পাতা:পারস্য ইতিহাস.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8心 শুনিলেন মহাশয় আমার কাহিনী । জ্ঞানশূন্য নাহি আমি কিন্তু অভাগিনী। ছিলাম রাজার কন্যা রাজা ছিল পতি । এখন সে পদে নাহি দেখ এই গতি" ॥ শুনিয়ণ চীনীয় রাজা রাণীর যন্ত্রণা । বুঝাইল মহিষীকে করিয়া সাত্তন৷৷ “শুন রাণী ধৈর্য্য ধর চিন্তা নাহি অার । দুঃখের রজনী শীঘ্ৰ যাইবে তোমার ॥ প্রসিদ্ধ কবিতা আছে বিজ্ঞের বচন । অত্যন্ত বাড়িলে হয় অবশ্য পতন ॥ মনুষ্যের দুঃখ নল হইলে প্রবল । উথলে স্থখের সিন্ধু করিতে শীতল ৷ হইলে মুখের শেষ তুঃখে আসি ঢাকে। শুকায় স্থখের সিন্ধু বিন্দু নাহি থাকে। দুঃখের সাগরে মন যখন ভাসিবে । তখনি ভাবিবে সুখ পুনশ্চ আসিবে ॥ কিন্তু পরিপূর্ণ মুখ জানিবে যখন । বুঝিবে বিপদ কোন ঘটিবে তখন ॥ সুখ দুঃখ মমুষ্যের এই ৰূপ হয় । বিধির লিখন ইহা খণ্ডিবার নয় ॥ শুন কহি আরো এক দৃষ্টান্ত ইহার । তাহাতে বিশ্বাস বোধ হইবে তোমার” । কাবাশ। মন্ত্রীর ইতিহাস । হক নিয়া দেশে রাজা খোদাবন্দ নাম । কাবাশৰ্শ তাঁহার মন্ত্রী সৰ্ব্ব গুণধাম ॥ একদিন স্নান কালে টবের ভিতর । অঙ্গরী অঙ্গলী হতে খুলে মন্ত্রীবর। দৈবের নিৰ্ব্বন্ধ কভু না হয় খণ্ডন। জল মধ্যে অঙ্গরীক পড়িল তখন ॥ কিন্তু নীরে না ডুবিয়া ভাসিয়া রহিল। ত দেখিয়া মন্ত্রী অtশ্চৰ্য্য হইল ॥ পারস্য ইতিহাস । অনিষ্ট ঘটনা হবে বুঝিল দেখিয়া । অ। জল দিল দাসগণে নিকটে ডাকিয় ॥ ঐশ্বৰ্য্য অন্যত্র নেও এস্থান হইতে । আসিবে রাজার লোক এখনি লইতে ॥ অাজা মাত্র ভূ ত্যগণ অবিলম্বে গিয়া । রাখিতে লাগিল ধন স্থানান্তরে নিয়া ॥ কিন্তু সে সমস্ত কৰ্ম্ম সারা ন হইতে । আসিল রাজার সেনা মন্ত্রীকে ধরিতে ॥ সেনাধ্যক্ষ বলে মন্ত্রী শুন অভিপ্রায় । রাজ অজ্ঞাক পরাগারে রাখিতে তোমায় ইহা বলি মন্ত্রীবরে লইয়া চলিল । কেহ বা থাকিয়া গৃহ লুটিতে লাগিল । শক্ৰ অপবাদে মন্ত্রী তাপ না করিয়ণ । রহিলেন কিছু কাল শৃঙ্খল পরিয়া ॥ কোন মতে মুখ তার কিছু না রহিল। আত্ম বন্ধু সনে দেখা বঞ্চিত হইল ॥ তাহে মহারাজ অ' ভ্ৰা দেন প্রতিদিন । মন্ত্রীবরে দিতে.আরো যন্ত্রণা কঠিন ॥ বহু দিনবিধি ছিল মন্ত্রীর মনন । রমানসি নামে খাদ্য করিতে ভক্ষণ ॥ প্রতিদিন চান তাহ খোজ দের স্থানে । যাজ্ঞা মাত্র সার হয় কেহ নাহি আনে ৷ একদিন করে।পাল সদয় হইয়া । কিঞ্চিং সেই খাদ্য তীরে দিলেক অনিয়া তুষিত চাতক প্রায় ছিল মন্ত্রীবর। খাইতে অাশার দ্রব্য হইল তংপর ॥ হেন কালে দুইটা মুষিক কোথা ছিল । তাহার সাধের খtদ্যে অসিয়া পড়িল ৷ নিরাশ হুইয়ণ মন্ত্রী ডাকি ভূত্যগণে । বলিলেক ধন পুনঃ আনহ ভবনে ॥ অবিলম্বে রাজা মোর বাড়াইবে মান । পুনশ্চ উজীরি পদ করিবে প্রদান ॥ যেমন বলিল মন্ত্রী ঘটিল তেমনি । | রাজাজ্ঞায় করা মুক্ত হইল তখনি ॥