পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট 8ථ আইন-ই-আকবরিতে সরকার শরীফাবাদ মধ্যে ফতেসিংহের ও মহলন্দীর উল্লেখ আছে। ফতেসিংহের রাজস্ব ২•৯৬৪৬• দাম ও মহলন্দীর রাজস্ব ১৮৩১৮৯৪ দাম বলিয়া উল্লিখিত হইয়াছে । চল্লিশ দাম একটাকার লমান । রেনেলের আটলাসে ফতেসিংহ পৃথক রূপে চিহ্নিত আছে। উত্তরে রাজসাহী রাজ্য, পূৰ্ব্বে ভাগীরথীর পরপারে নদীয়া রাজ্য, দক্ষিণে বৰ্দ্ধমান ও পশ্চিমে বীরভূম, এই চারি প্রকাণ্ড জমিদারীর মধ্যে ক্ষুদ্রায়তন ফতেসিংহের জমিদারী তৎকালে অবস্থিত ছিল। ফত্ত্বেসিংহের তাৎকালিক সীমা পূৰ্ব্বে ভাগীরথী ; উত্তরে ময়ূরাক্ষীসংযুক্ত দ্বারকা, পশ্চিমে ময়ূরাক্ষী ; দক্ষিণ সীমানা পার হইয়া কিছুদূর গেলে অজয় নদী । চতুঃসীমায় বেশী পরিবর্তন হয় নাই। ফতেসিংহ নাম সম্বন্ধে স্থানীয় জনশ্রীতি যে ফতেসিংহ নামক হাড়ি রাজা হইতে পরগণার নামের উৎপত্তি । এই ফতেসিংহকে পরাস্ত করিয়া সবিতা রায় জমিদারী লইয়াছিলেন। z-5t zittiga 5Izta Annals of Rural Bengal 3stg: zien ভাগের পরিশিষ্টে বীরভূমি সম্বন্ধে যে জনশ্রুতি সংগ্ৰহ করিয়াছেন, তন্মধ্যে উল্লেখ দেখা যায় বীরসিংহ ও ফতেসিংহ দুই ভ্রাতা পশ্চিম হইতে আসিয়া এই প্রদেশে রাজ্য স্থাপন করেন ; তাহাদের নামানুসারে বীরভূমি ও ফতেসিংহ নাম উৎপন্ন হুইয়াছে । ব্লকমান সাহেব তাহার বাঙ্গালার ভৌগোলিক বিবরণ মধ্যে অনুমান করিয়াছেন যে বাঙ্গালার পাঠান অধিপতি ফতে শাহ ও বরবক শাহ হইতে ফতেসিং ও বরবাক সিং এই দুই সন্নিহিত পরগণার নাম উৎপন্ন হইয়াছে। ফতেসিংহের ভূমির অধিকাংশ বর্ষার সময় জলমগ্ন হয় । দ্বারকা ও ময়ূরাক্ষী উভয় নদী ছোটনাগপুরের পাহাড় হইতে উৎপন্ন হইয়া বীরভূমি হইতে ফতেসিংহে প্রবেশ করিয়াছে ও ফতেসিংহকে বর্ষাকালে ভাসাইয়া গঙ্গায় পতিত হইতেছে। ময়ূরাক্ষী দ্বারকার সহিত মিলিত হইয়া দক্ষিণ মুখে প্রায় কাটোয়ার নিকট পর্য্যন্ত গিয়া গঙ্গায় মিশিয়াছে। ভাগীরথীর ঠিক পশ্চিম তীরবর্তী ভূমিটা উচ্চ ; এই ভূমিতে গুঙ্গায়ী, জগন্নাথপুর, রাঙ্গামাটা, যদুপুর, প্রভৃতি গ্রাম। এই উচ্চ ভূমি ও পশ্চিম রাঢ়ের উচ্চ ভূমির মধ্যে দ্বারক ও ময়ূরাক্ষীর জল পতিত হইয়। বর্ষার সময় সমস্ত প্রদেশটাকে প্লাবিত করিয়া দেয়।