পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ পুণ্ডরীককুলকীর্তিপঞ্জিকা সন্তোষস্য সমন্বিতা গুণগণৈরাসন ষড়েবাত্মজা যে পঞ্চাম্রবদেব হি ক্ষিতিমনী সম্পালয়ন্তে মুদ । কেষাং বা প্রিয়তামগুন চ গুণৈঃ সন্তোষয়ন্তঃ সতঃ কান বা নো বিদিতপ্রতাপবহুলা যে পঞ্চবাবুস্থতাঃ ॥ ১৪ ॥ মন্তে দুৰ্জ্জুননিগ্রহায় বিধিনী সম্প্রাথিতে যঃ পুৱা শ্ৰীমান সজ্জনপালনায় চ তথা গোলোকনাথঃ স্বয়ম। ধীরঃ শ্ৰীরঘুনাথসংজ্ঞৰূপতী রামাবতারঃ ক্ষিতে সঞ্জাতঃ সবিতুঃ কুলে পুনরসে সন্তোষরায়াত্মজঃ ॥ ১৫ । সন্নদ্ধো বহুসাদিপত্তিনিকরৈগত্বা চ দিল্লীশ্বরং তস্মাদেব বিধায় তচ্ছয়মিতাং যৎ ফারমাণীং লিপিম । আয়াতঃ পিতৃসন্নিধেী দ্বিজগণাশীর্বাক্যসংপূজিতস্তেনে তাতমুদ্ৰং স এবপরমাং সন্তোষসন্তোষণ ॥ ১৬ ॥ জেতুং গতস্ত বনদুর্গমপঞ্চকূটং যস্তৈব দন্তিতুরগোথিতধুলিকৃটৈঃ । ১৪ । সন্তোষের গুণশালী ছয় পুত্র হইয়াছিল । তাহারা আনন্দে রাজ্য লন করিয়া কোন সাধুলোকের সন্তোস না জন্মাইয়াছিলেন ? বিদিতপ্রতাপ “পাচবাবু” কাহার না প্রিয় হইয়াছিলেন ? ১৫ । ব্রহ্ম পুরাকালে দুর্জননিগ্রহ ও সজ্জনপালনের জন্ত স্বয়ং গোলোক নাথকে প্রার্থনা করিয়াছিলেন ; সেই জন্তই বুঝি তিনি সন্তোষপুত্র রঘুনাথ নামে পুনরায় রামাবতার স্বরূপে সবিতার বংশে জন্মগ্রহণ করেন। ১৬। রঘুনাথ বহু অশ্বারোহী ও পদাতিসহ গমনের পর দিল্লীশ্বরের হস্তপ্রাপ্ত ফারমান লইয়া ফিরিয়া আসিয়া ব্রাহ্মণগণের আশীৰ্ব্বাদবাক্যে অভিনন্দিত হইয়। পিতার আনন্দবৰ্দ্ধন করেন। o