পাতা:পারস্য ইতিহাস.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭૨ . এই ৰূপে কিছুকালে গেল সব ধন । বেচিতে হইল শেষ বাট নারীগণ ॥ ক্রমশঃ ভিক্ষার দশা তাহাতে হইল । দেখিয়া সকল শক্র হাসিতে লাগিল ॥ দুঃখিত হইয়া অতি কেীলফ তখন । পুৰ্ব্ব সখীদের কাছে করিল গমন ॥ শুন ওহে মিত্ৰগণ । সাধুস্থত কয় । অামাকে দেখিয়াছিলে সৌভাগ্য সময় ॥ এখন দেখহ দুঃখ হয়েছে অপার । যন্ত্রণায় প্রাণ যায় করহ উদ্ধার ॥ মনে কর কত কথা বলিয়াছ অাগে । অামার বিপদকালে দিবে যাহা লাগে ৷ এই ৰূপে কত কহে বন্ধুদের স্থানে । কিন্তু তাহা কোন ব্যক্তি শুনিল ন কাণে ॥ কেহ বলে ঈশ্বর ঘুচাবে এই দুঃখ । কেহবা দেখিয়া তারে ফিরাইল মুখ ॥ সাধু পুত্র বলে হায় ওরে বন্ধুগণ । ছুঃসময়ে তোমাদের এই আচরণ ॥ যথার্থই ভালবাস ভাবিত(ম যত । উপযুক্ত শাস্তি মেরি হলো তার মত। মি ত্রদের উপকারে হইয়া নৈরাশ । লজ্জা ঘৃণা মনোদুঃখে ছাড়িল ডামাস ৷ আসিল কেরিটী দেশে কেরাকোর্ম ধামে । যে রাজ্যের অধিপতি কাবল র্থ নামে। বাসা করি সরাইতে সঙ্গে ষ হ ছিল । তাহাতে পোষাক জাম। প। গুড়ি কিনিল । সারাদিন ফিরে পথে নগর দেখিয়া । রাত্রি হলে থাকে নিজ বাসাতে আসিয়া। এক দিন লোক মুখে শুনিল সম্বাদ । দুই জন ক্ষুদ্র রাজা করিয়া বিবাদ ॥ কাবল র্থ ভূপে কর দিতে নাহি চায়। অতএব যুদ্ধ সাজ করিছেন রায় ॥ শুনি এই সমাচার অাব্দ লা নন্দন । রাজাকে বলিল যুদ্ধে করিব গমন ॥ سكسمُستنسن سنسنكستتسسد পারস্য ইতিহাস । známáäisäsiinäši রণে যাবে অভিপ্রায় শুনিয়ণ রাজন | সৈন্য মধ্যে গণ্য তারে করিল তখন ॥ সংগ্রামে শক্ররে বীর করিলেক জয় । বীরত্ব দেখিয়া মুগ্ধ হলো সেনাচয় । বহু ধন্যবাদ করে সেনাপতিগণ । নিকটে রাখিল তারে রাজার নন্দন ॥ কিছু কাল পরে হলে রাজার পঞ্চস্তু। মির্জান পাইল সব রাজার রাজত্ব। করিয়া কেীলফে প্রিয় পাত্রের প্রধান । অন্তগ্রহ কত মতে দেখায় মির্জান ॥ অ দুষ্টের পরিবর্ত দেখিয়া তখন। ভাবিল আপন মনে রাজার নন্দন ॥ আছে যত মুখামুখ মানব জনমে | ঘটিয়াছে সে সকল অামাতে প্রথমে ॥ যখন ডা মাসে অামি ছিলাম মুখেতে । তখন কি ছিল মনে পড়িব দুঃখেতে ॥ কিম্বা করাকে স্ম দেশে আসি যেই কলে । কে জানে এমন মুখ ছিল মোর তালে ৷ অদৃষ্টের শুভাশুভ কভু বাধ্য নয় ॥ খণ্ডিবে বিধির লিপি কাৱ সাধ্য হয় ৷ অতএব আত্মা তুষি থাকিবে সকলে । কপালের ভাল মন্দ যাবেনা বিফলে ॥ এইৰূপ যুক্তি করি আব্দ লা নন্দন । পরম অনদে দিন করয়ে বঞ্চন ॥ এদদিন পুরী হতে যাইয়া বাহিরে । পথেতে দেখিল এক প্রাচীন নারীরে ॥ মুখেতে ঘোমটা টানা ফিতা বাধা তাতে গলে গজমতি হার যষ্টি অছে হাতে ॥ তী হার সহিতে যায় নারী পঞ্চ জন । ঘোমটায় সকলের মুখ আচ্ছাদন ॥ জিজ্ঞাসিল প্রাচীনকে সাধুর তনয় । করিবে কি এ সকল নারীকে বিক্রয় ॥ ৩tহার বচনে বুড়ী কহিলেক পরে । অানিয়াছি সত্য বটে বেচিবার তরে ৷