পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয়ঃ পরিচ্ছেদঃ X > বুদ্ধ্যা গীম্পতিনা নয়েন কবিন গাম্ভীৰ্য্যতঃ সিন্ধুনা সীমৈশ্বৰ্য্যবিধেশ্চ কা বিপদি যৎ কলগী চ হৈমী স্থিত ॥ ৭ ॥ লাবণ্যেনেন্দুতুল্যে বলবতি সমরে শক্রপক্ষে যমোহসৌ গাম্ভীর্য্যে সিন্ধুকল্পঃ স হি মদনসমো রূপতো ভীমরায়ঃ । ঐশ্বৰ্য্যেণেন্দ্রতুল্যে জলনরবিসমস্তেজসা বীরবর্য্যো দানে কল্পদ্রুমোহসে ভুবি বিদিত উমারায়পুত্ৰঃ কনীয়ান ॥৮ শৌর্য্যস্থৈৰ্য্যযশঃপ্রতাপমহিতঃ সৌন্দৰ্য্যপুষ্পায়ুধো দানে কল্পতরু গুরুদ্বিজস্থরাভ্যর্চাবিধে তৎপরঃ । ফত্তেসিংহগিরীন্দ্ৰসিংহসদৃশঃ শ্ৰীভীমরায়াত্মজো রায়ঃ শ্ৰীযদুনন্দনো বিজয়তে সন্তোষনামান্তরঃ ॥ ৯ ॥ যথৈবাহলদিনাচ্চন্দ্রস্তপনস্তপনাদ যথা । সন্তোষরায়ঃ সৰ্ব্বেষাং সন্তোষজননাত্তথা ॥ ১০ ॥ ৭ । সকলের কনিষ্ঠ পুত্রের নাম হরিশ্চন্দ্র । ইনি চন্দ্রের ন্যায় কীৰ্ত্তিমান, স্বৰ্য্যের ন্তায় তেজস্বী, বুদ্ধিতে বৃহস্পতিতুল্য, নীতি-জ্ঞানে শুক্রের তুল্য, গাম্ভীৰ্য্যে সমুদ্রের সদৃশ, এবং অতুল ঐশ্বৰ্য্যশালী ছিলেন। ৮। উমা রায়ের কনিষ্ঠ পুত্র বীরশ্রেষ্ঠ ভীমরায় লাবণ্যে চন্দ্রের তুল্য, যুদ্ধে শত্রুপক্ষের যমস্বরূপ, গাম্ভীৰ্য্যে সিন্ধুর সমান, রূপে মদনতুল্য, ঐশ্বৰ্য্যে ইন্দ্রতুল্য, বীৰ্য্যে স্বৰ্য্যের সমান ও দানে কল্পবৃক্ষের সমান ছিলেন । ৯ । ভীম রায়ের পুত্ৰ যদুনন্দনের জয় হউক, তাহার অপর নাম সন্তোষ। তিনি বীরত্বে, স্থৈৰ্য্যে ও প্রতাপে পূজনীয়, সৌন্দর্য্যে কন্দপতুল্য, দানে কল্পতরুসদৃশ ও গুরু ব্রাহ্মণ ও দেবতার অর্চনায় তৎপর থাকিয়া ফত্তেসিংহরূপ পৰ্ব্বতে সিংহস্বরূপ অবস্থিত আছেন। - ১• । আহলাদজননের জন্ত যেমন চন্দ্রের ও তাপদানের জন্ত যেমন তপনের নাম সার্থক, সেইরূপ সকলের সন্তোষ উৎপাদনের জন্য সন্তোষ রায় নাম সার্থক হইয়াছিল।