পাতা:পারস্য ইতিহাস.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\o e রাজত্ব পাইবে যুব সস্বাদ জানিয়া । করাইল নাচ গান আহলাদ মানিয়া ॥ অবিশ্রান্ত মদ্য পানে হইল মরণ । এই লিপি রাজদূতে করহ প্রেরণ ॥ তখনি ভুপাল লিপি লিখিয়া ত্বরিত। দৃতুকে বিদায় করে হয়ে আনন্দিত ॥ পুনৰ্ব্বার অাব লেরে প্রহার করিতে । কবরে চলিল মন্ত্রী নগর হইতে ॥ মনেতে আহলাদ বড় হইল তাহার। কোনমতে আজি তার দেখি ব ভ ও র ॥ কিন্তু মন্ত্রী কবরের সন্নিকটে গিয়া । দেখিয়া কপাট মুক্ত উঠে চমকিয় ॥ হতাশে কবরে গিয়া ফলে হলো ছাই । সিন্দুক খুলিয়া দেখে যুবা ত"হে নাই ॥ ভাবিয়া উড়িল প্রাণ ভয়েতে মন্ত্রীর। অজ্ঞান উন্মাদ প্রায় কম্পিত শরীর । নৃপের নিকটে মন্ত্রী শীঘ্ৰগতি গিয়।। এসব রত্তান্ত র্তারে কহে বিস্তারিয়া । শুনিয়া রাজার হয় মৃত্যু সম ত্ৰাস । “বলে মন্ত্রী ঘটাইল একি সৰ্ব্বনাশ ॥ পলায়ন করিয়াছে বণিক তনয় । কি উপায় অামাদের জীবন সংশয় ॥ বোগদাদ নগরে যুব নিশ্চয় যাইবে । মহারাজে বিবরণ সকল কহিবে” ॥ ভাবিয়া অজ্ঞান মন্ত্রী স্থির নাহি পায় । মুখে বলে হায় হায় হইল কি দায় ॥ হয় যদি কালি তারে করিতাম বধ । তবে অাজি হইত না এমন বিপদ ॥ মন্ত্রী কহে মহারাজ ভাবিয়া কি হবে । চল দেখি অন্বেষণ করি গিয়া সবে ॥ ছাড়াইতে পারে নাহি এখনে নগর । সৈন্য নিয়া দেখি গিয়া হইয়া সত্ত্বর ॥ রাজার বিপদ কাল মন্ত্রী যাহা বলে । সেই মত ভাগ করে সেনা দুই দলে। পারস্য ইতিহাস । দুই দিকে দুই জন দুই দল নিয়া। ছাইয়া ফেলিল গ্রাম সৈন্যগণ দিয়ণ ॥ এৰূপ যখন তার যুবার কারণ । পাহাড় পৰ্ব্বত বন করে অন্বেষণ ॥ হেথায় জাফর মন্ত্রী রাজাকে কহিয়া । চলিলেন বশরীয় প্রফুল হইয়া । পথ মধ্যে দেখা হয় দূতের সহিতে । প্রণাম করিয়া দূত লাগিল কহিতে। শুন শুন মহাশয় করি নিবেদন । বৃথা আর বশরায় করিবে গমন । হইয়াছে পরলোক অাবল যুবার। অhত্ম চক্ষে দেখিয়াছি কবর তাহার ॥ মন্ত্রীর মনেতে ছিল কতই আনন্দ । যুবাকে দিবেন গিয়া রাজার সনন্দ ॥ কিন্তু এই কুসস্বাদ শ্রবণ করিয়া । সজল নয়নে মন্ত্রী চলিল ফিরিয়া ॥ দেশে আসি মন্ত্রীবর বিরস বদনে । উপনীত হইলেন রাজার সদনে ॥ মুখ দেখি অমঙ্গল ভাৱিয় রাজন। কহিলেন এত শীঘ্ৰ কিসের কারণ ॥ মন্ত্রী কহে মহারাজ কি কহিব অার । শুনিলাম মরিয়াছে অবিল তোমার ॥ একথা শুনিবা মাত্র হাৰূণ রাজন । অজ্ঞান হইয়া ভূমে পড়িল তখন ॥ সভাসদ আদি মন্ত্রী যত কেহ ছিল । ত্বরিত আসিয়া সবে রাজাকে তুলিল । অনেক বিলম্বে তবে চেতন পাইয়া । লইল দূতের ঠাই লিখন চাহিয়া। মনোযোগে পত্র পাঠ করিয় ভূপতি। প্রবেশিল অন্য ঘরে উজীর সংহতি ॥ পত্র দেখাইয়া রাজা মন্ত্রী প্রতি কয় । ইহাতে আমার কিন্তু জন্মিল সংশয় ॥ বশরার রাজা বুঝি কুমন্ত্রীকে নিয়া। মারিয়াছে অবলেরে রাজত্ব না দিয়া ॥