পাতা:পারস্য ইতিহাস.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । যেমন তোমার তাহে কাৰ্য্য না দশি বে।” তেমনি আমার বলা নিরর্থ হইবে ॥ পূৰ্ব্বের যন্ত্রণ সব পড়িতেছে মনে । অন্তর তাপিত তাই দুর্ভাগ্য স্মরণে ॥ ইহাতে না তুষ্ট হয়ে কৰ্ম্মকারী কয়। দোহাই ভাঙ্গিয়া সব কহ মহাশয় ॥ শুনিতে আমার বাঞ্ছা নহেক কেবল । প্রার্থণা যথার্থ যাহে হইবে মঙ্গল ॥ কোন মতে উপরোধ ছাড়িতে না পারে। প্রকাশিয়া সব কথা কহিল তাহারে ॥ বিশেষতঃ এই ৰূপ করিল স্বীকার । সত্য কহি নাহি আমি মন্থদ কুমার। দেলেরাকে পাব বলি করিলাম ছল । কিন্তু হবে বঞ্চনায় বিপরীত ফল । , প্রেরিত হয়েছে দূত কোজণ্ডি নগরে। তিন দিন মধ্যে ফিরে আসবে শহরে। রাখিয়াছে কাজী আরো পাহারা এখানে। প্রতারণা রাষ্ট হলে বধিবে পরাণে ॥ তথাপি মরণে দুঃখী নহি মহাশয়। | বিচ্ছেদ হইবে শেষ এই বড় ভয় ॥ | সেকাল কালের প্রতি সদা মন রাখি । ভাবনা কেবল তাই তাহে ঝরে আঁখি ৷ এৰূপ কৌলফ যত কহে ইতিহাস । চক্ষুজল পড়ে কত ছাড়ে দীর্ঘ শ্বাস ॥ খেদ বাক্য শুনিতে শুনিতে যুবতীর । ধারা বহে পড়িতে লাগিল নেত্র নীর। ক্ৰন্দন দেখিয়া রাজ কৰ্ম্মকারী কয়। তোমাদের দুঃখ দেখি বড় দয়া হয় । ইচ্ছা করি হেন শক্তি থাকিত অামার। করিতাম এবিচ্ছেদ হইতে নিস্তার। বিধির দোহাই মনে বাসনা এমন । কিন্তু দেখিতেছি রক্ষণ দুষ্কর এখন ॥ হয় সে বিচার পতি দারুণ অবাধ্য । তারে প্রতারণা করা বড়ই অসাধ্য। ፃእ নাহিক এমন অাশা বলি যদি তারে। প্রতারক জনে ক্ষমা করিবারে পারে ॥ অতএব এইমাত্র ভরসা এখন । এক চিত্তে ঈশ্বরেরে করহ স্মরণ ॥ বিপদে তারক প্রভু সৰ্ব্বশক্তি মন । এশঙ্কটে তিনি ভিন্ন নাহি পরিত্রাণ ॥ এৰূপ প্রবোধ বাক্যে কত বুঝাইয়া । রাজ কৰ্ম্মকারী গেল বিদায় হইয়া ॥ তখন দেলেরা কহে কৌলফের কাছে । মনুষ্য অনেক ৰূপ পৃথিবীতে অাছে ॥ দেখিয়া অন্যের দুঃখ আশ্বাসিয়া কয় । মিষ্টবাক্যে তুষিয়া মনের কথা লয়। এই দেখ একজন এখনি আসিয়া । গুপ্ত কথা জানি গেল আত্মীয় হইয়ণ ॥ কে নাহি তাহার বাক্যে কহিত মুজন । কিন্তু নিজ কৰ্ম্ম সারি করিল গমন ॥ কেীলফ কহিল প্রিয়ে অনুমানে পাই । এজন স্থজন বটে মিথ্যা কহে নাই ॥ শুনিতে দুঃখের কথা করেছিল ছল। কর যদি হেন জ্ঞান ভ্রান্তি সে কেবল ॥ কিন্তু পরিত্রাণ অতি দেখিয়া দুস্কর। বলিল ভরসা মাত্র আছেন ঈশ্বর ॥ এবিপদে প্রাণ প্রিয়ে করিতে উদ্ধার। বিধাত ব্যতীত বল শক্তি অাছে কার । পরস্পর দুইজনে ভাবে কত দুঃখ । উভয়ের ভাবনাতে প্রকম্পিত বুক ॥ দুই দিন দুই রাত্রি মনস্তাপে যায়। পলাইবে কি প্রকারে ভাবিয়া না পায় ॥ প্রহরীকে ধন দিয়া তুষিতে চাহিল। · কিন্তু তারা অর্থলোভে বশ না হইল ॥ পঞ্চদশ দিন পরে হয় উপস্থিত। ফিরিয়া আসিবে দূত বুঝিল নিশ্চিত ॥ এদিন কালের প্রায় তাদের যেমন । পূৰ্ব্বপতি সুপ্রভাত ভাবিল তেমন ॥