পাতা:পারস্য ইতিহাস.djvu/৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 পারস্য ইতিহাস । -

একথা শুনিয়া.রাজা জুলিয়া উঠিল । বুদ্ধিমতী রাজপ্রিয়া বিচক্ষণ আতি । ক্ৰোধতরে মন্ত্রিবরে কহিতে লাগিল । সবিনয়ে কহিলেন " শুন প্রাণ পতি ॥ “ কে অাছে এমন আর অবনীতে অন্য ক্রোধ সস্বরিয়া প্ৰভু মোর কথা মান । , অামার সমান ধনে মানে দানে ধন্য" ॥ বশরীয় লোক দিয়া সত্য মিথ্যা জন ॥ মন্ত্রী বলে “মহাশয় করি নিবেদন । তাহে যদি উজারের কথা মিথ্যা হয় । বশরা নগরে যুবা অাছে এক জন ॥ উপযুক্ত দণ্ড তারে দিবে মহাশয় ॥ আবল-কাসেম নাম প্রজা মধ্যে গণ্য। নতুবা মন্ত্রীর কথা যদি সত্য হয় । ধনেতে সমান তার কেহ নাহি অন্য"। এপ্রকার ক্রোধ করা তবে যুক্ত নয়”। ইহা শুনি নর পতি অগ্নি প্রায় জ্বলে। এতেক শুনিয়া ক্রোধ পড়িল রাজার । , লোহিত লোচনে তারে পুনরায় বলে । কহিলেন পরামর্শ যথার্থ তোমার ॥ “ দাস হয়ে মিথ্যা কহ সম্মুখে আমার । কিন্তু দূত পঠাইলে স্থিরন হইবে । জাননা এখনি প্রাণ বধিব তোমার" ॥ মন্ত্রীর সন্তু যে লোক সত্য না কহিবে । মন্ত্রী বলে “অপরাধ ক্ষম মহারাজ । অথবা শক্রতা হেতু মিথ্য কেহ কয়। সত্য বিনা মিথ্যা বলা নহে মোর কাজ ৷ এই জন্য দুত দিয়া প্রত্যয় নাহয় ৷ ৰশর নগরে অামি আপনি থাকিয় । আপনি বশরা দেশে করিব গমন । আসিয়াছি আবলেকে স্বচক্ষে দেখিয় ॥ স্বচক্ষে দেখিব গিয়। সেজন কেমন । আiপনি পুরীর মধ্যে প্রবেশিয়া তার । মন্ত্রী যাহা বলিয়াছে দেখি যদি তার । যে ঐশ্বৰ্য্য দেখিয়াছি বলা সাধ্যকার । অসিয়৷ উজারে দিব যুক্ত পুরস্কার । স্থজন ভাজন যুব হয় অতিশয় । কিন্তু মিথ্যা হয় যদি বচন তাহার । তুষ্ট হয়ে আসিয়াছি শুন মহাশয়” । বধিব মন্ত্রীর প্রাণ প্রতিজ্ঞ। আমার । এতেক শুনিয়ণ রাজা বলে অার বার | এরূপ প্রতিজ্ঞা করি হইয়া তৎপর । “জাফর উজীর তোর বড় অহঙ্কার । রাত্রি যোগে চলিলেন বশরা নগর । সীমান্যে করিস, তুল্য আমার সহিত। একাকী যাইতে কত বাধা দিল রাণী । ভয় নাই মনে দণ্ড দিব সমুচিত" ॥ তথাপি চলিল এক না শুনিয়া বাণী ॥ ইহ বলি ইঙ্গিত করিল জমাদারে । ক্রমে ক্রমে বশরায় গিয়া নৃপবর । মন্ত্রিকে বান্ধিয়া নিয়া রাখ কারাগারে। বাসা ভাড়া করিলেন বাজারের ঘর । জমাদার নিয়া গেল তখনি মন্ত্রীরে বাসার কৰ্ত্তার কাছে জিজ্ঞাসে রাজন । অন্তঃপুরে যান রাজা রাণীর মন্দিরে ॥ | অাছে নাকি এই স্থানে ধনী একজন ॥ ভূপ্রতির ক্রদ্ধ ভাব করি নিরীক্ষণ আবল-কাসেম নাম অদ্বিতীয় দানে । মহিষীর মনে শঙ্কণ হইল তখন ॥ তার তুল্য কেহ নাকি নাহি ধনে মানে । কাতরে কামিনী কহে “ কহ প্রাণ নাথ। “বৃদ্ধ কহে কিবা তার করিব উত্তর । কিজন্যে কাহার প্রতি কোপদৃষ্টি পাত"। বধিতে যুবার যশ রসনা কাতর। বিস্তারিয়া রাজা সব কহিল বৃত্তান্ত । শত মুখে শত জিহ্বা যদিকারো হয় । মন্ত্রি প্রতি ক্রোধ রাণী বুঝিল একান্ত ॥ তবু কার সাধ্য তার পূর্ণ যশ কয়” ।