পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থঃ পরিচ্ছেদঃ ఫిఏ এতৈঃ ষড় ভিরিহৈব পুণ্যজননৈঃ সন্তোষরায়াত্মজৈদত্তাঃ শস্তযুতাশ্চ কিন্তু ন পুনভূম্যে দ্বিজেভ্যো হি যাঃ ॥২৪ রঘুনাথস্থতঃ শ্ৰীমান লক্ষ্মীনারায়ণাহবয়ঃ । দানে শৌর্য্যে:চ বীয্যে চ পিতৃতুল্যপরাক্রমঃ ॥ ২৫ ॥ রামেশ্বরস্তদনুজো বলবান বিজিতেন্দ্রিয়ঃ । শ্রিয়া বিরাজতে শ্ৰীমান সন্তোষকুলনন্দনঃ ॥ ২৬ ॥ e বনমালিরায়স্য স্থতো বলীয়ান বিশ্বেশ্বরে বিশ্ববিরোচমানঃ । শ্ৰীমান তথৈবেন্দ্রমণিঃ প্রসিদ্ধঃ পিত্রা সমো বাল্যত এব ধীরঃ ॥ ২৭ ॥ গোপালরায়স্য চ সুমুরেষ পিত্র সমঃ শ্ৰীযুত জীতরায়ঃ । SLLMAAAA ২৪ । কৰ্ম্মশীল লোকে আকাশের নক্ষত্র গণনা করিতে পারেন, মেঘনিঃস্থত বৃষ্টিবিন্দু গণিতে পারেন, কালসহকারে সমুদ্রের বালুকাও গণিতে পারেন ; কিন্তু সন্তোষ রায়ের এই ছয় পুত্র ব্রাহ্মণগণকে যে সকল শস্যশালী ভূমি দান করিয়াছিলেন, তাহার গণনা অসাধ্য। ২৫ । রঘুনাথের পুত্র শ্ৰীমান লক্ষীনারায়ণ দানে শৌর্য্যে ও বীরত্বে পিতার তুল্য। ২৬ । তাহার অম্বুজ রামেশ্বর বলবান ও জিতেন্দ্রিয় ; তিনি সন্তোষবংশের আহলাদ জন্মাইয়৷ বিরাজ করিতেছেন । ২৭। বনমালী রায়ের বলীয়ান্‌ পুত্র বিশ্বেশ্বর বিশ্বমধ্যে শোভা পাইতেছেন। অপর পুত্র ইন্দ্রমণি বাল্যকালেই পিতার দ্যায় বীর বলিয়া প্রসিদ্ধ।