পাতা:পারস্য ইতিহাস.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । ২৯ কুমন্ত্রী কতই ছল করিল তখন। উজীর আপনি সেই কবরে থাকিল। অন্তরে হরিয বাহ্যে কপট ক্ৰন্দন ॥ দুই জন অনুচর সঙ্গেতে রাখিল। বসন ভূষণ ছিড়ি বাড়াইল শোক যুদ্রাকে সিন্দুক হতে করিয়া বাহির । তাহার ক্রন্দনে আরো কাব্দে সঙ্গীলোক ; উষ্ণ জলে ধৌত করে তাহার শরীর। তদন্তর দুরাচীর অজিল দান করে। তাহাতে বণিক পুত্ৰ পাইয়া চেতন । সিন্দুক প্রস্তুত কর শব রাখিবারে। কহে মন্ত্রী কোথ। অাছি একার ভবন। এই দিকে যত ধন আবলের ছিল। মন্ত্রী কহে অt বল এ হয় গোরস্থান । রাজার বলিয় সব হরিয়া লইল । কি করিব আজি তোরে দেখ বিদ্যমান। ইতি মধ্যে আবলের মৃত্যু সমাচার। বল কোথ। অাছে ধন এত দপ যাতে । সমস্ত নগর মাঝে হইল প্রচাব ৷ না বলিলে তোর প্রাণ যাবে মোর হাতে শুনিয়া সকল লোক হাহাকার করে। শুনিয়া অবিল বলে ওহে মন্ত্রীবর । BB BBS BBB BB BBB BB BBSS S BBBBB BBBSBBB BB BB BBS BB S প্রবীণ নবীন বৃদ্ধ যুবতী সকল । কিন্তু মোরে যদি কর নিশ্চয় সংহার । ক্ৰন্দনে বিদীর্ণ করে গগণ মণ্ডল ॥ তথাপি না দেখাইব ধনের ভাণ্ডার ॥ পথে ঘ (টে হাটে মাঠে সৰ্ব্বত্র ক্ৰন্দন এ কথা শুনিয়া মন্ত্রী অগ্নি হেন জ্বলে । অ বাল বনিতা বৃদ্ধ কন্দে সৰ্ব্বজন ॥ বান্ধহ বেটা কে তোরা ভূত্যদিগে বলে । কেহ কান্দে যেন তার সন্তান মরিল সিংহচৰ্ম্ম বিনিৰ্ম্মিত চাবুক লইয়া । কেহ যেন ভ্রাতা কেহ পিতা হারাইল মরিতে লাগিল তারে নির্দয় হইয়ণ ॥ দুভাগ্য যতেক ছিল আর ভাগ্যবান মৃচ্ছ গত দেখি তবে মন্ত্ৰী দুরাচার। সকলে তাহার শোক পাইল সমান ॥ আজ্ঞাদিল সিন্দুকে রখিতে পুনৰ্ব্বার। বন্ধু গেল বলি কান্দে ভাগ্যবন্ত সবে কবরের দ্বার বদ্ধ করিয়া তখন । দীন দুঃখ শোক করে অন্নাভাব হবে। | নিজালয়ে ভৃত্য সহ করিল গমন ॥ ক্ৰন্দনের মহাগোল চৌদিকে হইল। পরদিন ভূপালের কাছে মন্ত্রী গিয়া। নগরে রেদিন ছাড়া কেহ না রহিল ৷ প্রহারের বিবরণ কহে বিস্তারিয়া ॥ এদিকে আবলে মন্ত্রী সিন্দুকে রাখিয়৷ | যেরূপ নিৰ্দ্দয় পত্র, রাজা সেই মত । গোরস্থানে নিয়া যাও কাহল ডাকিয় শুনিয়া মন্ত্রীর প্রতি जुटे হয় কত ৷ মন্ত্রীর পৈতৃক ছিল কবর যথায় । রাজা কহে যুবা ক্লেশ কভু না সহিবে । শবুের সিন্দুক নিয়া রাখিল তথার ॥ কোন্‌ খানে ধনাগার অবশ্ব কহিবে। বিশ্বাসঘাতক মন্ত্রী নানা ছল জানে। ! কিন্তু যে ভুপের দুত বসিয়া রহিল। কান্দিতে লাগিল কত গিয়া সেই খানে ॥ | অদ্যপি উত্তর কিছু স্থির না হইল | ক্ষণেক হাঠুতে মাথা ক্ষণে হাত গালে। বল দেখি ভূপতিকে কিবা লেখা যায় । ক্ষণেক আঘাতে বুকে ক্ষণে বা কপালে ৷ | উপস্থিত মহাদায় দেখি না উপায়। এই ৰূপে অস্তাচলে গেল দিনমণি। মন্ত্রী বলে মহারাজ নিৰ্ভয়ে থাকহ । নগরে সকলে যায় দেখিয়া রজনী ॥ এই ৰূপে লিপি এক রাজাকে লিখহ ॥