পাতা:পারস্য ইতিহাস.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবিরোধে রাজ্য যদি ফিরে নাহি দিবে। তবে টিবেট (ধিপতি সমর করি বে। দুরাত্মার সংগ্রামের শক্তি নাহি ছিল । তথাপিও দন্তে দূত ফিরাইয়া দিল । ভূপতিকে দূতে আসি সস্বাদ কহিতে । আজ্ঞা দিল সৈন্যগণে প্রস্তুত হইতে ॥ যখন যুদ্ধের সাজ সকল হইল । নৈমানের লোকে আসি রাজাকে কহিল। মহারাজ তব দৃত আসিবার পরে। মরিয়াছে মোয়াফেক তিন দিন জ্বরে ॥ বশীভূত প্রজাগণ সবে মিলি তায়। সমর করিতে অণর কেহ নাহি চায় ॥ এসস্বাদ শুনি রাজা করিলেন স্থির । অামার স্বরূপে তথা শাসিবে উজীর ॥ কিন্তু এক আচিন্তিত ঘটিল কারণ। তাহাতে মন্ত্রীর যাত্রা হইল বারণ ॥ একদিন সন্ধ্যাকালে ঘরেতে অাসিয়া । কোরাণ করিয়া পাঠ অপসনে বসিয়ণ ॥ পুস্তক বন্ধন করি উঠিয়া যখন । করিতেছি শয়নার্থ শয্যায় গমন ॥ ভয়ঙ্কর মূৰ্ত্তি এক আচম্বিত গিয়া । দেখিলাম লুপ্ত হলো দেখামাত্ৰ দিয়া ॥ উঠিলাম মহাভয়ে করিয়া চীৎকার। সেই শব্দে নিদ্রাভঙ্গ হইল রাজয় ॥ শীঘ্ৰ উঠি নৃপবর অসিলেন তথা । • অামি র্তারে কহিল;ম অtতঙ্কের কথা। ভৰ্ত্তকে দেখিয়া পরে গেল সেই ভয় । ভাবিলাম সেই মূৰ্ত্তি সত্যৰূপ নয়। পুস্তক পড়িতে মোর ছিল অন্য মন । বাতিকেতে হইয়াছে বিকট দশন ॥ শুনিয়া সকল কথা কহিলেন স্বামী । এখন বিষম দায়ে পড়িলাম আমি ৷ পলিক্ষেতে তব ৰূপ আরো এক নারী । একীকর সেই ক্ৰন লক্সিতে না পারি ॥ পারস্য ইতিহাস । এইক্ষণে দেখিয়াছি তোমাকে তথায় । বল দেখি কি প্রকারে আণসিলে হেথায় ৷ চমৎকার বোধে আমি কহি নৃপবরে। কি বল কি বল বল বুঝাইয়া মোরে। নৃপবর কহিলেন বুঝাব কি আর । দেখ গিয়া পালঙ্কেতে হবে চমৎকার । শুনিয়ণ রাজার মুখে অশ্রুত ঘটন। করিলাম ত্বরা করি তথায় গমন ॥ বিছানায় দেখি গিয়া করিয়া শয়ন । অবিকল মমরুিতি নারী এক জন ॥ দেখিয়া আশ্চর্য্য রূপ কহিলাম তায় । হায় বিধি হেরি আমি কাহারে হেথায় ॥ অবিলম্বে মমস্বরে কহিল সে নারী । কেরে তুই ছুশ্চারিণী চিনিতে ন পারি। বল দেখি কুহকিনী কিরূপ সাহসে । এসেছিস মায়াবেশে কিসের মানসে ॥ .এখন এমন অণশ না করিস মনে । থাকিবি মহিষী হয়ে নৃপতির সনে ॥ অামারে করিয়া দূর লইয়া তোমায় । থাকিবেন নৃপবর কদাপি শয্যায় ৷ ভরসা হইল সার ছলনা নিস্ফল । রাজার অন্তর কভু হবে না বিকল ॥ সম্বোধন করি পরে ভূপতিরে কয় । ইহারে এখনি বদ্ধ কর মহাশয় ॥ . আজ্ঞা দিয়া কারাগারে রাখিবে এখন । প্রায়শ্চিত্ত হবে পরে করিলে দাহন ॥ মম অবয়ব নারী দেখিয় নিকটে । অামার মনেতে অতি দুঃখ হলো বটে ॥ কিন্তু আরো চমৎকার হইল আমার । নিষ্ঠ র গৰ্ব্বিত বাক্য শুনিয়া তাহার ॥ উত্তর না দিয়া তারে সমান বচনে । অভিমানে বারি ধারণ বহিল নয়নে ॥ বলিলাম ভূপতিরে শুন মহাশয়। বোধ ছিল গ্রহভোগ হইয়াছে ক্ষয় ॥