পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয়ঃ পরিচ্ছেদঃ খ্যাতোহসৌ জয়রামসংজ্ঞনুপত রাউতবর্য্যো যুধি স্ফ দ্যৎকরবালধারকবলপ্রায়ো হি কালোইপ্যসে । শ্ৰুত্বা যস্য বিনিগতেতি মহতী ঝাণ্ডীপতাকা চরাদভূপ ভ্রান্তপিয়শ্চ যস্য মহসোমারায়-পুত্ৰোই গ্ৰজঃ ॥ ১ ॥ যেনাকারি জগৎপবিত্রতটিনীতীরে শিবস্থাপনং সৌধং কারুতরৈঃ স্থসত্ত্বমতিনা নিন্মায় মেরোঃ সমম্। ঘটঞ্চাপি কুলস্ত তারণবিধে গোলোকসোপানকং সোহয়ং শ্ৰীজয়রামসংজ্ঞনুপতিৰ্মৎকীৰ্ত্তিরেতাদৃশী ॥ ২ ॥ তৎপুত্রোহজনি মন্মথেন সদৃশ্যে রূপেণ লোকে যতে। নাম্বাসে মদনঃ স্বশক্রদমনে যুক্তো গুণৈঃ পৈতৃকৈঃ। কল্যাণঞ্চ বভূব যন্ত জনিতঃ সর্বপ্রজানামতঃ কল্যtণাহবয় এষ লোকবিদিতস্তস্ত দ্বিতীয়ঃ সুতঃ ॥ ৩ ॥ ১ । উমা রায়ের জ্যেষ্ঠ পুত্র রাজা জয়রাম যুদ্ধবিষয়ে রাউতগণের শ্রেষ্ঠ ছিলেন ; যমের মত তিনি উজ্জল তীক্ষুধার করবাল ধারণ করিতেন । তাহার মহতী সেনা পতাকাদি লইয়া নির্গত হইয়াছে চরমুখে এই কথা শুনিবামাত্র শত্রুরাজগণ র্তাহার বিক্রমে হতবুদ্ধি হইত। ২। জয়রাম পবিত্র গঙ্গাতীরে শিবস্থাপন করিয়া মেরুর সমান মন্দির এবং বংশধরগণের উদ্ধারের জন্ত গোলোক গমনের সোপানস্বরূপ ঘাট নিন্মাণ করিয়াছিলেন । (৭) ৩। জয়রামের পুত্রের নাম মদন ; রূপে তিনি মন্মথের সদৃশ, এবং শত্ৰুদমন ও পিতার দ্যায় গুণসম্পন্ন। দ্বিতীয় পুত্রের নাম কল্যাণ ; ই হার জন্মে প্রজাবর্গের কল্যাণ হইয়াছিল ।