পাতা:পারস্য ইতিহাস.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । কিন্তু দেখে চারিদিকে দিতেছে পাহারা । সাধ্য কি ছাড়িয়া তাহ পলাবে তাহারা। এ অাশা নিস্ফল হেরি ভাবে পুনৰ্ব্বার বিপক্ষের পুরী মধ্যে না রহিব আর ॥ আটক করিলে গিয়া কাজীরে কহিব । তাহার সম্মতি নিয়া স্বতন্ত্র হইব ॥ ইহা ভাবি কেীলফ চলিল সাধু পাশ । কহিল তোমার গৃহে না করিব বাস ॥ লইয়া যাইৰ দারা যথা লয় মন । বিচারে পত্নীর প্রভু হয়েছি এখন ॥ তারা যে স্বতন্ত্র হতে অনুমতি দিবে। একথা কাহারো মনে কখনো না নিবে। টtহার বিশেষ পণ করিল তখন । পত্নীরে অন্যত্রে নিতে দিব না কখন ॥ কোলফ অপেন বাক্যে অটল রহিল । পশ্চাতে কাজীকে গিয়া সকল কহিল । বিবাদের কথা কাজী হয়ে অবগত । জিজ্ঞাসে কেীলফে কেন এ প্রকার মত * আব্দ,লা কুমার কহে শুন মহাশয় । থাকিতে শক্রর সঙ্গে লাগে বড় ভয় ॥ সতত এ পরামশ দিতেন জনক । গৃহে যদি শক্ৰ থাকে হইবে পৃথক । অতএব অন্য স্থানে করি গিয়া বাস । যুবতীরে এই ৰূপ অাছে অভিলাষ ॥ ওরে মিথ্যাবাদী বেটা কহিল টtহর । একথা কেমনে বল সক্ষীতে সবার ॥ একবার দেলের ক্রন্দন ছাড়া নয় । যদবধি তোর সঙ্গে তার বিমণ হয় ৷ তথাপিও লজ্জা নাই একথা কহিতে । দেলের অামার গৃহে চাহে না রহিতে | কেীলফ কহিল ভয় দেখাও কি তার । বলিয়াছি যেই কথা বলি পুনৰ্ব্বার ॥ অন্তর সহিত জীয়া মোরে ভাল বাসে

  • *

এ কথা দেলেরা যদি আপনি না বলে । তখনি ত্যজিব তারে শুনহ সকলে ॥ সাক্ষী থাক কাজী তবে ট হার কহিল । উহার কথায় মোর স্বীকার হইল ॥ দেলেরারে আনাইয়া জিজ্ঞাস এখনি । আপনার মত ব্যক্ত করিবে আপনি ॥ কাজী বলে আমি তাহে দিলাম সম্মতি দান্‌সেমন্দ গিয়া তীরে অান শীঘ্ৰগতি৷ নায়েব তংপর হয়ে কাজীর অণজায় । অানি দিল রমণীকে তখনি সভায় ॥ নিকটে আসিলে তারে বিচারক কহে । পতি গৃহে থাকা কি তোমার বাঞ্ছা নহে। কহ কোন পতি প্রিয় অধিক তোমার । কারে ভাল বাস তুমি কহ সারোদ্ধার। মনে মনে ট হার ভবিল নিজ জয় । দেলের অামার হয়ে কহিবে নিশ্চয় ॥ অহলাদে সাহস দিয়া কহিল নারীকে । নিৰ্ভয়ে আপন বাঞ্ছ| বলিবে কাজীকে ॥ তাহাতে আকাংক্ষণ সিদ্ধিহইবে তোমার দুৰ্জ্জনের হস্ত হতে পাইবে নিস্তার ॥ দেলের উত্তর করে ত্যজি মৌন ভাব । ইচ্ছাতে যদ্যপি হয় প্রিয়জন লাভ ॥ শুন তবে নরস্বামী মস্থদ কুমার । পরম স্নেহের পাত্র জানিবে অামার ॥ এখন কাঞ্জীর কাছে এই ভিক্ষা চাই । অনুমতি দেন মোরা স্থানান্তরে যাই ॥ ভাল ভাল বলি কাজী টtহীরেকে কহে । দেখহ সকলে যুব মিথ্যা বাদী নহে ॥ টাহীর আশ্চৰ্য্য হয়ে নারীর উত্তরে । - বিশ্বাস ঘাতিনী বলি হায় হায় করে ॥ এত দূর মন আজি কেমনে ফিরিল। কলিত ইহার চিত্ন কিছু নাহি ছিল । কাজী বলে আর তার নাহিক উপায় । মুহূৰ্ত্তেক থাকিতে ন চাহে শত্রু বাসে | যথা ইচ্ছা বসতি করিবে দুজনায় ।