পাতা:পারস্য ইতিহাস.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । সাধুস্থত বলে প্রিয়ে কি দোষ তোমার। অদৃষ্টের ফলাফল জানিবে আমার ॥ মমদ লা বলিয়া কিন্তু ভাল বলি তায় । দেখ সেই ক্রমে দেখা হয় পুনরায় ॥ জিজ্ঞাসে কৌলফ তবে দেখ প্রাণ প্রিয়া । কেমনে টাহার সঙ্গে হয় তব বিয়া ॥ দেলেরা বলিল শুন তার সবিশেষ । র'জ কৰ্ম্মে পিতা মোর অাসে এই দেশ ॥ মজাফর সনে পূৰ্ব্বে আছিল প্রণয় । তার গৃহে অগসিয়া বিয়ার কথা হয় ॥ দেশে ফিরে গিয়া পিতা লোক জন দিয়ণ। সমর্কনদ দেশে মোরে দিল পাঠাইয়া ॥ কি করি আসিতে হলো বড় অনিচ্ছাতে। পূৰ্ব্বাবধি মন মোর ছিল হে তোমাতে ॥ এখন প্রকৃত কহি শুন প্রাণ প্রিয়। তোম! প্রতি প্রেম মোর ছিল গোপনীয়। ঈশ্বর অাছেন সাক্ষী তোমার কারণে । পড়িয়াছে কত জল অামার নয়নে ॥ যদিও টtহার সহ বিবাহ হইল । কিন্তু তব ৰূপ হৃদে জাগ্রত রহিল ॥ তাহে এ দুমুখি পতি দারুণ নিদয় । অন্তরে তোমাকে আরো সজীব করয় ॥ জানিয়া ছিলাম যেন প্রেম সমীরণে । মিলাইয়া পুনৰ্ব্বার দিবে দুই জনে ॥ সে অাশা নিরর্থনহে হলো শাপে বর। বিচ্ছেদ ঘুচাতে পতি দিল প্ৰাণেশ্বর। এ সকল কথা যদি দেলেরণ কহিল । কেীলফের মন মহা আনন্দে মোহিল ॥ প্রাণের দেলের বলি [ কহিল তখনি ] তোমাকে কি করিয়াছি বিবাহ এখনি ॥ তুমি কি সে যার রূপ সদা হঁদ্রে ধ্যান। পুনশ্চ হেরিব তারে নাহি ছিল জ্ঞান ৷ যদ্যপি ভাবিয়া থাক অাদ লা নন্দন ॥ থাক যদি মোর শোকে করিয়া ক্ৰন্দন ॥ Q S' পাইয়া যদ্যপি থাক এত মনস্তাপ । এখন ঘুচাও সব করি স্থখালাপ ॥ শুনিয়া পতির মুখে এসব প্রসঙ্গ । উথলিল হৃদি মাঝে স্থখের তরঙ্গ ॥ প্রেমের কথনে নিশি পোহাইল তারা । প্রভাত হইল তব না হইল সারা ॥ মত্ত অাছে সাধু স্থত দেলেরার সনে । কপালে আঘাত করি ডাকে ভৃত্যগণে ॥ উঠ যুবা ভাল বেনে কত ঘুম যাও । এত বেলা হইয়াছে দেখিতে না পাও ॥ উত্তর না করি তাহে সাধুর নন্দন । যুবতীর সঙ্গে রঙ্গে করে আলাপন ॥ কিন্তু তাহে ক্রমে সুখ য়াইতে লাগিল। করাঘাত ঘন ঘন করিতে থাকিল । কেীলফ কহিল প্রিয়ে কি পাই শুনিতে । হুবে কি এতই শীঘ্ৰ স্বতন্ত্র হইতে ॥ মজাফর তোমাকে পাইনে কতক্ষণে । বিলম্ব দেখিয়া কাল গণিতেছে মনে ॥ ট হার তেমতি দ্বেষ করে মোর মুখে । পড়িতেছে বজাঘাত যেন তার বুকে ॥ ভাস্কর মিলিয়া মোব বিপক্ষের সনে । ত্বরণ করি দাড়াইল পুৰ্ব্ব দিক্‌ পানে ॥ বোধ হয় পাই নাই এখনো তোমায় । মিলনে বিচ্ছেদ দেখ হয় পুনরায় ॥ যদিও বিবাহ পাশে বাধা দুই জনে । তথাপি প্রতিজ্ঞা হেতু ত্যজিয এক্ষণে। ইহা শুনি বিনোদিনী কহিল তখন । সত্য কি এ সত্য তুমি করিবে পালন ॥. শপথের কালে তুমি ইহা কি জানিতে। অামাকে বিবাহ করি হইবে ত্যজিতে। না জানিয়া অঙ্গীকার করিলে কি হয়। এ প্রতিজ্ঞা লঙ্ঘনেতে নাহি পাপ ভয় । যদি সত্যে বদ্ধ হও, অামাকে পাইতে পারিবে না একমিথ্যা বলিয়া কি নিতে।