পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয়ঃ পরিচ্ছেদঃ 영 উমারায়পুত্রাস্ত্রয়ো ধৰ্ম্মশীলা জয়াছো হি রামে। বরীয়াংশ্চ তেষাম । গুণৈরুত্তমশেচাত্তরাখ্যোহন্তরীয়স্ততে ভীমরায়ো রিপে ভীমরূপঃ ॥ ৪ ॥ যে গঙ্গনে গুণগণৈগদিতে গরীয়ান শ্ৰীমানসিংহনৃপতেরিন্নাহ সৈনিকাগ্রাঃ । গাঙ্গেয়তুল্য উদিতে যুধি দপৰ্বর্য্যৈঃ শ্ৰীমান পরার্থবিভবো ভুবি কল্পবৃক্ষঃ ৷ ৫ ৷ তৎসূনুরেষ বলবানিহ যেন রায়ে নীতা বলাদপি নিহত্য পরস্য সেনাম। তুষ্টেন ভূমিপতিনা নিজসৈন্যমধ্যে শ্রীরায়সেন ইতি তস্য চ নাম চক্ৰে ॥ ৬ ॥ কমলারায়তনয়ে কংসো গেীরীতি বিশ্রীতে । জ্যেষ্ঠ সন্তানকৃৎ প্রোক্তে৷ গৌরীরায়োহনপত্যকঃ ৷ ৭ ৷ ৪ । উমা রায়ের তিন ধায়িক পুত্র ছিলেন ; জ্যেষ্ঠ জয়রাম, মধ্যম উত্তমগুণযুক্ত উত্তর ও কনিষ্ঠ শক্রর প্রতি ভীমরূপ ভীম । ৫ । বিবিধ গুণে গরিষ্ঠ গঙ্গন রাজা মানসিংহের মুখ্য সৈনিক ছিলেন ; যুদ্ধবিষয়ে দৰ্পে ও বীৰ্য্যে তিনি ভীষ্মের মত, এবং পরার্থপরতায় কল্পবৃক্ষের মত ছিলেন । ৬ । তাহার পুত্র অতি বলশালী ছিলেন ; তিনি শক্রর সেনাকে বলদ্বারা নিধন করিয়৷ “রায়ঃ” অর্থাৎ ধন আনয়ন করিয়াছিলেন, এই জন্ত রাজা ( মানসিংহ) তুষ্ট হইয়া সৈন্যমধ্যে তাহাকে রায়সেন নাম দিয়াছিলেন। ৭ । কমলা রায়ের পুত্র কংস ও গৌরী নামে বিদিত। তন্মধ্যে জ্যেষ্ঠের সস্তান ছিল ; গৌরী নিঃসন্তান ।