পাতা:পারস্য ইতিহাস.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । উত্তর করিল নারী “শুন মহাশয় । রাজকন্যা রজি ভাৰ্য্যা মোর পরিচয় ॥ পড়িয়াছি দুঃখে কিন্তু বিধির বিপাকে । স্থল কথা কহিলাম সংক্ষেপে তোমাকে শুনিয়া তাহার বাণী নৃপমণি ভাবে । জ্ঞানাভাব বুঝি তার দুঃখের প্রভাবে ॥ এইরূপ নৃপবর বিচারিয়া মনে । যুবতীরে কহিলেন বিনয় বচনে ॥ * যেভাব তোমার দেখি বিপরীত অতি । অনুতাপে হইয়াছে উদাসীন মতি ৷ রোদন ছাড়িয়া তুমি ধৈর্য্যৰূপ ধর । জ্ঞান জলে দুঃখানল নিৰ্ব্বাপণ কর” । শুনিয়া প্রবোধ কথা রাজকন্যা কহে । “অপনি যে কহিলেন, অযথার্থ নহে ॥ কিন্তু হেন জ্ঞ,ন নাহি করিবে তখন । দুঃখের কাহিনী মোর শুনিবে যখন ॥ অধিনীর প্রতি যদি হইলে সদয় । বলি শুন যাহে দুঃখ হয়েছে উদয় ॥ টিবেট রাজা ও রাণীর ইতিহাস । “নামেতে নৈমান জাতি বড়ই প্রচণ্ড । তাহীদের রাজা স্থিাত প্রতাপে দোর্দণ্ড৷ একমাত্র আমি হই তাহার দুহিত । এই হেতু বড় ভাল বাসিতেন পিতা । মহানন্দে রাজ্য ভোগ করিয়া রাজন । বিধির নিৰ্ব্বন্ধ মতে ছাড়িল জীবন ॥ রাজার পঞ্চয় হলে যত প্রজাগণ । সকলে মিলিয়া মোরে দিল সিংহাসন ॥ অবোধ বালিকা অামি ছিলাম তখন । ৮rরি বর্ষ বয়ঃক্রম কি জানি শাসন ॥ আলী নামে ছিল তার উজীর পণ্ডিত । যাহার বিবাহ মোর ধাত্রীর সহিত ৷ 下 8 \ শিশুকালে রাজকাৰ্য্য হইল তাহার । অধিকন্তু শিক্ষণ ভার লইল আমার ॥ উপদেশ দিল মন্ত্রী বিবিধ প্রকারে । রাজনীতি ধৰ্ম্ম কৰ্ম্ম শিখাতে অামারে কিছু নাহি বুঝা যায় অদৃষ্টের লেখা । এক ভাঙ্গে অার গড়ে এইমাত্র দেখা ৷ রাজকাৰ্য্য চালাইতে পারিব যখন । দুরদৃষ্ট প্রতিবাদী হইল তখন। শুনিয়াছি পূৰ্ব্বে ছিল পিতার কনিষ্ঠ । মোয়াফেক নামে বীর মহান বলিষ্ঠ ॥ পরস্পর এই কথা বলিত সকলে । তাহাকে মারিয়া ছিল যুদ্ধেতে মোগলে৷ কিন্তু দেখ অচিন্তিত দৈব সাধ্য কায । , অকস্মাং উপস্থিত করি রণ সাজ ॥ রাজ্যের প্রধান বহু তার বন্ধু ছিল । তাহরণ সে পক্ষে গিয়া যুদ্ধভার নিল ॥ মিলিয়া খুড়ার সঙ্গে হয়ে সেনাপতি । আরম্ভ করিল রণ নিয়া অনুমতি ॥ ধরিয়া বিবিধ অস্ত্র বিপক্ষ সকল । জ্বালিল সংগ্রাম ৰূপ বিষম অনল । অামার সপক্ষ মাএ সেই মন্ত্রীবর । বিধিমতে করিলেন যত্ন ঘোরতর ॥ কিন্তু তিনি নিবাইতে চেষ্টা পান যত । অনিবায যুদ্ধানল বৃদ্ধি পায় তত ॥ কিছুকাল মন্ত্রীবর যুঝি প্রাণ পণে । অবশেষ পরাজয় বিপক্ষের রণে ॥ খুড়ার অবাধ্য নহে প্রজা কোন জন । মিলিয়া সকলে তীরে দিল সিংহাসন ॥ সদা সঙ্কুচিত পাছে যদি সৈন্য চয় । মোর জন্যে যুদ্ধ করি রাজ্য পুনুঃ লয় ॥ এই হেতু ছলে বলে নিয়া রাজপদ । আরম্ভিল চেষ্টা মোরে কিসে করে বধ । বুঝিয়া উজীর ধাত্রী সকল বিশেষ । নিমিতে আমাকে নিয়ন ছাড়িলেন দেশ