পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট ( × ) পুণ্ডরীক বংশ ও জিঝৌতিয়া ব্রাহ্মণ ফতেসিংহ রাজবংশ পুণ্ডরীক গোত্রে উৎপন্ন । পুণ্ডরীকবংশীয়েরা আপনাদিগকে পুণ্ডরীক-গোত্র, পুণ্ডরীক-অঘমর্ষণ-অসিতদেবল-প্রবর, যজুৰ্ব্বেদান্তর্গত মাধ্যন্দিনশাখাধ্যায়ী জিঝৌতিয়া ব্রাহ্মণ বলিয়া পরিচিত করেন। জিঝৌতিয়া ব্রাহ্মণের কণৌজিয়া বা কান্তকুজ শ্রেণীর অন্ততম শাখা বলিয়া পরিচিত। ফতেসিংহ বংশের আদিপুরুষ সবিতা রায় দীক্ষিত উপাধিধারী ছিলেন । বাঙ্গালায় আসিবার পূৰ্ব্বে সবিতা রায়ের নিবাস কোথায় ছিল জানা যায় না। পুণ্ডরীক বংশকে আশ্রয় করিয়া কয়েক ঘর জিঝৌতিয়া ব্রাহ্মণ ফতেসিংহ মধ্যে বাস করিয়াছেন। জিঝৌতিয়া ব্রাহ্মণগণের সম্বন্ধে নিম্নোদ্ধত বিবরণ ইংরেজী পুস্তক হঠতে সঙ্কলিত করিতে বাধ্য হইলাম । “From the accounts of Abu Rihan and Ibn Batula, it is evident that the province of Jajhoti corresponded with the modern district of Bundelkhand * * * Bundelkhand in its widest extent is said to have comprised all the country to the south of the Jumna and Ganges, from the Betwa river on the west to the temple of Vindhyavasini Devi on the east, including the districts of Chanderi, Sagar and Bilhari near the sources of the Narbada on the south. But these are also the limits of the ancient country of the Jajhotiya Brahmans, which according to Buchanan's information, extended from the Jumna on the north to the Narbada on the south, and from Urcha on the Betwa river on the west to the Bundela Nala on the east. The last is said to be a small stream which falls into the Ganges near Benares and within two stages of Mirzapur. During the last twenty-five years I have traversed