নয় । তথাপি করিতে সীমা অযুঃ শেষ হয়। যদ্যপি জীবন ববি দেই দুই করে । ত থ পি ন হয় শেয এত আছে ঘরে ॥ ভাবিলমি এত ধন সঞ্চয় থাকিতে । অবচিত যুক্তি দান না করি রাখিতে। অতিথিরা এই ধন যদি না পাইবে । তবে কিসে ভাগ্যধর ত{হার। কহিবে ৷ অতএব অঙ্গীকার না করি পালন । করিল। ম আ রিস্ত করিতে বিতরণ | দীন দরিদ্রের প্রতি দ্বীর অবরিত । বশরা নগরে হেন নাহি কে{ল জন । কেহ বলে বশরীর রাজার ভাণ্ড রে । পাইলে ও পরিতোষ হয় না। তা মীর ॥ কেহ বলে পাইয়াছি অত্তলিত ধন । এইরূপ কান কানী করে সর্বজন । কিন্তু দেখে হসি নহে বৃদ্ধি বিলক্ষণ । গুপ্ত ধন পাইয়াছি তুলিলেক রব । সমস্ত নগর মধ্যে উঠিল গুজব ।