পাতা:পারস্য ইতিহাস.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । হেন কালে পুনঃ কন্যা সহ সহচরী। । আসিল তথায় বেশ পরিবর্ত করি ॥ যুবার ভাবনা দেখি কহিল সে নারী । মনস্তাপ বুঝি তুমি পাইয়াছ ভারি। ভাল ভাল এই বীর ক্ষমা করিলাম । শিষ্ট হয়ে কহ মোরে পরিচয় নাম ॥ কেীলফ বাসনা করে যাতে প্রীত হয় । অতএব আনন্দেতে রমণীরে কয় ॥ “কেলিফ আমার নাম শুনহে যুবতী । আমাকে বাসেন ভাল মিজান ভূপতি" ॥ কন্যা কহে তব নাম শুনিয়াছি কাণে । বাখানে তোমার যশ সকলে এখানে ॥ বড়ই বাসনা ছিল দশন তোমার । এখন সে আশা পূর্ণ হইল আমার ॥ সহচরী গণে পরে কহিল মৃন্দরী । ইহ"র সন্তোষ কর গান বাদ্য করি ॥ এৰূপ তাহার আজ্ঞা সখীরা পাইয়া । আরম্ভিল মৃত্য গীত প্রফুল্প হইয়া । উল্লাসেতে অস্তাচলে গেল দিবাকর । নিশিতে অালোক ময় করাইল ঘর ॥ ভেসন প্রস্তুতে যায় সখীরা সকলে । । তারে ধনী নানা কথা জিজ্ঞাসে বিরলে। অাছে কি সুন্দরী কেহ রাজার অাগারে । । কে কেমন কে প্রেয়সী কহত আ মারে ॥ কেীলফ বলিল অাছে অনেক রূপসী । রসিকা প্রেমিকা সবে নবীন বয়সী। তার মধ্যে এক জনে ভালবাসে ভূপ । গোলেন্দাম নাম তার মনোহর বাপ ॥ যে পর্য্যন্ত দেখি নাই নয়নে তোমাকে । ভাবিতাম অতৃপমা রূপসী তাঁহাকে ॥ কিন্তু হেরি তব ৰূপ মনে ভাবি তাই । তুলনা কোথায় দিব দেখিতে না পাই ॥ এইৰূপ ষত কথা কৌলফ কহিল । শুনিয়া দেলের অতি সন্তুষ্ট হইল। কা | | | | | ৬৫৯ বৈরক নামক সভ্য মির্জন রাজার । দেলেরা নামেতে এই কুমারী তাহার। সভ্যকে কে জওঁী দেশে আপনি রাজন । পাঠাইয়া দিল কোন কৰ্ম্মের কারণ ॥ এ জন্যে জনক তার থাকে দেশাস্তরে ।” নন্দিনী বন্দিনী সনে সদা রঙ্গ করে ॥ কখন পুরুষে অানে করিয়া গোপন । কৌতুকে বঞ্চায় নিশি সঙ্গে সখীগণ ॥পুরুষে যে অানে তাহা নহে অন্য মন । কুনীতি দেখিলে শাস্তি দেয় বিলক্ষণ ॥ কিন্তু ধনী কৌলফের স্তুতি বাক্য শুনি । অনিন্দ অর্ণবে মগ্ন হইল অমনি ॥ রাজার প্রেয়সী হতে সুন্দরী ৰূপেতে । ইহাতে আহলাদ বড় জন্মিল মনেতে ॥ ভোজনে বসিয়া রামা করে কত রঙ্গ । বাড়িল সাধুর তাহে মুখের তরঙ্গ ॥ ৰূপ হেরি যেই প্রেম মনে সঞ্চারিল । | প্রমোদে সে প্রেম শিখা দ্বিগুণ বাড়িল ॥ কেীলফ রসিক তম করে কত রস । প্রেমালাপে যুবতীর মন করে বশ ॥ বিদায় সময়ে সাধু চরণে ধরিয়া । কহিল এৰূপ তারে বিনয় করিয়া ॥ শতেক বৎসর যদি থাকি তব সনে । মুহুৰ্ত্তেক মাত্র জ্ঞান হয় মোর মনে ॥ যা হৌক এক্ষণে যাই হইয়া বিদায় । --অর্ণজ্ঞ যদি দেও কালি অাসিব হেথায় ॥ নারী বলে দাড়াইবে অদ্য যথা ছিলে । বৃদ্ধ গিয়া আনিবেক স্বৰ্য্য অস্ত গেলে । ইহা বলি তোড়া এক অানায় রমণী । - পরিপূর্ণ তাহাতে জহর মুক্তণ মণি ॥ নারী বলে অতি অল্প দিতেছি তোমারে। গ্রহণ করহ যদি চাহ আসিবারে । , লইয়ণ সে রত্ন থলি অাদ লা কুমার । বিদায় হইল তারে করি নমস্কার ॥