পাতা:পারস্য ইতিহাস.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ 8 সুন্দরী লইয়া কিছু পান করি আগে । সাধু পুত্রে পাত্ৰ দিয়া বসে পার্শ্বভাগে । তহিতে কেীলফ মনে ভাসিল সুখেতে । উদাস হইয়া বাক্য না সরে মুখেতে ॥ নারী বলে এ কেমন দেখিহে তোমায় । বাক্য রোধ হইয়াছে কোন ভাবনায় ॥ আমাদের দৃষ্টি বুঝি কুদৃষ্টি কেমন । নহিলে অসিয়া কেন হইলে এমন ॥ বিহালে কোলফ বলে “শুনহে সুন্দরি । লজ্জা আর দিওনাকে এই ভিক্ষণ করি ॥ তোমার সৌন্দৰ্য্য দৃষ্টি করে যেই জন । কি যন্ত্রণ পায় সেই জন বিলক্ষণ ॥ অতএব হেরি তব পূর্ণ মুখ চাদে । পড়িয়াছে মানস চকোর প্রেম ফীদে” ॥ হাসিয়া কহিল ধনী স্থির কর মন । ভাব যেন নারী ক্রয় করিবে এখন ॥ ইহা বলি অন্যমন করিবার তরে । হস্তে ধরি কেীলফের যায় আীর ঘরে ॥ সেখানে সাজান ছিল খাদ্য দ্রব্য কত । মিঠাই মিষ্টান্ন ফল মূল নানা মত। উপনীত হয়ে তথা সহ সখীগণ । একত্রে বসিল সবে করিতে ভক্ষণ ॥ আহার করিয়া তারা উঠিল যখন । স্বর্ণ বারী পুরি জল আনিল তখন ॥ বাদামের মণ্ডে হস্ত করি প্রক্ষালন । রেশমী বসনে মুখ মুছে নারীগণ ॥ মদিরা মন্দিরে পরে সবে প্রবেশিল । স্বর্ণাধারে নানা জাতি গন্ধ পুষ্প ছিল। । মধ্যে পাষাণের পত্রে জীবন নিৰ্ম্মল । সৌরভের বৃদ্ধি করে মুরাকে শীতল ৷ কেীলফে সকলে পান করিতে বলিল । মধুর মদির সর্বে খাইতে লাগিল । মত্ত হয়ে দালানেতে আসি সখী গণ । গান বাদ্য নৃত্যে সবে সমপিল মন ॥ পারস্য ইতিহাস । নাচ গান সখীগণ করিল উত্তম । কিন্তু প্রধানার কাছে সকলে অধম ৷ নিজ গুণে কেলফেকে ভুলাইতে চায়। বাশী নিয়া বিশেষিয়া প্রধান বাজয় ॥ লইয়া বেহালা পরে বরবত অার । বীণীতে ছাড়িল রাগ অতি চমৎকার ॥ শ্রবণ করিয়া পরে সাধুর তনয় । কমনীয় রমণীরে বিনয়েতে কয় ॥ শুনলো সুন্দরী ধরি চরণে তোমার । অনুগত জনে মনে কর এক বার ॥ উন্মাদের ন্যায় পরে পড়ি পদতলে। চম্বিল নারীর কর ধরি নিজ বলে । কিন্তু সুন্দরীর তাহে হয় মহাক্রোধ . ঠেলিয়া ফেলিয়াকহে একিরে নিৰ্ব্বেtধ ॥ যে হস আছিস তুই থাক সাবধানে । এত অহঙ্কার তোর কি লাগি এখানে । কুলের কামিনী প্রতি করিস কামনা। কখন না পূর্ণ হবে এমন বাসন ॥ একথা বলিয়া ধনী গেল ততক্ষণ । চলিল তাহার সঙ্গে সহচরী গণ ॥ রুষ্টা করি রমণীকে কৌলফ দুঃখিত । অন্তরে কতই চিন্ত হইল উদিত ॥ ভাবি তেছে মনে কত একাকী বসিয়া । হেন কালে বৃদ্ধ তারে কহিল আসিয়৷ হায় হtয় বল দেখি করিলে কি কাষ । একেবারে বুঝি তুমি খাইয়াছ লাজ। নারী ব্যবসায় করি বলিলাম বলে । তুমি কি উন্মত্ত প্রায় জ্ঞানহীন হলে। অানিলাম কি প্রকারে না করিলে জ্ঞান ভাবিলে কি নিতান্তই ব্যবসায়ি স্থান ॥ করিলে এখন তুমি যার অপমান । পিতা তার রাজ সভ্য অতি মান্য মান ৷ বৃদ্ধর বাক্যেতে আরো বাড়িল উত্তাপ । গুণযুত সাধু স্থত পায় মনস্তাপ ।