পাতা:পারস্য ইতিহাস.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ф е এই ৰূপে কিছুকাল হইল বঞ্চন। • কালেতে যৌবন কাল করিল গমন ॥ বৃদ্ধকাল কাল প্রায় আসিয়া ঘেরিল। প্রেমিকেরা একে একে সকলে সরিল ৷ যে রমণী পুরুষের সঙ্গে সদা রহে । তার প্রাণে এবিচ্ছেদ বল কিসে সহে ॥ একদিন মোর কাছে কহে দেল্নোয়াজ । বৃদ্ধ হলে রমণীর বাচিয়া কি কায ॥ যুবক সমাজে-অামি থাকি নিরন্তর। অন্তর হইলে তাহে বিদরে অন্তর ॥ • এই শোক এড়াইব ত্যজিয়া জীবন । নতুবা ফেরণে যাব বেড়ার সদন ॥ জম্বদ্বীপ মধ্যে সে প্রধান কুহকিনী । মায়াতে অস্তুত স্বপ্তি করে একাকিনী । তাহার ইচ্ছায় নদ নদী শুষ্ক হয় । অৰুণ কিরণ ত্যজে কিম্বা লুপ্ত রয় ॥ ইচ্ছয় চাদেরে পারে বাধিতে গগণে । টলমল করে ধরা তাহার বচনে ॥ যেস্থানে বেন্দ্রার বাস অাছে নিদশন। যাইব তথায় আমি করিতে দশন ॥ হেন কোন দ্রব্য পাব হয় অনুমান । যুৱক সমাজে তাহে বাড়িবে সম্মান ॥ একথা শুনিয়ন তারে কহিলাম পরে । নিয়া গেলে সঙ্গে যাই বড় বাঞ্ছা করে । অঙ্গীকার করি ধনী হইয়ণ তৎপর। লইল বেন্দ্ৰশর লাগি কাঞ্চন বিস্তর ॥ আর কিছু খাদ্যদ্রব্য করি আয়োজন । ফেরণ অরণ্যে মুখে যাই দুই জন ॥ ও বেশিয়া বন মধ্যে হেরি গিরিবর। তাহার নিকটে এক প্রকাগু গহর । সেই খানে কুলক্ষণে পক্ষি শত শত । ধরিয়া বিকট মুৰ্ত্তি উড়ে অবিরত ॥ তার পরে দেখিলাম নামিয়া গহ্বরে । খৰ্ব্বাকাবু বৃদ্ধ এক বসিয়া প্রস্তরে ॥ পারস্য ইতিহাস । T বিকশিত পথি এক রাখি উরু পরে। সুবৰ্ণ তন্দুর কাছে তাহ পাঠ করে । রজত কটাহ পূর্ণ কৃষ্ণ মৃত্তিকাতে। ফটিছে আপনি বহ্লি বিহীন অখিাতে ॥ বেদ্রার নিকটে গিয়া গৌরব করিয়া । নমস্কার বরিলাম নজর ধরিয়া ॥ মাত সম্বোধনে নারী কহিল রেদ্রারে । তোমার অদ্ভুত শক্তি বিদিত সংসারে । আসিয়াছি দুইজন যেই জন্যে হেথা । জ্ঞাত আছ সব তুমি অন্তরের কথা । ইহা শুনি কুহকিনী তাহাকে কহিল। অtসাতে অাশয় বোধ সমস্ত হইল ॥ ইহা বলি বিদ্যাধরী উঠিয়া তখন । দুইটা কাচের শিশি করে আনয়ন ॥ গহ্বর বাহিরে আনি রাখিয়া ভূমিতে। দুইটা অক্ষুবী দিল এদুই শিশিতে । তীর পরে কিবা মন্ত্র তkহাতে পঠিল । এক শিশি হতে বছি আপনি উঠিল ॥ অন্য শিশি হতে ধুম উড়িল তখন । উঠিয়া বিশাল শব্দে যুড়িল গগণ । তার পরে একাঙ্গরী হাতে করি নিয়া। কহিল এৰূপ কথা রমণীরে দিয়া ॥ তব মনোবাঞ্ছা পূর্ণ হইল এখন । মুখেতে য ইয়া কাল করিবে যাপন ॥ অঙ্গুলীতে এ অঞ্জুরী যাবৎ পরিবে । যে নারীর রূপ চাহ তখনি ধরিবে । ইহাতে হইবে ৰূপ এমন অভেদ। শক্তি না রহিবে কীর করিতে প্রভেদ | তদন্তর কহে মোরে সেই বিদ্যাধরী। মম হস্তে দিয়া এই দ্বিতীয় অঙ্গুরী। যা ও যে জনের বন্ধপ ধরিতে চাহিবে | স্বৰূপ সম্বরি তাহা তখনি পাইৱে ॥ লইয়া অমুল্য ধন আনন্দিত মনে । প্রণাম করিয়া দেশে আসি দুই জনে ॥