পাতা:পারস্য ইতিহাস.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । চিত্রকর চাই, যাহা নৃপবর কহে । কেবল তোমার জন্যে ফলে তাহা নহে । করিতে হইলে বাস রাজার ভবনে । রঞ্জিবে তোমার মন প্রেমে র কথনে ॥ শেষে তুমি প্রেমে বদ্ধ হইয়া রাজার দেখ যেন করি ও না কলঙ্ক স্বীকার ॥ আপনার কুল মান রাখিবে স্মরণে। ভুলিবে না কোন মতে রাজার বচনে । যদ্যপি রাজ্যের অংশী করেন তোমারে তা হলে কহিতে পারি ভজিতে রাজারে৷ ইহা ভিন্ন হয় যদি অন্য ভাব তায় । দেহেতে থাকিতে প্রাণ না ভজিও তায়। মন্ত্রীর মন্ত্রণ ভাল, না করি হেলন । অঙ্গীকৃত হইলাম করিব পালন। কহিলাম ভূপতির দেখি নাহি তাহা । ংগোপন করিলাম ঘটিয়াছে যাহা ॥ সুন্দর পুরুষ রাজা নবীন যৌবন। . বাঞ্ছা হয় প্রেম করি করিয়া দশন ॥ হেরি ভুপ মম ৰূপ বিমোহিত যত। নরস্বামী দেখি আমি হইলাম তত ॥ কিন্তু ধৰ্ম্ম নিয়া, রাজা পাছে দেয় ফাকি এহেতু মনের ভাব মনেতেই রাখি । রাজা মোর এ সন্দেহ করিল বিনাশ । অণপনি আপন ভবি করিয়া প্রকাশ ৷ রাজার পুরীতে বাস করিবার পরে . আপন মানস ব্যক্ত করেন সত্বরে ॥ কহিলেন “ হরিণাক্ষী হেরিয়া তোমায় । বিচলিত মন প্রাণ হয়েছে তাহায় ॥ নিৰূপমা ৰূপ হেরি সদত অস্থির । মরণ নিশ্চয় যদি নাহি কর স্থির ॥ দুষ্কর সময়ে রাখ পুষ্কর-নয়না । তস্কর সমান প্রাণ করোনা ছলনা ৷ যতনে হৃদয়ে রাখি সন্মান করিব । বিচ্ছেদ বৈরিরে কাছে অাসিতে না দিব৷ 8 \O প্রেম রাজ্যে স্নেহৰূপ দিয়া ভূত্যগণ । সুখ সিংহাসনে রাখি করিব সেবন" ॥ একথা শুনিয়া অামি প্ৰণামি রাজারে । কহিলাম সংক্ষেপেতে কাহিনী তাহারে৷ শ্ৰবণান্তে নরপতি বিষাদিত মনে । প্ৰবোধিল কত মোরে এন্ধপ বচনে ॥ যেকালে টিবেটে তব শুভ আগমন । তোমার যে শক্র তার করিব দমন ॥ মোয়াফেকৃ তব রাজ্য নিয়াছে হরিয়া । তার শাস্তি দিব আমি উত্তম করিয়া ॥ কালি পাঠাইব লোক তাহার নিকটে । ছাড়িয়া না দিলে দেশ পড়িবে সঙ্কটে ॥ রাজার আশ্বাস বাক্যে মানিয়ন বিশ্বাস । করিলাম তার কাছে মানস প্রকাশ ॥ রসিক প্রেমিক প্রভু করি নিবেদন । বিচলিত মন তব অtমার কারণ ॥ আমিও অধৈর্য্য বড় হইয়াছি তয় । হৃদে বিন্ধে স্মরশর হেরিয়া তোমায় ॥ একথা শুনিয়া রাজা আহ্নাদিত মন। নিজ করে কর ধরি কহিল তখন ॥ মনসাধে প্রেম বৃক্ষ করিমু রোপণ । করিব না ভঙ্গৰূপ আসিতে ছেদন ॥ সাহস ভরসা রাজ। এইরূপ দিয়ণ । সেই দিন মহোৎসবে করিলেন বিয়া ॥ নরনাথ পরদিন উঠিয়া প্রভাতে । দূতগণে ডাকাইয়ু আনিল সভাতে ॥ তাহাদিগে সমাচার বলিয়া বিশেষে । অজ্ঞা দিল শীঘ্ৰ যাও নৈমানের দেশে ॥ নৃপ স্থানে বিদায় হইয়া দুতগণ। নৈমান রাজার রাজ্যে করিল গমন । অামার বিবাহ কথা সে রাজার কাছে । বলিয়া, কহিল দুত এই কথা পাছে৷ পাঠাইল নৃপবর কহিতে তোমাকে । ফিরাইয়া দেও শীঘ্র এরাজ্য রাণীকে ॥