পাতা:পারস্য ইতিহাস.djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পারস্য ইতিহাস । অামারো এ কৰ্ম্ম বড় হয় বtঞ্চনীয় । যেহেতু ইহাতে মোর হব পুনঃপ্রিয় ॥ মোয় ফেক বলে শুনি একি চমই কার । যুবরাজ হইবেন জামাতা অামার ॥ অামার অনিষ্টে হয় তোমার আনন্দ । কি আশ্চৰ্য্য করিতেছ তুমিই সম্বন্ধ । কাজী কহে মোয়াফেক হইয়াছে যাহা । কদাচিৎ মনে আর না অানিবে তাহা ॥ হইবে রাজার পুত্ৰ তোমার কুটুম্ব । সম্পন্ন হইতে অর্ণর কিঞ্চি ই বিলম্ব ॥ স্মরণ করিয়া ইহা অামরা এখন । পরস্পর প্রণয়েতে কাটাই জীবন ॥ মোয়াফেক যে প্রকার ভদ্র অার সৎ | তেমনি দুরন্ত কাজী নিতান্ত অসৎ } শক্রর মিত্রতা ভাবে বিশ্বাসিয়া ফলে । পড়িলেন মোয় ফেক প্রতারণা কলে ॥ পরস্পর দুই জনে কহিতেছে কথা । হেন কালে ভূত্য মোরে অানিলেক তথা ॥ জরির পাগড়ি শিরে দিয়াছিল দাস । অঙ্গেতে চাপকান যোড়া মনোহর বাস ॥ দৃষ্টিমাত্র কহে কাজী রাজার কুমার । তব আগমনে গৃহ পত্ৰি আমার। এই দেখ মোয় ফেক ইহাকে এখন । করিয়াছি আপনার মানস জ্ঞাপন ॥ নক্ষত্র সমান ৰূপে কুমারী ইহার । বিবাহ তোমার সঙ্গে দিবেন তাহার ॥ পরে উঠি মোয়াফেক প্রণমিয়া কয় । কি কব কন্যার ভাগ্য রাজার তনয় ॥ অন্তঃপুরে রাখ যদি করিয়া বন্দিনী । তাহাতে পরম সুখ মানিবে নন্দিনী ॥ তাহাদের কথা বাৰ্ত্তা শুনি এই সব । কিৰূপ অীশচর্য্য আমি কর অনুভব ॥ কিন্তু তাহ দেখি কাজী বড় ভয় পায় । কিবা জানি বলি অামি পাছে কাৰ্য্য যায় ॥ ৯৩ তাহা ভাবি কহে কাজী মোয়াফেক প্রতি বিবাহের পত্র তবে কর শীঘ্ৰ গতি ॥ মান্যমান লোক সাক্ষী হউক ইহার । পরস্পর ভাব তাহে জানিবে দোহার ॥ পরে দাস পাঠাইল সাক্ষিকে ডাকিতে । আপনি বিবাহ পত্র থাকিল লিখিতে ৷ সাক্ষিগণে নিয়া ভূত্য আ সিল যখন । সকলেরে শুনাইল পড়িয়া তখন ॥ করিলাম পত্রে অামি স্বনাম স্বাক্ষর । মোয়াফেক লেখে নাম কাজী তার পর ॥ তদন্তর সাক্ষিগণে করিয়া বিদায় । কাজী কহে মোয়াফেকে এৰূপ ভাষায় ॥ সামান্যের মত কৰ্ম্ম মহতের নয় । গোপন শীঘ্র তা দুই অtবশ্যক হয় ৷ জামাত হইল এই রাজার কুমার। গৃহে নিয়া শীঘ্ৰ দেও বিবাহ ইহার ॥ তদন্তর মোয়াফেক হইয়া বিদায় । অশ্ব আরোহণে গৃহে আনিল অামায় ॥ দ্বার হতে সঙ্গে করি লইয়া অাময় । সমাদরে নিয়া যায় নন্দিনী যথায় ॥ বিবরণ কন্যাকে কহিয়া সবিশেষ । উভয়ে একত্রে রাখি চলিলেন শেষ ॥ জেমোদী ভাৱিল্ল শুনি পিতার বচন । পতি হলো বশরীর রাজার নন্দন ॥ রাণী হব অতঃপর ভাগ্য কিৰণ হয় । ইহা ভাবি সমাদর করে অতিশয় ॥ আমিও সন্তুষ্ট অতি প্রেমের অধীন। তাহার চরণ ধরি কাটাই সে দিন । , করি কত শিষ্টাচার মিষ্ট আলাপন । - তুষ্ট করি যাতে পাই কামিনীর মন । প্রেম পরিশ্রম মোর বৃথা ন হইল । ভক্তিভাবে প্রেমাধীনী প্রেমেতে মোহিল৷ দেখিয়া পরম মুখে ভাসিল হৃদয় । রমণীরো মহা মুখ হইল উদয় ॥ ༽