পাতা:পারস্য ইতিহাস.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૬૭ • • পারস্য ইতিহাস । পুনৰ্ব্বার অঙ্গীকার করে চীনেশ্বর। হে নিষ্ঠ রে একি দেখি তব আচরণ। বিবাহের শুভ লগ্ন হয় তার পর ॥ এই জন্যে মোরে এত করিলে বারণ ॥ স্বর্ণ সিংহাসনে ভূপে বসাইয়া আগে। কেমনে জননী হয়ে আপন বালকে । চেরেস্থ নী বসিলেন র্তার বাম ভাগে ৷ হেলীয় ফেলিয়া দিলি প্রদীপ্ত পাবকে ॥ সম্মুখেতে দাড়াইল আসি দৈত্য চয় । । কিন্তু অতি সাবধানে কহে নৃপবর। নারীগণ সারি দিয়া দুই পাশে রয় ॥ বলে রাণী করিয়াছে নিষেধ বিস্তর ॥ সভাতে প্রধান যার উপস্থিত ছিল । অতএব দুঃখ না জানাবো তার কাছে । দেশাচার ব্যবহারে দোহে বিয়া দিল ॥ কি জানি তাহাতে যদি মন্দ হয় পাছে। , ক্রমাগত তিন দিন বিবাহের পরে । যা হউক এই ভাবি মনে দেই পাড়া। ; মিলিয়া সকল দৈত্য মহোৎসল করে ॥ যে ক ৰ্ম্ম করিবে রাণী নহে মৰ্ম্ম ছাড়া । নৃপবর আপনার শুভ দৃষ্ট মানি । যদ্যপি ও পুত্ৰ শোক অত্যন্ত পাইল । সদা চেষ্টা তুষ্ট যাহে হয় চেরেস্থানী। তথাপিও মহিষীকে কিছু না কহিল ॥, মুখে বিমোহিত রায় মহিষীর সনে । এইৰূপে এক বর্ষ নৃপতি রহিল। অবশেষে নিজদেশ ভুলিলেন মনে ॥ " রাণীর গর্ভেতে এক কুমারী হইল। এইরূপে বর মাস অতীত হইল । কন্যার সৌন্দর্য্য হেরি হরষিত রায় । রাণীর গর্ভেতে এক সন্তান জন্মিল পুলকে পূর্ণিত তন্ত্র পুত্ৰ শোক যায়। কপেতে হইল পুন আদিত্য সমান এক দৃষ্টে কন্যাপ্রতি রাখেন নয়ন। মহানন্দে দৈত্যগণে করে বাদ্য গান ৷ পলক পড়িলে পাছে হয় অদশন ৷ প্রফুল্ল হইয়া রাজা সংবাদ শ্রবণে । কিন্তু এত অকিঞ্চনু বিফল হইল। আইলেন অন্তঃপুরে দেখিতে নন্দনে ॥ এসাধে বিষাদ তার শেষেতে হইল । অগ্নিকুও অগ্নে রাণী শিশুরে লইয়। প্রসুবাস্তে চেরেস্থানী কয় দিন পরে। কেলে করি স্তন পান করান বসিয় ॥ দেখিল কুকুরী এক অন্দর ভিতরে ॥ পুত্র হেরি নৃপবর আহলাদ করিয়া । শ্বেতবর্ণ কলেবর করল বদন । চুম্ব দিল সাবধানে সন্তানে ধরিয়া । অতি ভয়ঙ্কর মুৰ্ত্তি ভীষণ বদন । তনয়ে জননী পরে কোলে করি নিল। ডাকিয়া কহেন রাণী সেই কুক্করীরে। তখনি সে অগ্নি কুণ্ডে বিসর্জন দিল। দিলাম লইয়া তুমি যাও নন্দিনীরে । কি আশ্চৰ্য্য অবিলম্বে সেই হুতাশন । শুনিয়া কুকুরী তাকে দন্তে করি নিয় । শিশু সহ একেবারে হয় অদশন ॥ তখনি চলিয়া গেল কোন দিক্ দিয়া । দেখিয়া ভূপতি অতি পাইলেন ব্যথা কন্য। শোকে নৃপবর যত ক্লেশ পায়। কিন্তু সত্য বোধে কোন কহিল না কথা । মুখেতে বিশেষ করি বলা নাহি যায়। ধৈর্য্য হয়ে শয্যাগারে আসিয়া ভূপাল । তিরস্কার করিতে উদ্যত হন ক্রোধে । কন্দিয়া কহিল মেরি দুঃখের কপাল। কিন্তু ন কহিতে পায়ে পুৰ্ব্ব অনুরোধে। কৃপা করি বিধি নিধি দিলেন আমাকে। মৌন ভাবে শষ্যাগারে পুনশ্চ আসিয়া। রমণী পাবকে ফেলি দিলেক তাহাকে ৷ পুত্র কন্যা মৃত্যু রাজা ভাবেন বসিয়া।