পাতা:পারস্য ইতিহাস.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । b-Y ছায় প্রিয় পুত্ৰ মনে মুখ নাই অার । যে অবধি নেত্র হারা হয়েছ আমার । অসুখ কন্টকে থাকি করিয়া শয়ন । তব অজশন বিষে করিছে দাহন ॥ মজ ফর যেই দুত করিল প্রেরণ । শুনিলাম তার মুখে সব বিবরণ ॥ চল্লিশ উষ্ট্রের পৃষ্ঠে নানা দ্রব্য দিয়া । , জোহরে দিলাম সঙ্গে শীঘ্ৰ যাবে নিয়ন ॥ ত্বরায় পাঠাৰে তব মঙ্গল সম্বাদ । শুনিয়া স্বস্থির হব জন্মিবে আহলাদ ॥ কোলফের পত্র পাঠ সাঙ্গ না হইতে । দেখিল চল্লিশ উট প্রাঙ্গণে আসিতে ॥ জৌছর কহিল প্রভু বল কি করিব । এ সকল দ্রব্য নিয়া কোথায় রাখিব ॥ কেীলফ ভাবিল মনে একি চমৎকার । বুঝিতে না পারি কিছু কারণ ইহার ॥ জোহর আসিয়া কথা এই মত কয়। . যেন তার সঙ্গে পূৰ্ব্বে ছিল পরিচয় ॥ কোলফ চতুর অতি সতর্কে রহিল । গৃহেতে তুলিয়া দ্রব্য রাখিতে কহিল। জিজ্ঞাসে জোহরে পরে দেশের মঙ্গল । ভালত অাছেন ৰন্ধু বান্ধব সকল ॥ আর সব ভাল প্রভু কহিল চাকর । জননী জনক তব বিচ্ছেদে কাতর ॥ বলিলেন এই কথা তোমাকে কহিতে । সস্ত্রীক হইয়া দেশে ত্বরায় যাইতে ॥ এৰূপ জোহর কহে সস্বাদ যখন । কাজী মজাফর আর তাহার নন্দন ॥ চেকীদার নিবারণ করি তার পরে । সন্তুষ্ট হইয়া সৰে গেল নিজ ঘরে ॥ -নারীর নিকটে যুবা আসিলু তখন । সখীগণে যুবতীর করিল চেতন ॥ प्ले W ভাৰ্য্যাকে বৃত্তান্ত সব জানাইয়া পরে। মস্থদ সাধুর পত্র দিল তার করে ॥ লেখা পড়ি কহে ধনী ধনু হে বিধাতা । তুমি এ অদ্ভূত ৰূপে পরিত্রাণ দাতা। যেমন করিলে এক উভয়ের মন । তেমনি করিলে রক্ষণ বিপদে এখন ॥ আহলাদ করে না প্রিয়ে সাধু পুত্র কহে। এখনো আমরা দুঃখ হতে মুক্ত নহে ॥ খ্যাত তুমি করিলে আমাকে যার নামে অবুশ্ব তাহার বাস হবে এই ধামে ॥ " পাঠাইয়া দ্ৰব্যজাত তাহারি কারণ । পিতা তার করিয়াছে এ পত্র প্রেরণ ॥ জোহর প্রভুর পুত্রে অাগে দেখে নাই৷ দুতের বাক্যেতে মোরে ভুলিয়াছে তাই যদিস্তাং এই ভ্রম কিছুকাল রয় । তবে হবে অামাদের অতি মুখোদয় ॥ কাজীর পাহারা গেল উঠিয়া এখন । অনায়াসে পলাইতে পারিব দুজন ॥ কিন্তু শুন এই মোর হয় অনুভব । দেশময় প্রচার হয়েছে জনরব ॥ শুনিয়া মস্থদ স্থত কাজীকে কহিবে । বিচারক নিজ দোষ সারিয়া লইবে ॥ কে জানে এখনি যদি বলিয়াই থাকে । আসিছে বিচারপতি ধরিতে অামাকে ॥ এৰূপ করিল যুক্তি সাধুর কুমার । অণশণ ভয় দুয়ে মন অস্থির তাহার ॥ মুহুমুহু ভাবে এই আসে বুঝি কাজী । হইল চাতুর চুর মরিলাম আজি । এঘোর সঙ্কটে পড়ি বড়ই ভাবিত। - ইতি মধ্যে সেই রাজ সভ্য উপস্থিত ॥ সভ্য বলে শুনিলাম তোমার মঙ্গল । বিধাতার কৃপাদৃষ্টি জানিবে কেবল । শ্রবণ করিতে অামি তাই আসিলাম । কিন্তু কহ শুনি কেন ভাড়াইলে নাম ॥ —o