পাতা:পারস্য ইতিহাস.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هو! ¢ ইহাবলি বিবরণ কহিল বিশেষ । শুনিয়া রাগান্ধ আতি হইল নরেশ । প্রকোপ করিয়ণ রাজা আছেন যখন । চেরেস্থানী দেখা দিল আসিয়া তখন ॥ রাজা বলে “তোমার অন্যায় বারবার। ন। বলিয়া থাকা অার অসাধ্য অামার কুমারে অনল কুণ্ডে ক্ষেপণ করিলে । কুকুরীরে ডাকি প্রাণ নন্দিনীর দিলে। ইহাতে অন্তরে আমি যত দুঃখ পাই । ভ্র মেতে তোমারে তবু কভু না জানাই। নিষ্ঠ রা রমণী তুমি কিছু নাহি লাজ । এই কি তোমার সঙ্গে পিরিতের কায। কহ কিবা অভিপ্রায় করিলে প্রকাশ। । এখন আহার বিনা হয় সৰ্ব্বনাশ ॥ বিনা যুদ্ধে বিপক্ষকে করি অনুনয় । । বুঝিলাম বাঞ্ছা তৰ এইরূপ হয়” । চেরেস্থানী বলে “শুন কহি মহা গয় । কথা না কহিলে ছিল ভাল অতিশয় ॥ কিন্তু যাহা করিয়াছ ফিরিবার নয় । অণপনি আনিলে পাপ ছিল যার ভয় ॥ দুৰ্ব্বল চঞ্চল তুমি কি কব তোমারে । । কেননা পরিলে জিহবা স্থির রাখিবারে । কেমন সে হুতাশন বুঝ নাহি সার। যাহাতে দিয়াছি আমি তনয় তোমার ॥ অনল নহেক তাহা শুনহে রাজন । কাকলাশ নামতীর অতি বিচক্ষণ ॥ তীরে অামি করিলাম পু ত্রকে প্রদান । বিদ্যা শিক্ষা করাইয়া করিবে বিদ্বান ॥ কন্যাকে যে নিয়া গেল দেখিলে কুকুরী। কুকুরী নহেক সেই স্বৰ্গ বিদ্যাধরী। তাহাকে দিয়াছি কন্যা এই অন্তভাবে | | রাজ কৰ্ম্মে উপযুক্ত নীতি শিক্ষা পাবে ॥ । শুন বলি ওহে ভূপ এই দুই জনে । । করিয়াছে পরিপূর্ণ যাহা ছিল মনে ॥ | •iाङ्गज, हेडिश्ोज ! _ | দিব্যজ্ঞান পাইয়াছে কুমারী তনয় । সাক্ষাতে আনিলে তুমি দেখিবে নিশ্চয়৷ ইহা বলি কহে ধনী দৈত্যের কে আছে। শীঘ্ৰ আন কন্যাপুত্ৰ নৃপতির কাছে ॥ আজ্ঞামাত্রে দৈত্য এক হইয়া তুংপর । অগনি দিল পুত্রকন্যা রাজার গোচর ॥ বহু লোক জন ছিল তখন সভায় । , কিন্তু রাজা বিনা-কেহ দেখিতে না পায়। দ্রব্য নষ্ট হেতু রাজা বড় রুষ্ট ছিল। নন্দিনী নন্দনে হেরি সব পাসরিল ॥ আহলাদেতে পরিপূর্ণ হইয়ণ রাজন। বাহু পসারিয়ন দোহে করে আলিঙ্গন৷ চেরেস্থানী কহে অীর শুন মহাশয় । কেন করি দ্রব্য নষ্ট বলি পরিচয় ॥ ভাবিল মোগল রাজা সন্ধান করিয়া । বিনা যুদ্ধে রাজ্য লৰে তোমাকে মারিয়৷ একারণ বশ করি মন্ত্রীকে তোমার। লক্ষ স্বর্ণমুদ্রা দিল তারে পুরস্কার ॥ বিশ্বাস বা তক মন্ত্রী ধনেতে সম্প্রীত । অ হারের দ্রব্যে বিষ করিল মিশ্রিত ॥ না নাশিলে সেই দ্রব্য করিয়া আtহার । সেনাপুতি সেনাগণ মরিত তোমার ॥ অামার বাক্যেতে যদি প্রত্যয় না হয় । মন্ত্রীকে ডাকিয়া তবে অান মহাশয় ॥ অাজ্ঞা কর সেই দ্রব্য করিতে ভক্ষণ । তবেই কুকৰ্ম্ম ব্যক্ত হইবে এখন” ॥ এসব শুনিয়া রাজা বিশ্বাস করিয়া । আজ্ঞা দিল উজীরেরে আনিতে ধরিয়া। উজার হাজির হলে কহে নরপতি । যাও কেহ সেই দ্রব্য অান শীঘ্ৰগতি ॥ পাইয়। রাজার আজ্ঞা জনেক ধাইয়া । মিষ্টান্ন পূর্ণিত পেড়া দিলেক আনিয়ণ ॥ ভগ্ন করাইয় তাহা সম্মুখে আপনি মন্ত্রীকে খাইতে আজ্ঞা করিল তখনি ॥