পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

v পুণ্ডরীককুলকীৰ্ত্তিপঞ্জিক। ংসস্য তনয়ঃ শ্ৰীমান মুকুটাখাতু বীৰ্য্যবান। মস্তকং মুকুটাকারমিতি তন্নাম সার্থকম ॥ ৮ ॥ কস্তুরি রায়াত্মজ এষ বীরঃ সূৰ্য্যপ্রতাপো মণিয়ারি-রায়ঃ। পুত্রস্তদীয়ঃ পুরুষোত্তমাখ্যস্তৎপুত্র আসাৎ ভুবি ষে জয়ন্তী ॥ ৯ ॥ পুরুষোত্তমরায়েণ পুত্রার্থে তোষিতো হরঃ । তস্মাদেব হি লোকে হস্মিন হরানন্দঃ স উচ্যতে ॥ ১০ ॥ ইতি পুণ্ডরীককুলকীর্তিপঞ্জিকায়াং দ্বিতীয়ঃ পরিচ্ছেদঃ ৮। কংসের শ্রমান ও বীৰ্য্যবান পুত্রের নাম মুকুট । তাহার মস্তক মুকুটাকার থাকায় তাহার নাম সার্থক হইয়াছিল। ৯ । কস্তরি রায়ের স্বৰ্য্যগ্রতাপ বীর পুত্রের নাম মণিয়ারি রায়। তাহার পুত্র পুরুষোত্তম ; তাহার পুত্র জয়ন্তী। ১০ । পুরুষোত্তম রায় পুত্রার্থ শিবপূজা করিয়াছিলেন ; এইজন্ত তাহার পুত্র হরানন্দ নামেও কথিত হইতেন ।