পাতা:পারস্য ইতিহাস.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

न्ि এই কি বিচার তবে কহিল টtহার । বিদেশী হইয়ণ জয় হইবে উহার ॥ মসুদের পুত্র কিনা না জানি বিহিত । অক্লেশে ছাড়িয়া দিবে এই কি উচিত ৷ বিচারক বলে মনে না কর এমন । প্রতারণা রাষ্ট হলে বধিব জীবন ॥ টাহার উত্তর করে কহে মুহাশয় ! নাহি কি উহার মনে মরণের ভয় ॥ যদ্যপি দণ্ডার্হ হয় মনে হেন জানে । দৃত ফিরে আসিতে কি থাকিবে এখানে। যথার্থই জানিতেছি পলাইবে শেষে । দেলেরাকে সঙ্গে নিয়া যাবে কোন দেশে ॥ বোধহয় করিয়াছে যুক্তি দুজনায় । স্থানান্তরে যাইবার এই অভিপ্রায় ॥ কাজী বলে কহ যtহণ হয় অকুমান । কিন্তু করাইৰ অামি তার সাবধান ॥ যেখানে থাকেনা কেন নগরে থাকিবে ।

  • ाब्रजU ईउिशन !

রসিক নবীন যত ভাগ্যবন্ত ছিল। বিখ্যাত প্রেমিক গণে দেখিতে অtসিল। তার মধ্যে এক দিন আসে এক জন । মনোহর কান্তি দিব্য বসন ভূষণ ॥ রাজ কৰ্ম্মক রী ৰূপে পরিচয় দিয়া । বলে আমি আ সিয়াছি প্রসঙ্গ শুনিয়া ॥ তোমাদের মঙ্গলের বাসনা নিতান্ত । সাধ্য মত শুভ চেষ্টা পাইব একান্ত ॥ এই ৰূপে হিত বাঞ্ছা করিতে প্রকাশ । যথার্থ ভাবিয়া তারা করিল বিশ্বাস ॥ একত্রে ভোজনে তারে সমাদর করি । বসিল ঘোমটা খুলি দেলের মুন্দরী। কৰ্ম্মকারী চমকিত হেরিয়া সৌন্দর্ঘ্য । ফেলফে কহিল অার না হই আশ্চৰ্য্য। যে রূপ কাজীর হাতে বদ্ধ হয়ে ছিলে । শোভে না কখন হেন ৰূপ ন হইলে। নানা উপহার পাত্রে পরিপূর্ণ ছিল । চৌদিগে পাহারাদিয়া চৌকীতে রাখিবে ॥ ৯ ভোজন করিতে তারা সকলে বসিল ॥ অপর কেীলফ আর দেলের যুবতী । ভিন্ন হতে পাইলেন কাজীর সম্মতি ॥ সেই দিন ছাড়ি বৃদ্ধ সাধুর ভবন । সরাইতে গিয়া বাস করিল দুজন ॥ ছিল যাহা দেলেরার যৌতুকের ধন। আর হীরা মুক্ত। অাদি অঙ্গ অভরণ ॥ তাহাতেই ব্যবহার উপযুক্ত মত । কিনাইল দাস দাসী দ্রব্য আদি যত ॥ রহিল আনন্দে ষেন নাহি কারো ভয় । অময়াসে পলায়ন করিবে উভয় ॥ কিম্বা সে যথার্থ যেন ময়দ কুমার। জানিয়ছে আসিবে উত্তম সমাচার। বিবাদের বিবরণ রাখিতে গোপন । পিতা পুত্র প্রাণপণে করিল যতন ॥ কিন্তু এত অকিঞ্চন হইল অসার । ক্রমেতে নগর মধ্যে পাইল প্রচার ॥ বিবিধ প্রকার সুরা আনি দাসীগণে । ভোজনান্তে একে একে দেয় তিন জনে ॥ উল্লাসে ভাসিল রামা করি মুরাপান । যন্ত্র নিয়া অভ্যাৱন্ত করিল বাদ্যগান ৷ বীণায় বাজয় গায় কিবা সুললিত । শুনি রাজকৰ্ম্মকারী হইল মোহিত । তার পরে বীণা ছাড়ি লইয়া সেতারা । তলমানে গান এক করিল দেলেরণ ॥ এগীত রচনা রাম। সে সময়ে করে । কোলফে যখন রাজা দেয় দেশান্তরে ॥ রমণীর খেদ উক্তি শুনিতে শুনিতে । কোলফের নেত্র বারি লাগিল বহিতে ॥ আশ্চর্য্য হেরিয়া কহে রাজ কৰ্ম্মকারী । কি হেতু রোদন কর বুঝিতে না পারি। শুনিয়া উত্তর করে আব্দ লা কুমার। কি হইৰে উপকার শুনিলে তোমার ॥