পাতা:পারস্য ইতিহাস.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । b〜? যদ্যপি পারেন বিধি রাজত্ব হরিতে । আছে তার সাধ্য পুনঃ প্রদান করিতে ॥ অতএব কর এই ভরসা এখন । বিধাতা,করিবে সব দুঃখেরি মোচন ॥ হইবে পুনশ্চ শুভ দিনের প্রকাশ । এঘোর দুঃখের নিশি হইবেক নাশ ॥ যাবৎ সন্তান যুক্তি কহে এই ৰূপ । মনোযোগে শুনে বাক্য রাণী আর ভূপ। সন্তুষ্ট হইয়। পরে কহে নরোত্তম । মানিলাম যুক্তি তব যথার্থ উত্তম ॥ অদৃষ্ঠের লিপি কভু খণ্ডিরার নয়। অতএব দুঃখ সহ্য উপযুক্ত হয় ॥ ইহা বলি রাজা রাণী সহিত নন্দন । অশ্বাভাবে পদব্রজে করিল গমন ॥ চলিতে অভ্যাস নাহি মহাক্লেশে যায় । করিতে জীবন রক্ষা বন্য ফল খায় ॥ এই ৰূপে কিছু কাল ভ্ৰমি তিন জনে । ভুলিয়া পড়িল গিয়া মহা ঘোর বনে ॥ সে অরণ্য মরুস্থান. ফল নাহি তায় । ক্ষুধা তৃষ্ণণ অতিশয় না দেখে উপায় ॥ অথর্ব দুৰ্ব্বল রাজা বয়সে প্রাচীন । অনাহারে তাহে আরো হইলেন ক্ষীণ ॥ শ্রমেতে কাতরা হয়ে রমণী তাহার । দাড়ায় এমন শক্তি মা রহিল আর । আপনি কাতর তবু কালফ তখন । মধ্যে মধ্যে উভয়েকে করিল বহন ॥ এই মত পরিশ্রমে গেল এক স্থানে । ভয়ঙ্কর শৃঙ্গ তারা দেখে বিদ্যমানে ॥ গিরির্বর উচ্চতর ভীষণ শিখর। গভীর গহবর তাহে অতি ভয়ঙ্কর। কঠিন দুর্গম স্থান দেখি ত্ৰাস লাগে । পৰ্ব্বত ছাড়িয়া মাঠ দেখে অগ্রভাগে ॥ তাহা ভিন্ন অন্য কোন পথ নাহি অার । অগম্য কণ্টক বন দুই দিকে তার ॥ l | -একে শ্রম তাহে ক্ষুধা তৃষ্ণাতে কাতর। কেমনে হইবে পার হইল ফাপর ॥ গিরি হেরি রাজরাণী সশঙ্কিত মনে । কান্দিয়া উঠিল ভয়ে সেই মহাবনে ॥ নৃপতি বিষম দুঃখে অধৈর্য্য হইল । অসহ্য ভাবিয়া পরে পুত্রকে কহিল ॥ এই ৰূপ দুঃখ হয় বাচিয়া থাকিলে। কিফল বিফল আর জীবন রাখিলে ৷ করিয়াছি কত ভোগ অার নাহি চাই । মরিব প্রতিজ্ঞা এই প্রাণে কনষ নাই ৷ এই মহা গহবরেতে ঝাপ দিব এবে । অদৃষ্টের লেখা ছিল এতে মৃত্যু হবে। এড়াব দুঃখের হস্তে হইয়ণ পতন । এমন জীবন হতে মঙ্গল মরণ ॥ ভূপতি মনের দুঃখ প্রকাশি এমত । গহ্বরেতে ঝাপিতে হইল উদ্যত ॥ : কালফ অমনি ধরি জনকে রে কয় । নিদাৰুণ কৰ্ম্ম কেন কর মহাশয় ॥ fকজন্য উদ্যত আত্মহত্যা করিবায় । এইকি সহ্যের চিন্তু তব শোভা পায় ॥ বিধাতার মতে কেন হেন ব্যগ্রভাব । ধরিতে উচিত হয় সহিষ্ণ স্বভাব। ইহাতে না করি কেন পরিতোষ তার । ஆ இ কৃপাদৃষ্টি আমাদিগে হইবেক র্যার। সত্য বটে হইয়াছে ক্লেশ বহুতর । সম্মুখে অতলস্পশ প্রকাগু গহর । এই পথে গেলে পরে লোক নাহি বীচে। কিন্তু অনুভব হয় অন্য পথ অাছে। তুমি মাত্র থাক হেথা জননী সহিত। - পথ দেখি আমি ফিরে আসিব ত্বরিত। এই ৰূপ জনকেরে কহি নানা মত।“ চলিল রাজার পুত্র অন্বেষিতে পথ ॥ পৰ্ব্বতের চতুর্দিকে রাজপুত্র যায়। । অার পথ কোন স্থলে দেখিতে না পায় ॥