পাতা:পারস্য ইতিহাস.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । krన দ্বারে অসি কহে বৃদ্ধ চাকরের কাণে । ভূত্য গিয়া কাপড়িয়া মহাজনে আনে ॥ সম্মুখেতে মহাজন বস্তা খুলি দিল । রাজা আর যুবরাজ ইচ্ছামত নিল । মহিষী আপনি বস্ত্র নিল তার পরে । মনোহর যে অস্বর স্ত্রীলোকেতে পরে ॥ তদন্তর বিদায় করিয়া মহাজনে । আহার আনিতে বৃদ্ধ কহে ভূত্য গণে ॥ অাসিয়া কিঙ্কর দ্বয় অজ্ঞায় তাহার । সাজাইল গৃহ মধ্যে বিবিধ আহার ॥ মদ্য মাংস ম ইস্য অাদি খাদ্য নানা মত | মিঠাই মিষ্টান্ন আর ফল মূল কত ॥ " পরে বৃদ্ধ তাহাদিগে তিন জনে নিয় । হর্ষ মনে ভোজনেতে বসিলেন গিয়া ॥ ভোজনান্তে দিল স্বরা আনিয়া সম্মুখে । খাইতে লাগিল বৃদ্ধ পরম কৌতুকে। মদে মত্ত হয়ে তবে নানা কথা কয় । তাহারণ সকলে যাহে অনিন্দিত হয় | কিন্তু বৃথা হলো তার সব আকিঞ্চন । নিয়ত চিন্তায় মগ্ন থাকে তিন জন ॥ তাহ দেখি বৃদ্ধ বলে একি চমৎকার। প্রফুল্ল অন্তর নাহি দেখি এক বার ॥ দক্ষ্যরা নিয়াছে ধন সেই ভাবনায় । চিরকাল থাকিবে কি মনে যাতনায় ॥ ভাবিলে কি এঘটনা অদ্ভুত নিতান্ত । কাহারে এমন আর নাহিক দৃষ্টান্ত । পথিক নামায় অার মহাজন যত । নিত্য নিত্য এমন বিপদে পড়ে কত ॥ অামি নিজে চোর করে হয়েছি পতন । মৌজল ছাড়িয়া যাই বোগদাদে যখন । কাড়িয়া সকল ধন নিল দস্থ্য গণ । কেবল লইয়া প্রাণ করি পলায়ন ॥ সে ঘটনা তুল্য বটে তোমাদের সনে। কিন্তু তথাপিও চিন্তা করি নাহি মনে ॥ বিবরণ কহি শুন করিয়া বিস্তার। শ্রবণে এ মন দুঃখে পাইবে নিস্তার একথা বলিয়া বৃদ্ধ ইঙ্গিত করিল। অনুচর সকলেতে তখনি সরিল ॥ । র্তাহীদের সঙ্গে বৃদ্ধ বসি সেই ঘরে । এই ৰূপ বিবরণ আরম্ভন করে ॥ ফদললী রাজার ইতিহাস । বিনাটক খ্যাতি রাজা মৌজলেতে ধাম । তাহার তনয় অামি ফদললা নাম ॥ বিংশতি বৎসর কালে জনক অামার । অকিঞ্চন করিলেন বিবাহ দিবীর ॥ অানিয়া দেখান কত যৌবন বয়সী। মনোহর বেশ করা পরম ৰূপসী ॥ দেখিলাম সবে কিন্তু করিয়া অভক্তি । কাহাতেও ন হইল মনের অসক্তি ॥ তাহাতে সুন্দরী গণু বড় লজ্জা পায়। অভিমানে ক্ৰোধ ভরে অধোমুখে যায়। শুনিয়ণ হইল পিতা অত্যন্ত আশ্চৰ্য্য । বুঝিল গিয়াছে জ্ঞান হেরিয়া সৌন্দর্য্য । কিন্তু কহিলাম তাতে রিস্তারি তখন । বিবাহ করিতে বাঞ্ছা নাহিক এখন ॥ অন্তরে বাসনা বড় যাইব ভ্রমণে । বিবাহে বিরাগ মোর তাহার কারণে ॥ পরে কহিলাম কত করিয়া মিনতি । বোগদাদে যাইতে মোরে করুন সম্মতি ॥ পর্য্যটনে যাই অামি বাধা নাহি ছিল । অ নন্দিত হয়ে পিতা অলমতি দিল ॥ কিন্তু রাজ পুত্র ন্যায় ভ্রমণেতে যাই । ধুম ধাম সরঞ্জাম করাইল তাই ॥ চারি উন্থ স্বর্ণ রাজ ভাণ্ডার হইতে । বোঝাই করিয়া দিল আমার সহিতে ॥