পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 পুণ্ডরীককুলকীর্তিপঞ্জিক। চণ্ডীপাঠশিবার্জনাবিধিরতা বিপ্রাস্তদভ্যস্তরে নিত্যং ভাগবতং পঠন্তি চ তথা কেচিন্মহাভারতম ॥ ১৭ ॥ প্রাতবিহুদলৈঃ শিবার্চনবিধিঃ সংস্নাপ্য গঙ্গাজলৈমধ্যাহ্নেইপুপচারষোড়শযুতং সংস্কাপ্য পঞ্চামৃতৈঃ । সায়ং পুষ্পচয়েন মাল্যনিচয়ৈৰ্বেশং বিধায়াস্তুতং ধুপৈদীপচয়ৈৰ্জপৈঃ স্তুতিচয়ৈঃ শত্থাদিবাদ্যোৎসবৈঃ ॥ ১৮ ॥ শস্তৃদ্বাদশলক্ষপূজনমভূক্ষ্মীভীমরায়ৈঃ কৃতং তৎসংখ্যাদ্বিগুণঞ্চ তৎস্তুতকৃতং যত্রোপহারৈঃ শুভৈঃ । বিপ্রাণামযুতঞ্চ ভোজিতমভূৎ সংকল্পপূৰ্ব্বং পুরা তৎসংখ্যাদ্বিগুণঞ্চ তৎস্থবিহিতং সন্তোষরায়ৈঃ পরম ॥ ১৯ ॥ শিবোপবনবর্ণনং তদিহ নারিকেলাকুলং রসালকুলসস্কুলং পনস-পূগ-বিন্বৈযুতম্। -ബ്-- ১৭। কপিলেশ্বর মন্দিরের দ্বারে দুই বকুল গাছ ; তাহার নিম্নে পরিষ্কৃত ভূমিতে সন্ন্যাসী ব্ৰজবাসী বৈষ্ণব প্রভৃতি সৰ্ব্বদা ভিক্ষার জন্ত আসিয়া অবস্থান করে। অভ্যস্তরে ব্রাহ্মণের কেহ চণ্ডীপাঠে, কেহ শিবপূজায়, কেহ ভাগবত পাঠে, কেহ মহাভারত পাঠে সৰ্ব্বদা নিযুক্ত আছেন। ১৮। প্রাতঃকালে গঙ্গাজলে স্নানের পর শিবার্চনা হয়, মধ্যাহ্নে পঞ্চামৃতে স্নানের পর ষোড়শোপচারে পূজা হয়, সন্ধ্যাকালে পুষ্প মাল্য দ্বারা অদ্ভূত বেশবিধানের পর ধূপ দীপ জপ স্তুতি ও শঙ্খাদি বাদ্যোৎসবের দ্বারা অর্চনা হইয়া থাকে । ১৯। ভীমরায় দ্বাদশ লক্ষ শিবপূজা করিয়াছিলেন ; তাহার পুত্র মাঙ্গলিক উপচার দ্বারা তাহার দ্বিগুণ সংখ্যক শিবপূজা করেন। ভীমরায় পূৰ্ব্বে সম্বর করিয়া অযুত ব্রাহ্মণ ভোজন করাইয়াছিলেন ; পরে সন্তোষ রায় তাহার দ্বিগুণ ব্ৰাহ্মণের ভোজন সম্পাদন করেন । -