পাতা:পারস্য ইতিহাস.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মন্ত্রী বলে মহাসআীত’ . . / ..ভক্ষণ ৷ মাত্রে পড়িল ভূতলে । .- তখনি দেখি অবাক সকলে । তদন্তর চেরেস্থানী রাজারে কহিল । “মন্ত্রীর চাতুৰ্য্য দেখ প্রকাশ হইল । অবশ্য বিশ্বাস তুমি করিবে এখন । মৰ্ম্ম ছাড়া কৰ্ম্ম মোরা করিনা কখন ॥ রাজা বলে “সত্য প্রিয়ে বচন তোমার । ভাল হয় নাই ভঙ্গ করি অঙ্গীকার ॥ কিন্তু বল দেখি এলে কি করি উপায় । অনাহারে সেনাগণ মরিবে ত্বরায় । , না খাইয়া কাল কুট বঁচিল যাহার। অকলে কি নিরা হারে মরিবে তাহারা”। রাণী বলে চিন্তা কিছু না কর তাহার । অদ্য রাত্রে শক্রগণ হইবে সংহার ॥ প্রভাতে সকল খাদ্য সামগ্রী পাইবে । বিজয়ী হইয়ণ রণে দেশে তে যাইবে ॥ যেমন কহিল রাণী হইল তেমনি । অৰ্দ্ধ রাত্রে যুদ্ধ সাজ করিল আপনি ॥ চীন দল দৈত্যবল ঐক্য করি অ নি । ঘোর যুদ্ধ আরম্ভ করিল চেরেস্থানী ॥ মোগলের সেনাপতি অনেক যুঝিয়া । ত্যজিল সংগ্রাম স্থল সঙ্কট বুঝিয়া । প্রত্যুষে প্রান্তরে দেখে শবে অাচ্ছাদিত চীন পতি আতিশয় হয় আহিলাদিত ॥ মোগলের দ্রব্য জাত যত কিছু ছিল । খাদ্য বস্তু আদি সব সৈন্যগণে দিল ॥ !"छाक নী চীনেশ্বরে কহিছে তখন । | মর শেষ শক্রর নিধন ॥ দেশে যাইয়া তুমি মুখে কর বাস । মি কিন্তু চলিলাম ছাড়ি তব আশ ॥ না হইবে দেখা করিলে নিষেধ । সবে জন্মের মত হইল বিচ্ছেদ ॥ যাহা বল সে সকল দোষ আপনার । কেন না পালিলে তুমি নিজ অঙ্গীকার"। রাজা বলে “হয় বিধি শুনি একি বাণী। এমন মনস্থ তুমি ত্যজ চে েস্থানী। করি নাই ভাল কৰ্ম্ম ভাঙ্গিয়া স্বীকার । অপরাধ ক্ষমা প্রিয়ে করিবে এবার ॥ শপথ করিয়া বলি শুনহ এখন । আর তুমি দোষ নাহি পাইবে কখন। যে কৰ্ম্ম করিবে পরে বুঝিলাম সার । বাক্যমনে অন্য ভাব কবি না অার " ॥ রাণী বলে “ দিব্য বৃথা কর নরস্বাম । ক্ষমা করি হেন শক্তি নাহি ধরি আমি ॥ দৈত্য শাস্ত্র কোন মতে হবে না লঙ্ঘন । তোমাকে ছাড়িতে হলো তাহার কারণ৷ কান্দিয় রাজারে আরো কহে নুপদার । একেবারে হলে পত্নী পুত্ৰ কন্যা হার ॥ সব কথা প্রাণনাথ তোমাকে কহিয়া । চলিলাম জন্মশোধ বিদায় লইয়া ’ । ইহা কহি অন্তৰ্ধান হইল রমণী । লইয়া সঙ্গেতে নিজ কুমার নন্দিনী ॥ প্রাণাধিক প্রিয় গণে বঞ্চিত হইল । বলা নাহি যায় রাজা কি শোক পাইল ॥ বিবর্ণ সুবর্ণ বর্ণ উন্মাদের প্রায় । কুন্তল ছিড়িয়া ভূমে গড় গড়ি যায়। নিরানদে সৈন্য সহ দেণে অসি ভূপ । মেজিন উজীরে ডাকি কহে এই ৰূপ ॥ " শুন মন্ত্রী রাজ্য ভার দিলাম তোমাকে। আপন ভাবিয়া তুমি শাসিবে প্রজাকে। இ. “ਛ–