পাতা:পারস্য ইতিহাস.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । 2 ס\ নৃপতি তাপিত মনে, শ্বাস ছাড়ে ক্ষণে২ ' ভাবী মন্দ প্রক শিয়া,মিথ্যাভয়দেখাইয়। জলপানে চক্ষুস্থির করি । মন্ত্রীকে বলেন শুন, “হরিণী হেরিতে পুনঃ অদ্য হেথা রজনী থাকিব । লইতেছে মনে এই, থাকিলে এখানে সেই কুরঙ্গিণী অবশ্য দেখিব"। হেন স্থির করিমনে, আজ্ঞাদিল সঙ্গীগণে গৃহে পুনঃ করিতে গমন । মন্ত্রীমাত্র সঙ্গে করি, বসি তথা তৃণোপরি হরিণীর কথোপকথন । রবি যায় অস্তাচলে, নরপতি ঘুমে টলে মন্ত্রীবরে কহিল তখন । নিদ্রীয় নয়ন ভারি, অার না বসিতে পারি বাঞ্ছা করি করিতে শয়ন ॥ . উজীর জাগিয়া থাক, জলপানে দৃষ্টি রাখ যাহা দেখ বলিবে অামায় । এত বলি নৃপবর, নিদ্রা যায় ঘোরতর পরে পাত্র মোহিল নিদ্রীয় ॥ আচম্বিত বাদ্য শুনি, মন্ত্রী অার নৃপমণি নিদ্রাভঙ্গ উভয়ে উঠিল । চক্ষু মেলিদেখে পাছে, মনোহরপুরা কাছে দৈবে যেন তখনি গঠিল ॥ . মৃদুস্বরে রাজা কয়, “একিদেখি অলোময় কেনবা শুনিতে পাই গীত । এই যে ভবন রম্য, নাহি হয় বোধ গম্য বল দেখি আছ কি বিদিত” ॥ মেজিন উজীর কয়, “কিবা দিব পরিচয়, না বুঝি এ সামান্য ঘটনা । হবে কোন মায়াধর, মজাইতে নৃপবর মায়াজাল করিল রচনা ৷” রাজা কহে মন্ত্রীবরে,“যাহা হয় হবে পরে যুক্তি সিদ্ধ না হয় ফিরিতে । চলপুরীপ্রবেশিয়া,কি অাছে দেখিব গিয়া বুঝিব কে পারে কি করিতে সঙ্কুচিত করিওনা তায় । কদাপি না ভীত হব, মানিবন৷ মানা তব মোর তাহে যদি প্রাণ যায়” ॥ রাজার প্রতিজ্ঞা শুনি, উজীর প্রমাদ গণি বিষাদিত হইল অন্তরে । কোন কথা নাহি বলে, রাজার সঙ্গেতেচলে পুরীদ্বারে উভয়ে উত্তরে ॥ দেখিয়া কপী টমুক্ত, হইয়া নিৰ্ভয় যুক্ত প্রবেশিল দালনের মাঝে । গন্ধবাতি জ্বলে কত, অসেনাদি নানামত তাহে ঘর অপৰূপ সাজে ॥ ভবনে বিবিধ গন্ধ, বায়ু বহে মন্দ মন্দ অাম্রাণেতে উভয়ে শিহরে । কিন্তুতথালোকনাই, আশ্চৰ্য্যভাবিয়াতাই পরে যায় রায় অন্য ঘরে ॥ দেখে এক মনোহরী স্বর্ণ সিংহাসনোপরি অলঙ্কারে সৰ্ব্বাঙ্গ डूबिउ । হীরামতি চণিতীয়, নানামণি শোভাপীয় অভরণ ললেতে খচিত ৷ পঞ্চাশত সহচরী, নানাব দ্য যন্ত্র ধরি দাড়াইয়া কন্যার সম্মুখে । মুক্তায় চিত্রিত করা, গোলাপি বসন পরা গান করে পরম কৌতুকে ॥ এহেন বাদ্যের ধ্বনি, শুনে নাহি নৃপমণি তথাপি ও মোহিত না হয় । একান্তমানসে ভাবে, কিব পে ৰূপসীপাবে সেই ভাবে ব্যাকুল হৃদয় ॥ রাজকে দেখিয়া ঘরে, গান ভঙ্গ দিলেপরে নৃপবর প্রণমিয়া তথা । কন্যারসম্মুখেগিয়া,প্রেমবাক্যেসম্বোধিয়া কহিতে লাগিল এই কথা ॥ “শুনবলি শশিমুখি, তোমাতে জগত মুখী তুমি মন মোহিনী সবার।