পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চমঃ পরিচ্ছেদঃ vථාI অজয়ী নাম্বা সবিতুঃ পুত্রঃ তন্মাচ্ছ রাস্ত্রয় উৎপন্নাঃ। উময় কমল কয়ূৰী চ শৌর্য্যৈরেতে ভুৰি বিখ্যাতাঃ ॥ ১৬ ॥ এষাং বংশে যে যে জগতাঃ প্রায়ঃ সর্বের্ব হত্ৰৈবোত্তাঃ । সবিতুঃ কুলজাঃ যেহমী ভূপাঃ সদগুণযুক্তাঃ পুণ্যনিষেক ॥১৭ ॥ দেশবিদেশগত বহুবঃ সবিতৃভ্রাতৃজসস্ততয়ঃ। যথা পুণ্ডরীকোস্তবব্রহ্মসর্গস্তথা পুণ্ডরীকর্ষিসর্গোইপ্যনন্তঃ ॥ ১৮ ॥ পুণ্ডরীককুলকীৰ্ত্তিপঞ্জিকায়াং পঞ্চমঃ পরিচ্ছেদঃ -*o ১৬। সবিতার পুত্র অজয়ী হইতে উমা, কমলা ও কস্তী এই তিন জন বীর পুত্র উৎপন্ন হয়েন; ইহারা সকলেই শৌর্যের জন্য প্রসিদ্ধ। ১৭। ইহাদের বংশে র্যাহারা জন্মিয়াছেন, প্রায় তাহাদের সকলেরই কথা এই গ্রন্থে বলা হইল। সবিতার বংশের উল্লিখিত সকল রাজাই সদগুণযুক্ত ও পুণ্যবান। ১৮। সবিতার ভ্রাতার সন্তানগণ অনেকে দেশবিদেশ চলিয়া গিয়াছেন। পুণ্ডরীকজন্ম ব্ৰহ্মার স্বটির স্তায় পুওরীক ঋষির বংশাবলীরও অন্ত নাই। ।