পাতা:পারস্য ইতিহাস.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯e

  • ांब्रजJ देङिङ्ॉन !

— পিতার অাজ্ঞাতে গেল খোজা এক শত । l তস্করকর্তার বাস সৰ্ব্ব মধ্য স্থানে । চলিল সেবার তরে অল্পচর কত ॥ যাত্রা করি চলিলাম সাজি এই মতে । পরদিন কিছু বিঘ্ন না হইল পথে ॥ এক রাত্রি অাছি মাঠে ছাউনি করিয়া । আচম্বিত দস্থ্য আসি পড়িল ঘেরিয়া ॥ অসংখ্য ডাকাতি সেনা বিপরীত দল । তিলাৰ্দ্ধ কালের মধ্যে কাটে কত বল ॥ কিন্তু হেন যুঝিলাম নিয়া সেনাগণ । পড়িল শক্রর প্রায় তিন শত জন ॥ প্রভাতে দেখিয়া তারা হইল লজ্জিত । যুঝিতেছি কয় জনে হইয়া সজ্জিত । ক্রুদ্ধ হয়ে আরম্ভিল ঘোরতর রণ । আমাদের চতুর্দিকে করিয়া বেষ্টন। বিফল সকল অাশা তখন হইল । অবশেষ দস্থ্যগণ সংগ্রাম জিনিল । প্রবল বিপক্ষ দলে অধীন করিয়া । অামাদের অস্ত্ৰ শস্ত্র লইল হরিয়া ॥ রণে হত হইয়াছে তুহোঁদের বল। প্রতিজ্ঞা করিল দিতে তার প্রতিফল ॥ করিলেক সঙ্গিদিগে কাটিয়া নিহত । আমাকেও সেই ৰূপ করিতে উদ্যত ॥ হেন কালে কহিলাম করিয়া প্রচার । সাবধান বধিও না রাজার কুমার ॥ মৌজলের অধিপতি জনক অামার। সৰ্ব্ব অধিকারী অামি হইব উীহার ॥ দস্থ্য পতি বলে ভাল জনাইলে শেষ । তোমার পিতার প্রতি আছে মোর দ্বেষ কত সঙ্গি ধরি ফাসি দিয়াছে রাজন । মিটাইব সেই দুঃখ তোমাতে এখন ॥ পশ্চাৎ সকল হরি বন্ধন করিয়া । বন মধ্যে শৈল তলে অভ্যানিল ঘেরিয়া ॥ অসংখ্য ছাউনি পাতা ছিল গিরি তলে । বসতি করিত তথা তস্কর সকলে ॥ রাখিল সে দিন মোরে নিয়া সেই খামে" পর দিন বৃক্ষ তলে আনিয়া বান্ধিল । অনাহারে মারিবারে কল্পনা করিল ॥ তাহে দস্থ্য গণ ষত আসি চারি পাশে । গালা গালি দিয়া মোরে কতকটু ভাষে। এই ৰূপে কতক্ষণ বান্ধিয়া রাখিল । অস্তকাল ঘনাইয়া আসিতে লাগিল ॥ এমন সময়ে চর নিয়া শুভ কথা । উপনীত হলে অসি অধ্যক্ষের তথা ॥ বলিল কিঞ্চিৎ দূরে কতিপয় যাত্রী । । থাকিবে ছাউনি করি কলিকার রীত্রি । শুনি দস্থ্য অধিপতি আনন্দিত মনে । অাজ্ঞা দিল তখনি সাজিতে সঙ্গিগণে ॥ চলিল পশ্চা ই সবে চড়ি অশ্বোপরি । ম িয়া থাকিব আমি এই মনে করি। কিন্তু তিনি রাখিলেন জীবন আমার । দিচিত্র বিশ্বের স্বষ্টি দৃষ্টিতে র্যtহার ॥ . অধ্যক্ষের জীয়া মোরে সদয় হইল । নিশাভাগে আসি তথা এৰূপ কহিল ॥ হায় যুবা দয়া হয় দেখিয়া যাতন । বন্ধন খুলিয়া দেই আমার বাসন । কিন্তু বল দেখি বল অাছে কি না গায় । পলাইতে পরিবে কি ছাড়া যদি যায় ॥ শুনিয়া তাহার বাক্য কহি ততক্ষণ । পলাইতে শক্তি মোর অাছে বিলক্ষণ ॥ যে বিধি এমন দয়া দিলেন তোমাকে। গমনের বল তিনি দিবেন আমাকে ॥ পরে নারী তখনি কাটিয়া বন্ধ পাশ । খাদ্য অার দিল এক পরিধান বাস ॥ গমনের পথ ধনী দেখাইয়া কয় । এই পথে যাও তুমি পাবে লোকালয় ॥ প্রাণ রক্ষাকারিণীকে প্রণাম করিয়া । চলিলাম সারা নিশি সে পথ ধরিয়া ॥