পাতা:পারস্য ইতিহাস.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レレー কাতর হইয়া ভূমে পড়িয়া তখন । ঈশ্বরে স্মরিয়া যুবা করিল রোদন ॥ কিঞ্চিং বিলম্বে চলে অন্যদিক পানে । অকস্মাৎ পথ এক দেখে বিদ্যমানে। ঈশ্বরে তখন বহু ধন্যবাদ করি । চলিল নরেন্দ্র স্থত সেই পথ ধরি ॥ শেষে এক বড় বৃক্ষ নিকটে দেখিয়া । ধায় যুবরায় তথা প্রফুল্ল হইয়া ॥ পরে দেখে তরুতলে দিব্য সরোবর । তাহাতে শীতল বারি অতি মনোহর । সেই খানে শোভা পায় বৃক্ষ কত শত । বিবিধ ফলের ভরে শাখা সব নত । হেরিয়া হরিষে শীঘ্র রাজার কুমার । মতা পিতা স্থানে গেল দিতে সমাচার ॥ পুলকিত রাজা রাণী শুনিয়া সম্বাদ । ভাবিল যাইবে ক্ষুধা ঘুচিবে বিষাদ ॥ যুবরাজ র্ত হাদিগে সরোবরে অ'নে । হস্ত মুখ প্রক্ষালন করে সেই খানে ॥ তৃষ্ণায় কাতর আগে পান করে জল । পরেতে খাইতে পুত্ৰ আনি দেয় ফল । অনাহারী কয় দিন কিছু না খাইয়। স্থখাদ্য ভক্ষণ করে আহলাদ করিয়া ॥ পশ্চাৎ জনক প্রতি কহিল কুমার। দেখ পিতা নিরর্থক বৈরক্তি তোমার ॥ ভাবিয়াছ আমাদিগে বিধাতা নির্দয় । কিন্তু দেখ স্মরণেতে হলেন সদয় ॥ বধির নহেন বিধি দুঃখীর স্মরণুে । যাঁহাদের মন প্রাণ র্তাহার চরণে ॥ ভ্রমণে কাতর সবে বলে অতি ক্ষীণ । সরোবর তটে বাস করে তিন দিন ॥ ফল মূল পরে কিছু সঙ্গে করি নিয়া । লোকালয়ে যান তীর সেই মাঠ দিয়া ৷ i ছাড়িয়া কতক পথ নরপতি ধান । , দেখিল অনতি দুরে শোভে জন স্থান ॥ পারস্য ইতিহাস ।

    • অনন্দে তখনি যায় নগরের পানে ।

প্রবেশ দ্বারেতে আসি থাকে সেই খানে বসন ভুষণ হীন শ্রমেতে কাতর। বাসন ছিলনা দিনে প্রবেশে নগর ॥ যাইব রজনী ভাগে ভাবি এই মনে । বৃক্ষতলে শয়ন করিল তিন জনে ॥ এইৰূপে কিছুকাল সেই স্থানে আছে। হেন কালে বৃদ্ধ এক আসিলেন কাছে। সমাদরে ভাহাদিগে করিয়া প্রণাম । , বসিলেন সেই খানে করিতে বিশ্রাম ॥ নৃপতি উঠিয়া বৃদ্ধে প্ৰণমিয়া তথা । জিজ্ঞাসা করিল সেই নগরের কথা ॥ প্রাচীন কহিল জ্যাক নগরের নাম । নরপতি এলেঞ্জ থা তার রাজ ধাম ॥ তোমাদের জিজ্ঞাসায় মনে হেন লয় । কিছুই জান না যেন এদেশের নয় ॥ রাজা বলে মহাশয় যাহা বল মানি । আমরা বিদেশী লোক তত্ত্ব নাহি জানি ॥ কার্জম নামক ধামে, অামাদের ঘর । বাণিজ্যে কাটাই কাল নিজে সদাগর। কাপচকে জাই মোরা মিলি সাধুদল । পথেতে পড়িল আসি দস্থ্যদের বল ॥ প্রাণমাত্র রাখি সব লুঠ করি শেষে । ছাড়ি দিল আনাদিগে এই দৈন্য বেশে ॥ আসিলাম ককেশশ গিরি হয়ে পার । কিছুমাত্র আমরা না জানি হেথাকার ॥ দয়ালু স্বভাব বৃদ্ধ পরহিতে রত। শুনিয়া দুঃখের কথা খেদকরে কত ॥. মনের সারল্য ভাব জানাইতে পরে । আপনি কহিল আসি থাক মোর ঘরে ॥ উপরোধ না ঠেলিয়া বৃদ্ধের কথায় । অঙ্গীকার করিলেন থাকিতে তথায় ॥ পরেতে যখন অস্ত গেল দিন মণি । নিজ বাসে তাছাদিগে আনিল আপনি ॥