পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয়ঃ পরিচ্ছেদঃ (t সচম্পক স্বদাড়িমং বদর-জস্ত-রস্তা-শিবাকদম্ব-বট-পিপ্পলৈৰ্বকুল-তাল-বংশৈবৃতিম ৷ ২০ ॥ জবা-তগড়-মল্লিকা-তুরগশক্র শেফালিকা অগস্ত্য-বক-যুথিকা-কনক কুন্দ-মন্দারকঃ ! কুরন্ট-নবমালিকা-তুলসিকাস্তথা কাঞ্চনঃ স্বজাতিরথ কেতকী গিরিশপুষ্পবাটাগতাঃ ॥ ২১ ॥ গঙ্গানস্তফলা শিবস্য নিকটে ক্রোশাৰ্দ্ধমাত্রে স্থিত। দ্বারি দ্বারিকয়া বিমিশ্রিতনদীসঙ্ঘোহপি গঙ্গণসমঃ । দেশোহপোষ তথাতিপুণ্যফলদঃ শস্তৃঃ স্বয়ম্ভর্যতঃ পুণ্যাঢ্য। শিবরাত্রিরত্র বিহিত পূজোপবাসাদিভিঃ ॥ ২২ ৷ গঙ্গাতঃ শিবমন্দিরাবধি ঘনশ্রেণী নৃণাং রাজতে দিব্যন্ত্রীবহুতগতাগততয়া সংঘর্ষণাদাকুলা । ২• । শিবমন্দিরলগ্ন উপবন নারিকেল, রসাল, পনস, পূগ, বিহু, চম্পক, দাড়িম্ব, বদর, জম্ভ, রম্ভ, শিব, কদম্ব, বট, পিপ্পল, বকুল, তাল ও বংশবৃক্ষে আচ্ছন্ন ছিল। ২১। শিবের পুষ্পবাটতে জবা, তগড়, মল্লিক, তুরগ, শক্র, শেফালিকা, অগস্ত্য, বক, যুথিকা, কনক, কুন্দ, মন্দার, কুরন্ট, নবমালিকা, তুলসী, কাঞ্চন, জাতি ও কেতকী প্রভৃতি নানা ফুলের গাছ ছিল । ২২ 1 শিবের নিকট ক্রোশাদ্ধ মাত্র দূরে গঙ্গা ছিলেন ; দ্বারের নিকট দ্বারিক নদীতে মিলিত নদীসমূহ ছিল ; এই মিলিত নদীসমুদায়ও গঙ্গাতুল্য। এখানে স্বয়ষ্ণু শস্তু অবস্থিত ছিলেন ও পূজোপবাসাদি দ্বারা শিবরাত্রি উৎসব ঘটিত । এই জন্ত এই দেশও অতি পুণ্যফলপ্রদ হইয়াছিল।