পাতা:পারস্য ইতিহাস.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । দেশ দেশান্তরে ফিরি, অরণ্য অর্ণব গিরি সব স্তানে করিয়া গমন ॥ হইল মানস পূর্ণ, গগণে উঠিয়া তুর্ণ যাইতেছি পিতার অ tলয়ে । হেন কালে মহারাজ, করিয়া সমর সাজ ভ্ৰমি েভছ মুগীর অগিয়ে । হেরি রূপ চমৎকার, বাইতে ন প রি অার, একেবারে মন উচ্চাটন। আলু থালু হয় বাস, ঘন ঘন বহে শ্বাস তব প্রেমে পড়ি; তখন ॥ মনে ভাবি একি লজ্জা,মানবে করিয়া সজ্জা, আমারে করিল এত খৰ্ব্ব । শেষে কি আমায় তবে, মনুষ্য ভক্তিতেহবে তার কাছে যাবে সব গৰ্ব্ব । জানিয়ন চঞ্চল মতি, হইয়া লজ্জিত অভি, ইচ্ছা করি করি পলায়ন । কিন্তু পদ নাহি চলে, যেন কোনজাদু বলে রাখে মোরে করিয়া বন্ধন ॥ fককরি তখন তার, সাধ্য নাহি পলাবর ওচারু বদন নি লখিয়া । শেষেভাবিনানীন্ধপ,কিৰূপে তোমায়ভূপ ভুলাইব স্বরূপ ত্যজিয়া ॥ বিচার বিস্তর করি, পলে মৃগী কাপ ধরি চলিলাম তোমার সাক্ষাতে ॥ আমাকে দেখিয়া অতি,হলে তুমিহর্যমতি ধরিবারে চলিলে পশ্চাতে ॥ সৌভাগ্যভাবিয়ামনে,অগ্ৰেপাইপ্রাণপণে, পরে নীরে হই অদশন । নামিয়া যখন জলে, অন্বেষিলে কুতূহলে ভাবি মনে সুখের লক্ষণ ॥ হইল দ্বিগুণ স্থখ, ঘুচিল মনের দুঃখ এই কথা শুনিলাম কণে । যখন কহিলে তুমি, হরিণী হেরিতে আমি অদ্য নিশি থাকিব এখানে ॥ \9心 তুমি আর মন্ত্রীবরে, নিদ্রাগত দেখিপরে, হইলাম আহ্নাদে পূর্ণিত । ৮ তখনি সত্বর মনে, তা জ্ঞা দিয়া দৈত্যগণে, করিলাম এপুরী নিৰ্ম্মিত ॥ চেরেস্থানী এইৰূপে, ইতিহাস কহে ভূপে, হেনকালে আচম্বিত ঘরে । দেখে এক দৈত্যস্থতা,হয়ে অতি খেদযুত প্রবেশিল মহাবেগ ভরে । তাহার বদন মানে, চেরেস্থানী অনু না নে বুঝিল যে অমঙ্গল বাৰ্ত্তা । শিরে করে করাঘাত,নেত্ৰে হয় বারিপাত, শোকেতে হইল অতি তীৰ্ত্ত । ইহ দেখি চীনেশ্বর, হইলেন কি কাতর, র্তার দুঃখ বলিবার নহে। জি জ্ঞাসিতে যায় কথা,হেনকালে নারী তথা কন্যার সম্মুখেআমি কহে ॥ “মানব হইতে দৈত্য, দীর্ঘজীবী হয় সত্য, তবু দাস ক্লতান্তের নামে । তোমার জনক ভূপ, ত্যজিয়া অনিত্যৰূপ, গিয়াছেন সেই নিত্যধামে ॥ নিলি সব প্রজাগণ, করিয়াছে এই পণ, বসাইবে তোমাকে আসনে । অতএব গুণবতি, চল তুমি শীঘ্ৰগতি, রখ গিয়া প্রজাকে শাসনে ৷ জনক আ ম র যিনি, প্রধান উজীর তিমি, পাঠালেন লইতে তোমাকে। বশীভুতপ্রজাগণে, দেখিতেছে পথ পানে, পাঠfইয়। এখানে আমাকে” ॥ শুনি রাজকন্যা কয়, যাব আমি নিজালয়, বলিতে না হইবেক অার । তুমি আর মন্ত্রীবর, যথার্থ আত্মীয় বর, উভয়কে দিব পুরস্কার ॥ নৃপকরে কর অানি, কহে পরে চেরেস্থানী এইক্ষণে ছাড়িব তোমাকে ।