পাতা:পুণ্ডরীককুলকীর্ত্তিপঞ্জিকা.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । 8업 রাজা মানসিংহ দিল্লীশ্বর আকবর কর্তৃক বাঙ্গাল দেশের শাসনকৰ্ত্ত নিযুক্ত হইয়া ১৫৮৯ খৃঃ অব্দে, হিজিরা ৯৯৭ অব্দে পাটনায় উপস্থিত হয়েন। বিহারে অবস্থান করিয়া তিনি গিধোরের জমিদার পূরণ মল্ল ও খরগপুরের জমিদার সংগ্রাম সিংহ সহায়কে দমন করেন । , এই বৎসরকেই সবিতা রায়ের বাঙ্গালা আগমনের কাল বলিয়া গ্রহণ করিতে পারি। পঞ্জিকামতে সবিত রায় খরগপুরের যুদ্ধে খ্যাতিলাভ করেন । তাহা হইলে পুণ্ডরীক বংশীয়গণের বাঙ্গালায় বাস ঠিক তিন শত দশ বৎসর হইল । পর বৎসর মানসিংহ ঝারখণ্ড অতিক্রম করিয়া বৰ্দ্ধমানে উপস্থিত হইয়াছিলেন, এবং পরবর্তী তিন বৎসর কাল উড়িষ্যাবাসী পাঠানগণের সহিত যুদ্ধে ব্যাপৃত ছিলেন। পাঠানের প্রথমে কতলু খার অধীন ও র্তাহার মৃত্যুর পর সলেমান ও ওসমানের অধীন হইয়া যুদ্ধ করিতেছিল। এই সময়ে মানসিংহ রাজমহলে রাজধানী স্থাপন করেন । ১৫৯৪ সালে মানসিংহ সম্রাটের সহিত সাক্ষাৎ করিয়া আসিয়াছিলেন । এই সময়ে কোচবিহারপতি রাজা লক্ষ্মীনারায়ণ মানসিংহকে ভগিনী সম্প্রদান করিয়া দিল্লীর অধীনতা স্বীকার করেন । র্তাহার আত্মীয়জন ও সামন্তবর্গ এই জন্ত বিরক্ত হইয় তাহাকে পদচ্যুত করিবার উদ্যোগ করিলে মানসিংহ ১৫৯৬ খৃ-ঃ অব্দে হিজাজ খাকে সেনাসহ কোচবিহার প্রেরণ করেন। হেজাজ খ। রাজাকে মুক্ত করিয়া স্বপদে স্থাপন করিয়া আসেন। সবিতা রায় সম্ভবতঃ এই সময়েই কোচবিহারে যুদ্ধার্থ উপস্থিত ছিলেন। ১৫৯৮ অব্দে মানসিংহ বাদশাহের আজ্ঞাক্রমে বাঙ্গালী ত্যাগ করিয়া দক্ষিণাপথে যুদ্ধার্থ শাহজাদ শেলিমের সহিত যোগ দেন। মানসিংহের অনুপস্থিতি সুযোগে পাঠানের পুনরায় বাঙ্গালার কিয়দংশ অধিকার করিল। মানসিংহ পুনরায় বাঙ্গালায় ফিরিতে বাধ্য হইলেন ও শেরপুর আতাইয়ের ইতিহাস প্রসিদ্ধ যুদ্ধে পাঠানদলপতি ওসমানকে পরাস্ত ও দূরীভূত করিলেন। শেরপুর আতাই ফতেসিংহ পরগণার সংলগ্ন ; বর্তমানকালে খড়গ্রাম থানার সামিল ও জেমোকান্দির উত্তরে পাচ ক্রোশ মধ্যে অবস্থিত। সবিতা রায় সম্ভবতঃ এই সময়েই ফতেসিংহের হাড়ি রাজাকে পরাস্ত করিয়া ফতেসিংহ পরগণা পুরস্কার লাভ করেন । o