পাতা:পারস্য ইতিহাস.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

构 A ఫి 8 এদিকেতে মোয়াফেক বিবাহের তরে। ভোজনের অায়োজন ধূমধামে করে । আত্মীয় কুটুম্ব আদি প্রতিবাসী সবে । নিমন্ত্ৰণ করিয়া আনিল মহোৎসবে ॥ উজ্জল করিয়া কন্যা সভায় বসিল । আনন্দে ৰূপের শোভা অধিক বাড়িল ৷ ভোজনান্তে পরম সুন্দরী নারীগণ । নৃত্য গীত আসিয়া করিল আরন্তন ॥ কোন নারী নৃত্য করে কোন নারী গায় । কেহ বা ধরিয়া যন্ত্র স্থর দেয় তীয় ॥ যখন সকলে মগ্ন বাদ্য রাগ রঙ্গে । সভা হতে কন্যা গেল জননীর সঙ্গে ॥ পরে মোয়াফেক মোর ধরি দুই করে । সন্তু মে চলিল নিয়া বাসরের ঘরে । অপূৰ্ব্ব পালঙ্কে শয্যা দেখি সেই খানে । চাfর পার্থে বাতি জ্বলে রৌপ্য সামাদানে যতন করিয়া মাতা কন্যাকে তুলিয়ণ । শোয়াইল পালঙ্কেতে বসন খুলিয়। মোয়াকেক রাখি মোরে করিল গমন । অামি করিলাম সেই পালঙ্কে শয়ন ॥ পাইয়ণ পরম প্রিয়া প্রাণাfধক জনে । কি মুখে রজনী গেল ভাবি দেখ মনে ॥ প্রাতে দ্বারাঘাত শুনি দ্বার খুলে দিয়া কাজীর কিঙ্করে দেখি উপস্থিত গিয়ণ ॥ হস্তেতে গাঠরি হেরি হেন বোধ নিল । যৌতুকের বস্ত্ৰ বুঝি কাজী পাঠাইল । কিন্তু সে সময়ে ভ্রান্তি ঘুচিল ত্বরায়। হাসিয়া কাজীর হাপসী কহিল অ মায়। ওহে ভাগ্য অন্বেষক কি দেখ এখন । পাঠাইল কাজী মোরে তোমার সদন ॥ ফিরে দেও বস্ত্র সব কল্য ষাহ নিয়া । বিবাহ করিলে বুজি কুমার সাজিয়ণ ॥ আনিয়াছি তব জীর্ণ বাস সঙ্গে করি । জামা ঘোড়া খুলি দেও সেই বস্ত্র পরি। ( পারস্য ইতিহাস । হাপসীকে পাগড়ি জামা সব খুলি দিয়া । আপনার ভগ্ন বস্ত্র পরিলাম নিয়া ॥ জেমোদী হাপসীর কথা সমস্ত শুনিল । নীচ হেন দেখি মোরে জিজ্ঞাসা করিল ॥ কহ এ কেমন বেশ কি জন্য এমন | কি কথা তোমাকে হাপসী কহিল এখন ॥ কহিলাম আমি প্রিয়ে বলি শুন সার। অধম হিংস্ৰক কাজী অতি দুরাচার ॥ কু’সিত স্বভাব তার কুপথেই যায় । কেবল পরের দ্বেষ করিবারে চায় ৷ ভাবিল অস্ত্যজে দিল করি তব পতি । নীচ বংশে জন্ম যার নরাধম অতি ॥ কিন্তু যেই জ্ঞানে মোরে করিয়াছ স্বামী । তfহ হতে কখন অধম নহি অামি ॥ বশরার রাজপুত্র মোর বড় নয় । মৌজল দেশাধিপতি মম পিতা হয় ॥ এক পুত্র মাত্র আমি সৰ্ব্ব অধিকারী। ফদলঙ্গা নাম মোর ওনহ স্থনদরী ॥ ইহা বলি বিবরণ সমস্ত আমার । জেমোদীকে কহিলাম করিয়া বিস্তার ॥ শুনিয়া সকল কথা রমণী তখন। কহিল যথার্থ ন রাজার নন্দন ॥ যদি না হইত রাজা জনক তোমার । তথাপি না প্রেমে হ্রাস পাইতে অামার। তল উচ্চ বংশ শুনি হই আঙ্কাদিত । কারণ সস্তু ম নাম ভাল বাসে পিতা ৷ কিন্তু মনে বাঞ্ছা এই শুন মহাশয় । পাই হেন পতি প্রেম করে অতিশয় ॥ অামা বিনা নাহি দেখে আর কারো মুখ। সতিনী অানিয়া যেন নাহি দেয় দুখ ॥ অঙ্গীকার করি আমি কহিলাম তারে। তোমা বিনা অার ভাল বাসিব না করে। প্রতিজ্ঞায় তুষ্ট হয়ে জেমোদী রমণী । সহচরী এক জনে ডাকিল তখনি ॥