পাতা:পারস্য ইতিহাস.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

? e দান্‌সেমন্দ বলে তুমি সত্য কর তৰে। প্রত্যুষে ছাড়িয়া তারে দেশান্তরী হবে ॥ এই দেশে থাক, যদি এ কৰ্ম্মের পর । পরিবার যুদ্ধ রুষ্ট হবে মজাফর । সাধুস্থত বলে শুন মোর অঙ্গীকার । কালি অামি এই দেশে না থাকিব অার ॥ প্রত্যয় না হয় যদি কেবল কথায় । দিব্য করিতেছি যাব ত্যজিয়া ভাৰ্য্যায় ॥ কৌলফের দিব্য শুনি নায়েব তখন। সদাগরে গিয়া সব কহে বিবরণ ॥ বিলম্ব অধিক অার না দেখি এক্ষণে । পুত্ৰ বধু আনি বিয়া দেও তার সনে ॥ পুত্র পরিজনে সাধু ডাকিল শুনিয়া । নায়েব সভার মাঝে দিল তার বিয়ন ॥ কিন্তু টাহারার বাক্যে কৌলফে তখন । দিল না নারীর মুখ করিতে দশন ৷ অপর এন্ধপ স্থির করিল টtহার । * অন্ধকারে রাত্রি বাস হইবে দোহার ॥ কেন না। তাহারে যদি দেখি ৰূপৰতী । ত্যজিয়া যাইতে প্রাতে না হইবে মতি ॥ অনন্তর রাত্রিবাস করিবার তরে । কেীলফে লইয়া যায় বাসরের ঘরে ॥ ঘোর অন্ধকার ঘর দেখা নাহি যায় । অপূৰ্ব্ব শয্যায় ধনী আছিল তথায়। দ্বার ব্ৰাদ্ধ করি যুবা বসন ত্যজিয়া । শুইল নারীর পার্শ্বে পালঙ্ক খুজিয়া। শয়নে সুন্দরী মনে ভাবেন বিষাদ । কি হইল ধৰ্ম্ম গেল ঘটিল প্রমাদ। চক্ষে নাহি দেখলাম যtহার বদন । হায় সে অামাকে আজি করিবে গমন ॥ হেথায় কেীলফ ৰূপ শুনিয়া নারীর । হেরিতে সে মুখ চন্দ্র হইল অস্থির । বলে হে সুন্দরী অাজি পাইয়া তোমায় । কি পৰ্য্যন্ত মুখ মোর কহা নাহি যায় ॥ " পারস্য ইতিহাস । কিন্তু এ সাধের মুখে ঘটিল বিষাদ । তিমির চন্দ্রীস্য ঢাকি সাধিতেছে বাদ ॥ নয়ন চকোর মোর থাকিতে না পারে । - কতক্ষণে ৰূপ ঘন বরিষিবে তারে ॥ যে ৰূপ তোমার রূপ করিতেছি ধ্যান । কি হইরে না হেরিলে নাহি হয় জ্ঞান ৷ না পাইয়া যে যন্ত্রণ পাইতাম মনে । পাইয়া ও সেই ৰূপ তব অদশ নে ॥ কিন্তু হায় যদি কালি হইবে বিচ্ছেদ । অন্য কাযে কেন তবে থাকে আর খেদ ॥ কহিয়া এসব কথা মেীন ভাবে থাকে । যুবতী তাহার পর জিজ্ঞাসিল তাকে ॥ ওহে ভাই অাজি স্বামী অানিয়ছে যায়৷ ভঙ্গ প্রীত স্থাপন করিতে পুনরায় ৷ যে হও আমাকে সত্য পরিচয় কহ । তব বাক্যে স্পন্দন হতেছে মোর দেহ ॥ শুনিয়াছি তব রব অনুমান হয় । অতএব কে অtপনি দেহ পরিচয় ॥ চমকিত হয়ে সাধু কহিল অমনি । কোন স্থানে বাস তব কহলো রমণী ॥ আমিও তোমাকে চিনি হয় অনুভব । কেরাট নারীর ন্যায় শুনি তব রব ৷ তুমি কি মুন্দরী সেই বৈরক কুমারী। শয়নে স্বপনে যারে ভুলিতে না পারি ॥ এমন কি ভাগ্য হবে সেই হার নিধি । আনিয়া অামাকে হেথ মিলাইবে বিধি শুনিয়া উত্তর করে রমণী ত্বরায় । তুমি কি কেলিফ কথা কহিছ আমায় ॥ সাধুর তনয় কহে কেীলফ সে অামি । এখনো না হয় বোধ দেলেরা কি তুমি । অামি সে অভাগ্য। নারী কহিল যুৰতী । যাহার অন্যায় কার্যে সন্দিগ্ধ ভূপতি। এতেক যন্ত্রণা তব অামারি কারণ। দেশ হতে বহিস্কৃত করিল রাজন ॥ .