পাতা:পারস্য ইতিহাস.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२. কান্দিয়া দেলের বলে অীর কিবা কব । এই কি আমার প্রতি ভাল রাসা তব ॥ প্ৰেমযুক্তি বিরুদ্ধ যে হেন অঙ্গীকার । অামা হতে বড় তাহ হলো কি তোমার ॥ কেীলফ কহিল প্রিয়ে বল কি করিব । কেমনেতোমাকে আমি রাখিতে পারিব। ধন হীন বন্ধু হীন পরবাসে তাতে । কি করিব বাদ করি মজাফর সাতে ॥ দেলেরা উত্তর করে কি ভয় তাহার । দেশের ব্যবস্থা অাছে সহায় তোমার ॥ ত্যজিবে না মেরে যদি কর এই পণ । কি ভয় তাহাতে তবে তুচ্ছ কর ধন ॥ তোমার ভরসা যদি এই কপ-হয় । কি করে কাহার সাধ্য কিসে অার ভয় ॥ শুনিয়া কেীলফ কহে কি অার কহিব । অবশ্য তোমার আমি সন্তোষ করিব । করিয়াছি সত্য যাহা যুক্তি সিদ্ধ নয়। প্রাণ ধন না ছাড়িলে রক্ষণ নাহি হয় ৷ অতএব সে শপথে বদ্ধ অামি নহি । কতু না করিব ত্যজ্য শুন সত্য কহি ॥ করিলাম অামি এই প্রতিজ্ঞা এখন । ত্ৰিভুবন নিলিলেও না হবে লঙ্ঘন ॥ এই মত পরামর্শ হইছে দোহার । বিলম্ব দেখিয়া নিজে অসিল টাহার ॥ কপাটে আঘাত করি কত ড্রাক পাড়ে । এত ডাকা গেল তবু ঘুম নাহি ছাড়ে। উঠ উঠ মিথ, কেন দুঃখ দেও অার । যাও তুমি শীঘ্ৰ আসি নিয়া পুরস্কার । এতেক শুনিয়া উঠি সাধুর কুমার। " বসন পরিয়। দিল খুলিয়া দুয়ার। বাহিরে অসিলে পরে ভূত্য সঙ্গে দিয়া। টাহার কহিল যুব স্নান কর গিয়া। স্বান করি কৌলফ উঠিল জল ধারে । পরিধান বস্ত্র ভূত্য আনি দিল তারে ॥ পারস্য ইতিহাস । তদন্তর দিব্য এক মন্দিরে অনিল । পিতা পুত্র দামৃসেমন্দ সেই খানে ছিল। সমাদরে অভ্যর্থনা করিয়া তাহারে । একত্রে সকলে মিলি বসিল আহারে ॥ অtহারাস্তে দাম্সেমন্দ সত্বর হইয়া । অন্য এক ঘরে গেল কৌলফে লইয়া ॥ পঞ্চাশত মুদ্রা এক পাগড়ি সহিতে । • কোলফের হস্তে দিয়া লাগিল কহিতে ॥ ওহে যুবা হেদে তুমি দেখহ হেথায় । মজাফর এ সকল দিলেন তোমায় ॥ কহিতে বলিল আরো নমস্কার দিয়া । পত্নী ছাড়ি যাও শীঘ্র পুরস্কার নিয়া ॥ ইহা বলি দান্‌সেমন্দ করে অনুভব । কোলফ করিবে কত সাধুর গৌরব । কিন্তু সে পাগড়ি টাকা ফেলিয়া তথায় ॥ বলে এ কেমন কথা কহিছ আমায় । মনে ছিল এই রাজ্য অস্বেক রাজার ॥ সেই দেশে অাছে অতি যথার্থ বিচার। কিন্তু সে মনের ভ্রান্তি বুঝি এইক্ষণে । প্রবঞ্চন অন্যায়েতে রত প্রজাগণে ॥ অনুমান সব কথা নাহি শুনে ভূপ। তোমরা বিদেশী লোকে কর এই ৰূপ ৷ আপনি ভাবিয়া দেখ কার দোষ ঘটে । এদেশে আসিয়ণ অামি থাকিতাম মঠে ॥ মজাফর এক দিন আপন ইচ্ছায় । অণনিলেন নিমন্ত্রণ করিয়া অামায় ॥ নব এক যুবতীর সঙ্গে তার পর । বিবাহ করিতে মোরে কহে সদাগর ॥ অামি তাহে অঙ্গীকার করি নিষ্ঠামনে । . শাস্ত্রমতে বিবাহ হইল তার সনে ॥ " এখন নে নারী পত্নী হইল আমার । ত্যজিতে তাহকে বল একে ন বিচার ॥ হেন কথা আর তুমি মুখে না আনিবে । ইহাতে অখ্যাতি মোর যথার্থ জানিবে ॥