পাতা:পারস্য ইতিহাস.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:

পারস্য ইতিহাস । আসিতে লাগিল লোভে যত লেভি গণ । কোথা না রহিল আর দরিদ্র কৃপণ ॥ এক দিন কেতিয়াল আসি মেীর কাছে । “বলে দে ও দেখাইয়া ধন কোপা অাছে। তব বাদ (ন্যতা এত মে ধন হইতে । অমিয়াছি রাজদূত তাঁহাই লইতে"। সে. (টলের বাক্যে ছড়ি ঘনই শ্বাস । বদনে ন সরে বাণী ভাবি সৰ্ব্বনাশ ॥ দারোগ এরূপ দেখি বুঝিল নিশ্চয় । হয়েছে গুজব যাহা মিথ্য ত{হ। নয় ॥ অতএব নম্রভাবে বলিল তামায় । “তাবল-কাসম চিন্তা কি লাগি ইহ iয় ॥ অামরা রাজার দাস লোভের অধীন । সেই জন্য অসিয়াছি এই এক দিন ॥ গ্রহণের যোগ্য মুদ্র কর মোরে দান । ফিরিয়া না চাব আর করিব প্রস্তান” ॥ একথা শুনিবা মাত্র ঘুচিল বিযtদ । কহিল মি কভ দিলে হইবে আহলাদ ॥ দরে গ৷ বলিল যদি করিলে জিজ্ঞ সম । প্রতিদিন দশ স্বর্ণ মুদ্রা করি আশা" ॥ কহিলাম দশ মুদ্রা অত্যন্স হইবে । প্রত্যহ শতেক স্বর্ণ মোহর পাইবে ॥ কেতিয়াল তাননিদত একথা শুনিয়া | বলিল আমি কে অতি বিনয় করিয়া ॥ “হাজার ২ তব বাড়ক ভাণ্ডার । ! বিঘ্ন নাহি দিব আমি কহিলাম সার” । একথা কহিয়া ধন লইয়া তখন । বিদায় হইয় গৃহে করিল গমন । কিছু দিন পরে মোরে মন্ত্রী ডকাইল । সমদরে বসাইয়ণ জি জ্ঞাসা করিল ৷ “গোপন ঐশ্বৰ্য্য নাকি পাইয়াছ তুমি । ভালহ তুষ্ট তাহে হইলাম আমি । কিন্তু জন সে ধনের পঞ্চমাংশ যাহা । অতএব সেই অংশ ভূপতিরে দিয়া । ভোগ কর অবশিষ্ট চারি অংশ নিয়া" ॥ একথায় বুঝাগেল মন্ত্রীর মনস্ত । অভিপ্রায় লইবেন আপনি সমস্ত ॥ করপুটে কহিলাম মন্ত্রীর নিকটে । “গুপ্ত ধন পাইয় (ছি ইহা সত্য বটে । কিন্তু নাহি প্রকাশিব সে সন যথ{য় । সহস্ৰ ২ খ গু করিলে আমায় ৷ তবে যদি মেরে নাহি কর প্রাণ হীন । সহস্ৰ সুবর্ণ মুদ্র দিব প্রতি দিন ॥ এ কথা শুনিয়া মন্ত্রী হয় অনিন্দিত । লোক পঠাইয়া দিল আমার সহিত ৷ তহিরে ভাণ্ড রী ত্রিশ হাজার গণিয়ণ । প্রথম মাসের জন্য দিলেক অনিয়া ৷ অনন্তর মন্ত্রীবর মনে কি করিল। মোর গুগু ধন কথা রাজারে বলিল ॥ আরেণ জনাইল মোর প্রতিজ্ঞ যেমন । দেখবেনা করে ধন থাকিতে জীবন ॥ এ কথায় নরপতি বিস্ময় হইয়ণ । হাস্যমুখে জিজ্ঞাসিল মোরে ডাকাইয়ণ ॥ “কেন যুব বল দেখি জি জ্ঞাসি তোমায় ধনাগার দেখাইতে অনিচ্ছা সব য়ি ॥ বাসনা অামার তব দেখি গুপ্ত পন । বিভ্ৰাট তোমার তাহে না হবে কখন ॥ আমি ভঁারে কহিলাম শুন মহীপাল । আপনার পরম যুঃ হৌক দীর্ঘকাল ॥ ধন স্তান দেখাব না প্রতিজ্ঞ। আ ম র । অতএব না চাহিবে দেখিতে ভাগুর ॥ যদি চাহ দিব আমি তোমাকে অনিয়া দ্বিসহস্ৰ স্বর্ণ মুদ্রণ প্রত্যহ গণিয়ণ ॥ কিন্তু বাঞ্ছা সিদ্ধি যদি ইহাতে না হয় । তবে মোর প্রাণ দও কর মহাশয় ॥ ইহা শুনি নৃপবর নয়ন সঙ্গেতে । শাস্ত্রে লিখে নৃপতিকে দিতে হয় তাহ৷ ৷ জিজ্ঞাসিল মন্ত্রিবারে কি বলি ইহতে ॥