পাতা:পারস্য ইতিহাস.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । Q Q হায়রে নিষ্ঠ রা নারী দয়া নাহি প্রাণে । কেমনে জননী হয়ে বধিলে সন্তানে ॥ ইহাতেই অহঙ্কার হইতে প্রধান । দৈত্য জাতি ভাল বলি কর অভিমান ॥ ধিকৃ ধিকৃ দৈত্যদের সকলি অধম । মমুষ্যের ব্যবহার অনেক উত্তম ॥ পূৰ্ব্বে মোরে কহ তুমি প্রতিজ্ঞ যখন । “মৰ্ম্ম ছাড়া কৰ্ম্ম মোরা করিনা কখন" ॥ যে কৰ্ম্ম করিলে তার মৰ্ম্ম কোন খানে। দৈত্যদের ধৰ্ম্ম এই বুঝি অল্পমানে ॥ বিবাহ করিলে দৈত্য মানবের সনে । রাখে না তাহার বীর্য্য জাতক সন্তানে ॥ পাষাণ সমান প্রাণ অন্যায়েতে রত । কেমনে ইহাতে অামি থাকি অমুগত ॥ এত যে পিরিতে বদ্ধ হয়েছি তোমার ! কিন্তু নিষ্ঠ রত সহ্য নাহি হয় আর ॥ সস্তানের শোকে রাজা বড়ই দুঃখিত । তথাচ রাণীরে নাহি ভং সে কদাচিত ॥ ক্রমে চেরেস্থানে তার অস্থখ জন্মিল । স্বদেশে যাইতে রাজা মনস্থ করিল। একদিন রাণী স্থানে কুহে নরপতি । “যাইব আপন দেশে দেও অল্প মূতি ॥ বহু দিনবিধি আমি অনির্দিষ্ট মত । প্রজারণ অামার তরে ভাবিতেছে কত । রাণী বলে “মোর তাহে বাধা কিছু নাই। প্রজা যাহে তুষ্ট থাকে কর গিয়া তাই ॥ বিশেষতঃ এসময়ে যাইতেই হবে । সাজিয়াছে মোগলেরা তব রাজ্য লবে ॥ যাও দেশে আ সিতেছে বিপক্ষের দল । তোমাকে দেখিলে হবে সেনাদের বল’৷ ইহা বলি আজ্ঞা দিল দৈত্যকে ডাকিয়৷ “এসে গিয়া ভূপতিকে স্বদেশে রাখিয়া" অাজ্ঞামাত্রে দৈত্যগণ আনন্দে ভাসিল নুপতিকে নিজদেশে রাখিয়া অভ্যাসিল ॥ 哥 মেজিন পরম ಸ್ವತಿ হেরিয়া রাজারে । চরণে ভূমিষ্ঠ হয়ে কহিল ভঁাহারে । “মানস সফল প্রভু হলো এত দিনে । অধিকার শুন্যাকার ছিল তোমা বিনে ॥ নৈরাশ হইয়া সবে না দেখি তোমায়। শাসন করিতে রাজ্য দিলেক অামায় ॥ একারণ সিংহাসনে বসি কিছু কাল। পুনৰ্ব্বার রাজ্যভার লও মহীপাল” ॥ পরে রাজা মন্ত্রীবরে কহে বিবরণ । অণশচর্য্য শুনিয়া মন্ত্রী চমকিত হন ৷ পশ্চাং মোগল জাতি আইল যুদ্ধেতে । নানাবিধ বৰ্ম্মী চৰ্ম্মী লইয়ণ সঙ্গেতে ॥ রাজ্যের ভিতরে তারা করিল প্রবেশ । জানি স্থির একেবারে লইব এদেশ ॥ কিন্তু রজবন শাহ সম্বাদ পাইয়া । করিলেন যুদ্ধে যাত্ৰ সসৈন্য হইয়ণ ॥ প্রাস্তরে ছাউনি করি আছে শক্ৰগণ । দেখিয়া দুরেতে তাম্ব, ফেলিল রাজন ॥ পশ্চাতে আসিল উট হাজারে হজার । জীলা জালা মদ্য নিয়া সৈন্যের আহার নানা জাতি ফল মূল মিষ্টান্ন মিঠাই। বস্তা বস্তণ কত যায় সীমা তার নাই ৷ ওয়েলী নামেতে রাজ মন্ত্রী এক জন । রক্ষক হইয়া দ্রব্য করে আনয়ন ॥ অচিস্বিত সেই স্থানে চেরেস্থানী গিয়া । ফেলাইল সব দ্রব্য দৈত্যে আজ্ঞা দিয়া ॥ বিনাশ করিল খাদ্য দ্রব্য এপ্রকার । কিছুনা রহিল সৈন্য করিবে অাহার। ওয়েলী এৰূপ দেখি অtশ্চৰ্য্য হইল । চেরেস্থানী দেখা দিয়া তখনি কহিল ॥ বলগিয়া নৃপতিরে মহিষী তোমার । বিনষ্ট করিল সব সৈন্যের আহার ॥ শুনি মন্ত্রী কহে গিয়া রাজার নিকটে । মরিবে সকল সেনা পড়িয়া সঙ্কটে ॥