পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চমঃ পরিচ্ছেদঃ যন্নাম্বা পুরকল্পনং সমভবমৈতাদৃশঃ পুরুষঃ প্রায়োহুসে সবিতুঃ কুলে সমভবন্নৈবেহ ভূমীতলে। নাধৰ্ম্ম ন চ মৎসরী ন চ পুনর্মিথ্যোয়ী কশন সর্বেহমী সবিতুঃ কুলস্ত বিদিতাঃ পুণ্যাকুর ভূমিপা: ৷ ১ ৷ পিত্র পিতৃব্যেণ তথাগ্রজেন o স্বয়ঞ্চ তত্তৎপ্রতিনামপূর্ববম। অকারি সর্ববত্র নিজাধিকারে পুরং বনে চাথ সরিৎপ্রতীরে ৷ ২ ৷ জয়রামস্ত নাম্বা তু জয়রামপুরং কৃতম্। হরিশ্চন্দ্র সমাখ্যাতে হরিশ্চন্দ্রপুরং তথা ॥৩ ॥ বলরামকৃতে বলরামপুরং মদনাভিধরায়কৃতে বিমলম। - ১ । সবিতার বংশে এমন পুরুষ প্রায় কেহ জন্মেন নাই, র্যাহার নামে কোন না কোন গ্রাম স্থাপিত না হইয়াছিল। সেই বংশে কোন অধাৰ্ম্মিক, মৎসরস্বভাব, বা বৃথা উদ্যমশীল ব্যক্তি জন্মেন নাই। সবিতার বংশে সকলেই পুণ্যাঙ্কুর রাজা বলিয়া বিদিত । * - . ২ । তাহারা আপন অধিকার মধ্যে বনে, নদীতীরে এবং অন্তান্ত স্থানে পিতার পিতৃব্যের ভ্রাতার বা আপনার নাম অনুসারে নগর স্থাপন করিয়া ছিলেন । " . ৩। জয়রামের নামে জয়রামপুর, হরিশ্চন্দ্রের নামে হরিশ্চন্দ্রপুর বিখ্যাত ।