পাতা:পারস্য ইতিহাস.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২ ক্রমে ক্রমে এলবেসিন প্রদেশ ছাড়িয়া । গুপ্তপথে উপস্থিত টিবেটে আসিয়া ॥ রাজার নগর মধ্যে ভদ্রপল্লী যথা । তিন জনে বাসস্থান করিলাম তথা ॥ ছদ্মবেশে বাস করি অতি দুঃখ যুত । মন্ত্রী হলো চিত্রকর আমি তার স্থতাপ সদা থাকি গুগু ভাবে সামান্যের ন্যায় মনে ভয় লোকে পাছে পরিচয় পায় ৷ ছিল বটে জহরাদি আমাদের স্থানে । পারিতাম ধনী সম কাটাইতে মানে ॥ কিন্তু রহিলাম অতি সামান্য হইয়া । উজীরের উপার্জনে নির্ভর করিয়া ॥ এইৰ পে দুই বর্ষ অনায়াসে যায় । পূৰ্ব্ব স্থখ সমুদায় ভুলিলাম তায় ॥ অধিক দুঃখের ভোগ ভুগিলাম কত । এজন্য হইল দুঃখ স্বভারের মত ॥ পাসরিয়৷ পূৰ্ব্ব মান রাজ সিংহাসন । , আপনাকে ভাবিলম অতি সাধারণ ॥ স্মৃতি নাহি করিতাম পূর্বের সম্পদে । তাহাতে ছিলাম সুখে পড়িয়া বিপদে ॥ তখন পূৰ্ব্বের কথা হইলে স্মরণ। ভাবিতাম কষ্ট ভার গিয়াছে এখন ॥ রাজত্বে বিবিধ চিন্তা থাকে উপস্থিত । ভাগ্যে বিধি করিয়াছে সে দায় বঞ্চিত হায় সেই কালে প্রাণ হইলে বিয়োগ, সহিতে না হতো পরে এত কেশ ভোগ অভাগিনী পাবে দুঃখ সাধ্য কি লঙ্ঘন বিধাতার লিপি কভু না হয় খণ্ডন। অদৃষ্টের দোষ দেওয়া বিফল যেমন । সাধ্যাতীত সেইৰূপ করিতে মোচন ॥ । দুঃখের কাহিনী মোর বিচিত্র অত্যন্ত । বলিতেছি শুন তবে তাহার অ দ্যন্ত ॥ “বিচিত্র কয়েক চিত্র করিয়া উজীর । - দেশময় মহাখ্যাতি করিল বাহির ॥ পারস্য ইতিহাস । একথা টিবেট পতি করিয়া শ্রবণ | . আসিলেন সেই ছবি করিতে দশন ॥ দশর্ণইল মন্ত্রীবর আপনার কায । দেখিয়া শুনিয়া তুষ্ট হয় মহারাজ। দুইজনে শিষ্ট(লাপ করেন যখন । রাজা দরশ নে তথা গেলাম তখন ॥ ভাবিলাম কন্যাভাবে যাই যেই খানে । অন্যভাবে না চাইবে রাজা মোর পানে ॥ কিন্তু হলো মিথ্যা যুক্তি মনের সহিত । আমাকে হেরিয়া রাজা হইল মোহিত ৷ বুঝিয়। রাজার ভাব করি পলায়ন। আরম্ভিল দুইজনে অন্য অ'লাপন ॥ মেরে যেন হেরে নাহি এই ভাবে রহে । কিন্তু সে কথার কথা মনে তাহা নহে থাকিয়ণ থাকিয়া মন হয় বিচলিত। নিশ্চিন্ত শরীরে যেন চিন্তা উপস্থিত। পরদিন পুনৰ্ব্বীর নৃপতি আসিল । এই ৰূপে যাতায়াত করিতে লাগিল ॥ চিত্র দেখিবার ছলে ফিরে সব ঘর । অভিপ্রায় মেরে কিসে হেরে নৃপবর ॥ যেখানে আমাকে দেখে সেই খানে ধায় কিন্তু আত্ম অভিপ্রায় কিছু না জানায় প্রেম তরু মুঞ্জরিলে না হয় গোপন। ক্রমে তার দেখা যায় শাখাদি লক্ষণ ॥ এক দিন কহে রাজা উজীরের কাছে । “ এক জন চিত্ৰকরে প্রয়োজন অাছে ॥ প্রশংসিত শিল্পকর তুমি এক জন । তোমাকে নিকটে রাখি সদা অকিঞ্চন অতএব থাক যদি পুরীতে অামার । নির্দিষ্ট করিব বহু বেতন তোমার” । যেই ভাবে এই কথা ভূপাল কহিল। উজীরের তাহা বোধ তখনি হইল ॥ ভাবী কাল ভাবি অtলী বলিল অামায় টিবেট নৃপতি ভাল বাসিল তোমায় ॥